Breaking




Monday, July 8, 2024

GK Questions and Answers in Bengali Part-03

জিকের প্রশ্ন ও উত্তর | GK Questions and Answers in Bengali 

জিকের প্রশ্ন ও উত্তর | GK Questions and Answers in Bengali
জিকের প্রশ্ন ও উত্তর | GK Questions and Answers in Bengali
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে GK Question Answer in Bengali Part-03 | জিকের প্রশ্ন ও উত্তর পর্ব-০৩ শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের পোস্টটিতে জেনারেল নলেজের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে। জিকের ৫০টি প্রশ্ন ও উত্তর পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

জিকের প্রশ্ন ও উত্তর

1. ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন ? 

উঃ মহম্মদ বিন তুঘলক 

2. অষ্টমুদি জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ কেরালা

3. বদ্রিনাথ মন্দির কোন রাজ্যে রয়েছে ? 

উঃ উত্তরাখণ্ড

4. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ? 

উঃ ওড়িশা

5. কত সালে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল ? 

উঃ ১৯৫১ সালে

6. সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে ? 

উঃ ১৯৮৭ সালে 

7. ক্যাডমিয়ামের দূষণের ফলে কোন রোগটি হয় ?

উঃ ইতাই-ইতাই

8. বায়ুমন্ডলের কোন স্তরকে শান্ত মন্ডল বলা হয় ?

উঃ স্ট্র্যাটোস্ফিয়ার

9. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে ? 

উঃ বাণভট্ট 

10. বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ?

উঃ ১১টি

11. ISRO-র সদর দফতর কোথায় অবস্থিত ? 

উঃ বেঙ্গালুরু

12. অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল ?

উঃ ১৮০৯ সালে

13. সাবান, রং, কাগজ তৈরি করতে নিম্নলিখিত কোন যৌগটি ব্যবহার করা হয় ? 

উঃ NaOH 

14. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন ? 

উঃ বল্লাল সেন

15. Narendra Modi Stadium ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 

উঃ গুজরাট

16. সুন্দরলাল বহুগুনা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ? 

উঃ চিপকো আন্দোলন

17. কার শাসনকালে দহশালা ব্যবস্থা চালু করা হয় ? 

উঃ আকবর

18. প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈজ্ঞানিক উন্নয়ণের কারনগত বেকারত্বকে কি বলা হয় ? 

উঃ প্রযুক্তিগত

19. মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন ? 

উঃ লর্ড ক্যানিং

20. SAARC-এর পুরো নাম কি ? 

উঃ South Asian Association for Regional Cooperation

21. White Revolution কিসের সঙ্গে যুক্ত ? 

উঃ দুধ উৎপাদন 

22. কৃষ্ণরাজ সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 

উঃ কর্ণাটক

23. ভারতের কোন রাজ্য নারকেল উৎপাদনে প্রথম ? 

উঃ কেরালা

24. কানপুরে মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন ? 

উঃ নানাসাহেব

25. ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ? 

উঃ ৭৪.০৪%

26. ভারতের কোন রাজ্যকে পঞ্চ নদীর দেশ বলা হয় ? 

উঃ পাঞ্জাব

27. আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ? 

উঃ দক্ষিণ ২৪ পরগনা

28. কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ? 

উঃ পলাশীর যুদ্ধ

29. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ লালা হরদয়াল

30. গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে তৈরি করেছিলেন ? 

উঃ শেরশাহ

31. প্রতিবছর Pi Day কবে পালন করা হয় ? 

উঃ ১৪ই মার্চ

32. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ? 

উঃ পশ্চিমবঙ্গ

33. National Unity Day প্রতিবছর কার জন্মদিনের দিন পালন করা হয় ? 

উঃ সর্দার বল্লভভাই প্যাটেল

34. অধীনতামূলক মিত্রতা নীতি কত সালে চালু করা হয়েছিল ? 

উঃ ১৭৯৮ সালে 

35. ICZN এর পুরো নাম কি ? 

উঃ International Code of Zoological Nomenclature

36. বর্তমানে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হয়েছে ? 

উঃ জার্মানি

37. উপকারী ছত্রাকের একটি উদাহরণ হল - 

উঃ ইস্ট

38. কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে ? 

উঃ সোভিয়েত ইউনিয়ন

39. আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন ? 

উঃ রাসবিহারী বসু

40. পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার কোন জেলাকে বলা হয় ? 

উঃ বর্ধমান

41. International Olympic Day কবে পালন করা হয় ? 

উঃ ২৩শে জুন

42. কোন নদীকে কেরালার জীবনরেখা বলা হয় ? 

উঃ পেরিয়ার 

43. ক্যালকাটা স্কুল বুক অফ সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন ? 

উঃ ডেভিড হেয়ার

44. সাঁওতাল বিদ্রোহের সূচনা কত সালে হয়েছিল ? 

উঃ ১৮৫৫ সালে

45. Indravati National Park কোন রাজ্যে অবস্থিত ? 

উঃ ছত্তিশগড়

46. দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কে ভারতে এসেছিলেন ? 

উঃ ফা-হিয়েন 

47. পারদের স্ফুটনাঙ্ক কত ? 

উঃ ৩৫৭°C

48. আইহোল প্রশস্তি কার লেখা ? 

উঃ রবিকীর্তি

49. সিন্ধু সভ্যতার কোথায় নৃত্যরত মহিলা মূর্তি পাওয়া গিয়েছিল ? 

উঃ মহেঞ্জোদারোতে

50. কোশল মহাজনপদের রাজধানী কি ছিল ? 

উঃ শ্রাবস্তী





No comments:

Post a Comment