Breaking




Friday, January 12, 2024

ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF

ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF

ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF
ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF
Hello Students,
bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে History Question Answer in Bengali | ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

ইতিহাসের প্রশ্ন ও উত্তর

1. হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল - ১৫৭৬ সালে

2. খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল - ১৫২৭ সালে

3. সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল - ১৭৮২ সালে

4. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন - বল্লাল সেন

5. পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল - ১৯৩২ সালে

6. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন - কৃষ্ণকুমার মিত্র

7. বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা হলেন - বরাহমিহির

8. লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন - জয়দেব

9. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন - রাজা রামমোহন রায়

10. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন - মহাপদ্মনন্দ

11. চুয়াড় বিদ্রোহ কত সালে হয়েছিল - ১৭৯৯ সালে

12. ঘর্ঘরার যুদ্ধ কত সালে হয়েছিল - ১৫২৯ সালে

13. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন - লর্ড কর্নওয়ালিস

14. লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল - ১৯১৬ সালে

15. সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন - ঈশ্বরচন্দ্র গুপ্ত

16. স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন - লর্ড ডালহৌসি

17. কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল - ১৫৪০ সালে

18. তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল - ১৫৬৫ সালে

19. মনসবদারী প্রথা প্রবর্তন করেন - আকবর

20. বুদ্ধচরিত-এর রচয়িতা হলেন - অশ্বঘোষ

21. আলিনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল - ১৭৫৭ সালে

22. মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল - ১৯২১ সালে

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: ইতিহাসের প্রশ্ন ও উত্তর
File Format: PDF
No. of Pages:02
File Size:0.25MB

No comments:

Post a Comment