Breaking




Wednesday, July 24, 2024

GK Questions and Answers in Bengali Part-04

জিকের প্রশ্ন ও উত্তর | GK Questions and Answers in Bengali 

GK Questions and Answers in Bengali Part-04
GK Questions and Answers in Bengali Part-04
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে GK Question Answer in Bengali Part-04 | জিকের প্রশ্ন ও উত্তর পর্ব-০৪ শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের পোস্টটিতে জেনারেল নলেজের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে। জিকের ৫০টি প্রশ্ন ও উত্তর পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

জিকের প্রশ্ন ও উত্তর

1. কার রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল ? 

উঃ কুমারগুপ্ত

2. আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ? 

উঃ সরোদ

3. ভারতের সবচেয়ে বৃহত্তম রামসার সাইট কোনটি ? 

উঃ সুন্দরবন

4. ওনাম উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় ? 

উঃ কেরালা

5. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 

উঃ নকরেক

6. যশবন্ত সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 

উঃ মধ্যপ্রদেশ

7. ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ? 

উঃ ফুটবল

8. অ্যাট্রোপিন উপক্ষার কোন গাছ থেকে পাওয়া যায় ? 

উঃ বেলেডোনা

9. সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন ? 

উঃ পাল

10. চাপড়ামারী বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?

উঃ জলপাইগুড়ি

11. Blue Revolution কিসের সঙ্গে যুক্ত ? 

উঃ মৎস্য উৎপাদন

12. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল ? 

উঃ ১৮৮৫ সালে

13. ICC-র বর্তমান চেয়ারম্যান কে ? 

উঃ গ্রেগ বার্কলে

14. অরণ্যের অধিকার কার লেখা ? 

উঃ মহাশ্বেতা দেবী

15. Deodhar Trophy কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ ক্রিকেট

16. আনাইমুদি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ? 

উঃ পশ্চিমঘাট

17. শারদা খাল কোন রাজ্যে অবস্থিত ? 

উঃ উত্তরপ্রদেশ

18. ভারতের সর্বনিম্ন জনবিরল রাজ্য কোনটি ? 

উঃ সিকিম

19. প্রথম ভারতীয় হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন ? 

উঃ অমর্ত্য সেন

20. SQL এর পুরো নাম কি ?

উঃ Stuctured Query Language

21. কোন রাজ্যে ভারতের প্রথম AI শহর তৈরি হবে ? 

উঃ উত্তরপ্রদেশ

22. ভারতের হলুদ শহর কাকে বলা হয় ? 

উঃ জয়সালমির

23. গন্ডোয়ানা কয়লাখনি ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 

উঃ ঝাড়খন্ড

24. কোন শাসক তামার জিতল ও রৌপ্য টঙ্কা প্রবর্তন করেছিলেন ? 

উঃ ইলতুৎমিস

25. Gangaur festival ভারতের কোন রাজ্যে পালন করা হয় ? 

উঃ রাজস্থান

26. সবচেয়ে পুরনো তৈলখনি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ আসাম

27. ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল ? 

উঃ ১৭৮৪ সালে

28. বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে ? 

উঃ নাইট্রোজেন

29. বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কি ? 

উঃ নেফ্রন

30. আগাখান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ হকি

31. আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ? 

উঃ গোয়া

32. ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয় ? 

উঃ ১৯৮৩ সালে

33. আপেলের রাজ্য ভারতের কোন রাজ্যকে বলা হয় ? 

উঃ হিমাচল প্রদেশ

34. জাপানের মুদ্রার নাম কি ? 

উঃ ইয়েন

35. Pench National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 

উঃ মধ্যপ্রদেশ

36. সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন কোন ভারতীয় ফুটবলার ?

উঃ সুনীল ছেত্রী

37. চেন্নাই বন্দর কোন রাজ্যে অবস্থিত ?

উঃ তামিলনাড়ু

38. জাতীয় উপভোক্তা দিবস কবে পালন করা হয় ?

উঃ ২৪শে ডিসেম্বর

39. কোন প্রকার কয়লাকে বাদামী কয়লা বলা হয় ?

উঃ লিগনাইট

40. প্রাচীন পলি সমৃদ্ধ মাটিকে কি বলে ? 

উঃ ভাঙ্গর

41. ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয় ? 

উঃ অরুণাচল প্রদেশ

42. মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন ? 

উঃ বৃহদ্রথ

43. আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয় ? 

উঃ ২১শে জুন

44. Radiology কি সংক্রান্ত বিদ্যা ? 

উঃ তেজস্ক্রিয়তা

45. সূর্যসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে ? 

উঃ আর্যভট্ট

46. কম্পাঙ্কের SI একক কি ? 

উঃ হার্জ 

47. ব্রোঞ্জে কোন কোন উপাদান দিয়ে তৈরি ? 

উঃ তামা ও টিন

48. কোন রাজার আমলে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ? 

উঃ অজাতশত্রু

49. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

উঃ বৈশালী

50. ভারতের কোন শহরকে উৎসবের শহর বলা হয় ? 

উঃ মাদুরাই










No comments:

Post a Comment