জিকের প্রশ্ন ও উত্তর | GK Questions and Answers in Bengali
GK Questions and Answers in Bengali Part-05 |
জিকের প্রশ্ন ও উত্তর
1. থার্মোন্যাস্টিক চলন এর একটি উদাহরণ হল ?
উঃ টিউলিপ
2. সৌরজগতের নীল গ্রহ কোন গ্রহকে বলা হয় ?
উঃ পৃথিবী
3. স্লেট কি ধরনের শিলা ?
উঃ রূপান্তরিত শিলা
4. কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় ?
উঃ পামির মালভূমি
5. সুন্দরবনকে কত সালে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় ?
উঃ ২০১৯ সালে
6. ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি ?
উঃ অন্ধ্রপ্রদেশ
7. ভারতের জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালন করা হয় ?
উঃ ২৪শে এপ্রিল
8. ভারতের উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান ?
উঃ রাষ্ট্রপতি
9. পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণপ্রস্রবণ দেখা যায় ?
উঃ বীরভূম
10. World Soil Day কবে পালন করা হয় ?
উঃ ৫ই ডিসেম্বর
11. মঞ্জিরা কোন নদীর উপনদী ?
উঃ গোদাবরী
12. কোন শাসক কুনিক উপাধি পেয়েছিলেন ?
উঃ অজাতশত্রু
13. মল্লর রাজধানী কি ছিল ?
উঃ কুশিনগর
14. উকাই বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ?
উঃ তাপ্তি
15. শ্রীকৃষ্ণবিজয় কার লেখা ?
উঃ মালাধর বসু
16. নাসিক প্রশস্তি থেকে কার কথা জানা যায় ?
উঃ গৌতমীপুত্র সাতকর্ণী
17. সংবিধানের কততম অনুচ্ছেদের দ্বারা রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করতে পারেন ?
উঃ 76
18. কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে ?
উঃ নীলগিরি
19. হ্যারোড-ডোমার মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল ?
উঃ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
20. কুরু মহাজনপদের রাজধানীর নাম ক ?
উঃ ইন্দ্রপ্রস্থ
21. প্রতিবছর World Kidney Day কবে পালন করা হয় ?
উঃ ১৪ই মার্চ
22. অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উঃ ভেনিজুয়েলা
23. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল ?
উঃ ব্রোঞ্জ যুগ
24. বলের CGS একক কি ?
উঃ ডাইন
25. Simlipal National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ওড়িশা
26. মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত ?
উঃ ৪৬টি
27. পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি ?
উঃ মলয়াদ্রি
28. মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিলেন ?
উঃ রাখলদাস বন্দ্যোপাধ্যায়
29. ভারতের ডায়মন্ড সিটি কোন শহরকে বলা হয় ?
উঃ সুরাট
30. ভিলাই লৌহ ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ছত্তিশগড়
31. প্রতিবছর International Day of Forests কবে পালন করা হয় ?
উঃ ২১শে এপ্রিল
32. CGS পদ্ধতিতে কার্যের একক কি ?
উঃ আর্গ
33. আত্মঘাতী থলি কোন অঙ্গাণুকে বলা হয় ?
উঃ লাইসোজোম
34. খারিফ ফসলের একটি উদাহরণ হল ?
উঃ পাট
35. ভারতের কোন রাজ্যে Jim Corbett National Park অবস্থিত ?
উঃ উত্তরাখণ্ড
36. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্প শুরু হয়েছিল ?
উঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
37. ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উঃ এ. ও. হিউম
38. সোডিয়াম বাই কার্বনেট-এর রাসায়নিক সংকেত কি ?
উঃ NaHCO3
39. খাম্বাত উপসাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ গুজরাট
40. ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ?
উঃ লালা লাজপত রায়
41. সর্বভারতীয় কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ ১৯৩৬ সালে
42. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ?
উঃ ড. বি আর আম্বেদকর
43. বঙ্গভঙ্গ কত সালে কার্যকর হয়েছিল ?
উঃ ১৯০৫ সালে
44. Kudremukh National Park ভারতের কোথায় অবস্থিত ?
উঃ কর্ণাটক
45. মানব দেহের ক্ষুদ্রতম পেশি কোনটি ?
উঃ স্টেপিডিয়াস
46. বংশগতির জনক কাকে বলা হয় ?
উঃ মেন্ডেল
47. পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটি ?
উঃ মালাক্কা প্রণালী
48. কত সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলজে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ ১৮০০ সালে
49. নিম্নের কোন দেশ ভারতে তেল সরবরাহে শীর্ষ স্থানে রয়েছে ?
উঃ রাশিয়া
50. রক্তক্ষরণ কোন ভিটামিনের অভাবে হয় ?
উঃ ভিটামিন K
No comments:
Post a Comment