১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF
১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF |
Hello Students,
bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।
ইতিহাসের প্রশ্ন ও উত্তর
1. বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন- আলাউদ্দিন খলজি
2. সাইমন কমিশন কত সালে গঠন করা হয়েছিল- ১৯২৭ সালে
3. বীরবল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন- আকবর
4. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন- বল্লাল সেন
5. সেন বংশের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন- সামন্ত সেন
6. মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন- লর্ড ক্যানিং
7. অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল- ১৮০৯ সালে
8. গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে তৈরি করেছিলেন- শেরশাহ
9. বৈদিক যুগে বর্তমানের সুতলেজ নদীর নাম কি ছিল- শতদ্রু
10. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন- ওয়ারেন হেস্টিংস
11. আলেকজান্ডার কার রাজত্বকালে ভারতে এসেছিলেন- ধননন্দ
12. সত্যশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৮৭৩ সালে
13. কত সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল- ১৮৬৭ সালে
14. ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল- ১৯৪৬ সালে
15. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল- কলকাতা
16. কার শাসনকালে দহশালা ব্যবস্থা চালু করা হয়- আকবর
17. ভারতের প্রথম রেললাইন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন- লর্ড ডালহৌসি
18. কত সালে অশোকের লিপির পাঠোদ্ধার করা হয়- ১৮৩৮ সালে
19. বারদৌলি সত্যাগ্রহ কত সালে শুরু হয়েছিল- ১৯২৮ সালে
20. কত সালে উডের নির্দেশনামা প্রকাশিত হয়েছিল- ১৮৫৪ সালে
21. চরমপন্থী নেতা ছিলেন- বাল গঙ্গাধর তিলক
22. সারভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন- গোপালকৃষ্ণ গোখলে
23. জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠন করা হয়েছিল- ১৯৫০ সালে
24. গান্ধী বুড়ি কাকে বলা হয়- মাতঙ্গিনী হাজরা
25. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন- খান আব্দুল গফ্ফার খান
26. ভারতীয় সংগীতের উৎস কোন বেদ থেকে জানা যায়- সামবেদ
27. সবচেয়ে প্রাচীন বেদ কোনটি- ঋগ্বেদ
28. হুণ আক্রমণ কোন শাসক প্রতিহত করেছিলেন- স্কন্দগুপ্ত
29. মৃচ্ছকটিক কে লিখেছিলেন - শূদ্রক
30. সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল- পাটুলিপুত্র
31. চম্পারণ সত্যগ্রহ কত সালে হয়েছিল- ১৯১৭ সালে
32. কুরু মহাজনপদের রাজধানীর নাম কি- ইন্দ্রপ্রস্থ
33. নাসিক প্রশস্তি থেকে কার কথা জানা যায়- গৌতমীপুত্র সাতকর্ণী
34. প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল- ১৭৭৫-১৭৮২
35. লাখবখশ কাকে বলা হত- কুতুবউদ্দিন আইবককে
36. সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা হলেন- স্বামী দয়ানন্দ সরস্বতী
37. মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন- ঔরঙ্গজেব
38. আবুল ফজল কোন রাজার সভাকবি ছিলেন- আকবর
39. অশ্বঘোষ কোন রাজ্যের সভাকবি ছিলেন- কণিষ্ক
40. ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়- চাণক্য
41. কৌশাম্বী কোন মহাজনপদের রাজধানী ছিল- বৎস
42. মল্ল-র রাজধানী কি ছিল- কুশিনগর
43. কোন শাসক কুনিক উপাধি পেয়েছিলেন- অজাতশত্রু
44. হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৫৭৬ সালে
45. সাঁওতাল বিদ্রোহের সূচনা কত সালে হয়েছিল- ১৮৫৫ সালে
46. শ্রেণিক কোন শাসকের উপাধি ছিল- বিম্বিসার
47. পবনদূত কার লেখা- ধোয়ী
48. গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন- প্রথম চন্দ্রগুপ্ত
49. মহারাজাধিরাজ নামে কে পরিচিত ছিলেন- প্রথম চন্দ্রগুপ্ত
50. কোশল মহাজনপদের রাজধানী কি ছিল- শ্রাবস্তী
51. ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন- সতীশচন্দ্র মুখোপাধ্যায়
52. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে- আমেরিকা
53. কত সালে তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল- ১২১৬ সালে
54. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন- আত্মারাম পান্ডুরং
55. আইহোল প্রশস্তি কার লেখা- রবিকীর্তি
56. দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল- ১৭৬৫ সালে
57. দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের নেতা ছিলেন- নীল বিদ্রোহ
58. ওয়াহাবি আন্দোলন কত সালে হয়েছিল- ১৮২০ সালে
59. কোন রাজার আমলে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন- চন্দ্রগুপ্ত মৌর্য
60. জুনাগড় লিপি থেকে কার কথা জানা যায়- রুদ্রদমন
61. সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন- ধর্মপাল
62. ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়- লর্ড কর্নওয়ালিস
63. চৌরিচৌরার ঘটনা কত সালে হয়েছিল- ১৯২২ সালে
64. কানপুরে মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন- নানাসাহেব
65. কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল- পলাশীর যুদ্ধ
66. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন- লালা হরদয়াল
67. ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছি- ১৭৮৪ সালে
68. দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল- ১৯৩১ সালে
69. দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল- পারুশনি
70. গৌতম বুদ্ধ কোথায় প্রথম তাঁর ধর্ম প্রচার করেছিলেন- সারনাথ
71. স্যাডলার কমিশন কবে গঠন করা হয়- ১৯১৭ সালে
72. লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল- ১৯১৬ সালে
73. কোন রাজার আমলে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন- চন্দ্রগুপ্ত মৌর্য
74. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে- পুষ্যমিত্র
75. লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন- ইব্রাহিম লোদি
76. ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন- লর্ড পেথিক লরেন্স
77. কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন- বিম্বিসার
78. প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল- পাটলিপুত্র
79. কল্পসূত্র কে রচনা করেছিলেন- ভদ্রবাহু
80. কিতাব-উল-রেহলা কার লেখা- ইবন বতুতা
81. খালসা প্রথা কে চালু করেছিলেন- গুরু গোবিন্দ সিং
82. ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন- মহম্মদ বিন তুঘলক
83. কত সালে তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল- ১২১৬ সালে
84. টোডরমল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন- আকবর
85. ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
86. প্রথম কত সালে ভারতীয় সংবিধান সংশোধন করা হয়েছিল- ১৯৫১ সালে
87. কার্নেলের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৭৩৯ সালে
88. মন্টেগু চেম্সফোর্ড সংস্কার আইন ভারতে কত সালে চালু হয়েছিল- ১৯১৯ সালে
89. সর্বভারতীয় কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন- সহজানন্দ সরস্বতী
90. কোন রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল- দ্বিতীয় মহিপাল
91. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কত সালে হয়েছিল- ১৯৩২ সালে
92. বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৭৬০ সালে
93. বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল- ১৮০২ সালে
94. আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৮৭৫ সালে
95. সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশ করেছিলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
96. হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার করা হয়- ১৯২১ সালে
97. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল- বৈশালী
98. কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্টিত হয়েছিল- লর্ড ডাফরিন
99. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল- ১৮৮৬ সালে
100. সুলতানি আমলে কে ইকতা প্রথা চালু করেছিলেন- ইলতুৎমিস
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:05
File Size:0.28MB
No comments:
Post a Comment