Breaking




Saturday, January 13, 2024

জিকের প্রশ্ন ও উত্তর PDF

জিকের প্রশ্ন ও উত্তর PDF

জিকের প্রশ্ন ও উত্তর PDF
জিকের প্রশ্ন ও উত্তর PDF
Hello Students,
bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে GK Question Answer in Bengali | জিকের প্রশ্ন ও উত্তরের PDF শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষায় জন্য জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর PDF টি তে ৩০টি জিকের প্রশ্ন ও উত্তর রয়েছে। জিকের প্রশ্ন ও উত্তর PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সুতরাং সময় নষ্ট না করে জিকের প্রশ্ন ও উত্তর PDF টি ডাউনলোড করে নাও।

জিকের প্রশ্ন ও উত্তর

1. গোলগম্বুজ কোন রাজ্যে অবস্থিত -

উঃ কর্ণাটক

2. গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

উঃ হিমাচল প্রদেশ

3. Keoladeo National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ রাজস্থান

4. খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল ?

উঃ ১৫২৭ সালে

5. বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় ?

উঃ ২৮শে জুলাই

6. ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ ?

উঃ হাইড্রোজেন

7. UNICEF- এর সদর দফতর কোথায় অবস্থিত ?

উঃ নিউইয়র্ক

8. দশম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ ঝাড়খন্ড

9. রামসার সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?

উঃ ১৯৭১ সালে

10. হাওয়া মহল অবস্থিত -

উঃ রাজস্থান

11. সাতপুরা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মধ্যপ্রদেশ

12. পালা জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মিজোরাম

13. Asan Conservation Reserve কোথায় অবস্থিত ?

উঃ উত্তরাখন্ড

14. দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ ক্রিকেট

15. বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মধ্যপ্রদেশ

16. কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?   

উঃ অন্ধ্রপ্রদেশ

17. মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ ?

উঃ ইউরেনাস

18. বাঙ্গের কোন নদীর উপনদী ?

উঃ নর্মদা

19. ছোলামু হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?

উঃ সিকিম

20. নকরেক জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মেঘালয়

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: জিকের প্রশ্ন ও উত্তর PDF
File Format: PDF
No. of Pages:03
File Size:0.23MB

No comments:

Post a Comment