জিকের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
GK Question Answer in Bengali Part-01 |
Hello Students,
bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে GK Question Answer in Bengali Part-01 | জিকের প্রশ্ন ও উত্তর পর্ব-০১ শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের পোস্টটিতে জেনারেল নলেজের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে। জিকের ৫০টি প্রশ্ন ও উত্তর পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।
জিকের প্রশ্ন ও উত্তর
1. বন্দিপুর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কর্ণাটক
2. কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাস করা হয়েছিল ?
উঃ ১৯২৯ সালে
3. পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?
উঃ আলিপুরদুয়ার
4. পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল ?
উঃ ১৯৫০ সালে
5. Ranthambore National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ রাজস্থান
6. স্বায়ত্বশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন ?
উঃ লর্ড রিপন
7. দুর্গাপুর কোন শিল্পের জন্য বিখ্যাত ?
উঃ ইস্পাত শিল্প
8. ভারতের কোথায় কেন্দ্রীয় ধান গবেষণাগার রয়েছে ?
উঃ কটক
9. নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গের নাম ?
উঃ কেঁচো
10. রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায় ?
উঃ সর্পগন্ধা
11. Abhinav Bindra কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ শুটিং
12. কনিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ব্যাডমিন্টন
13. ডান্ডি পদযাত্রা কবে শুরু হয়েছিল ?
উঃ ১৯৩০ সালে
14. ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয় ?
উঃ চাণক্য
15. সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কেরালা
16. কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল ?
উঃ দ্বিতীয় মহিপাল
17. হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ গঙ্গা
18. কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন ?
উঃ বিন্দুসার
19. কত সালে ভারতের নাগরিকত্ব আইন পাস হয় ?
উঃ ১৯৫৫ সালে
20. Black Revolution কিসের সঙ্গে যুক্ত ?
উঃ পেট্রোলিয়াম উৎপাদন
21. নক আউট শব্দটি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ বক্সিং
22. চাপের SI একক কি ?
উঃ পাস্কাল
23. জয়চন্ডি পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উঃ পুরুলিয়া
24. প্রতিবছর কবে World Health Day পালন করা হয় ?
উঃ ৭ই এপ্রিল
25. মস্তিষ্কের কোন অংশ মানবদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ?
উঃ লঘুমস্তিষ্ক
26. খসড়া কমিটি কবে গঠন করা হয় ?
উঃ ২৯শে আগস্ট, ১৯৪৭
27. ঘর্ঘরার যুদ্ধ কত সালে হয়েছিল ?
উঃ ১৫২৯ খ্রিস্টাব্দে
28. পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে ?
উঃ ব্যারাকপুর
29. Chitrakote Waterfalls ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ছত্তিশগড়
30. ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম ?
উঃ অরুণাচল প্রদেশ
31. রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে থাকেন ?
উঃ উপ-রাষ্ট্রপতি
32. National Gandhi Museum ভারতের কোথায় রয়েছে ?
উঃ নিউ দিল্লি
33. পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত ?
উঃ পুরুলিয়া
34. ভারতীয় জাতীয় কংগ্রেস সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ ১৮৮৫ সালে
35. গ্যাসীয় পদার্থের চাপ মাপার জন্য ব্যবহার হয় -
উঃ ম্যানোমিটার
36. তাহকিক-ই-হিন্দ কে রচনা করেছিলেন ?
উঃ আল-বিরুনি
37. সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে ?
উঃ ১৯৮৭ সালে
38. আলেকজান্ডার কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?
উঃ ধননন্দ
39. ভাস্কো-দা-গামা কত সালে ভারতে এসেছিলেন ?
উঃ ১৪৯৮
40. মুকুটমণিপুর বাঁধ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উঃ বাঁকুড়া
41. কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান ?
উঃ জিম করবেট জাতীয় উদ্যান
42. রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে ?
উঃ কলহন
43. ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি ?
উঃ Hemis National Park
44. কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন ?
উঃ মহম্মদ বিন তুঘলক
45. পুরনো পেনশন স্কিম পুনর্বহাল করা উত্তর-পূর্ব ভারতের প্রথম রাজ্য হল -
উঃ সিকিম
46. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ মহাপদ্মনন্দ
47. ভারতের কোন রাজ্যের সর্বাধিক চা উৎপাদন করা হয় ?
উঃ আসাম
48. Gender Inequality Index প্রকাশকারী সংস্থা কোনটি ?
উঃ UNDP
48. পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?
উঃ বাঁশি
49. পেশি সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?
উঃ Myology
50. ভারতের খনিজ ভান্ডার বলা হয় -
উঃ ছোটনাগপুর মালভূমিকে
No comments:
Post a Comment