Breaking




Tuesday, September 3, 2024

GK Questions and Answers in Bengali Part-06

জিকের প্রশ্ন ও উত্তর | GK Questions and Answers in Bengali 

GK Questions and Answers in Bengali Part-06
GK Questions and Answers in Bengali Part-06
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে GK Question Answer in Bengali Part-06 | জিকের প্রশ্ন ও উত্তর পর্ব-০৬ শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের পোস্টটিতে জেনারেল নলেজের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে। জিকের ৫০টি প্রশ্ন ও উত্তর পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

জিকের প্রশ্ন ও উত্তর

1. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ বিম্বিসার

2. শামুকের গমন অঙ্গের নাম কি ?

উঃ মাংসল পদ

3. পশ্চিমবঙ্গে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টি রয়েছে ?

উঃ ৫টি

4. কোন দুটি দেশের মাঝে পক প্রণালী অবস্থিত ?

উঃ ভারত ও শ্রীলঙ্কা

5. লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স কত ?

উঃ ২৫ বছর

6. চন্দ্রভাগা কোন নদীর উপনদী ?

উঃ সিন্ধু

7. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি ?

উঃ মেসোস্ফিয়ার

8. কত বছরের জন্য অর্থ কমিশন নিযুক্ত করা হয় ?

উঃ ৫ বছর

9. পরমাণু মতবাদের জনক কে ?

উঃ ডালটন

10. সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি ?

উঃ ডাইমস

11. Ghana Bird Sanctuary কোন রাজ্যে অবস্থিত ?

উঃ রাজস্থান

12. ভারতের উদীয়মান শিল্প কাকে বলা হয় ?

উঃ পেট্রোরসায়ন শিল্প

13. নীললোহিত কার ছদ্মনাম ?

উঃ সুনীল গঙ্গোপাধ্যায়

14. মশলার বাগান কোন রাজ্যকে বলা হয় ?

উঃ কেরালা

15. অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মহারাষ্ট্র

16. ইকোলজি কি সংক্রান্ত বিদ্যা ?

উঃ পরিবেশ

17. কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ?

উঃ ভিটামিন D

18. ধূপগড় শৃঙ্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মধ্যপ্রদেশ

19. অল ইন্ডিয়া হরিজন সংঘের প্রতিষ্ঠাতা কে ?

উঃ মহাত্মা গান্ধী

20. Human Rights Day কবে পালন করা হয় ?

উঃ ১০ই ডিসেম্বর

21. HTML-এর পুরো নাম কি ?

উঃ Hyper Text Markup Language

22. Pratima Kumari কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ ওয়েট লিফটিং

23. ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় ?

উঃ লিনিয়াস

24. সাইমন কমিশন কত সালে গঠন করা হয়েছিল ?

উঃ ১৯২৭ সালে

25. Eravikulam National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ কেরালা 

26. শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন ধারায় বলা হয়েছে ?

উঃ ২৩-২৪

27. সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ দক্ষিণ ২৪ পরগণা

28. ডালহৌসি শৈল শহর ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ হিমাচল প্রদেশ

29. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উঃ জ্যোতিরাও ফুলে

30. Das Capital-এর রচয়িতা হলেন ?

উঃ কার্ল মার্কস

31. প্রতিবছর কবে World Theatre Day পালন করা হয় ?

উঃ ২৭শে মার্চ

32. ধানসিঁড়ি কোন নদীর উপনদী ?

উঃ ব্রহ্মপুত্র

33. ক্লোরিনের যোজ্যতা কত ?

উঃ

34. Elephant Falls ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মেঘালয়

35. কোন সংস্থা Food Waste Index Report প্রকাশ করে ?

উঃ UNEP

36. চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয় ?

উঃ ১৭৯৩ সালে

37. পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ কোনটি ?

উঃ মানা পাস

38. ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের কততম স্থান ?

উঃ দ্বিতীয়

39. Panna National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মধ্যপ্রদেশ

40. এন্নোর বন্দর কোন রাজ্যে অবস্থিত ?

উঃ তামিলনাড়ু

41. প্রতিবছর কবে World Homoeopathy Day পালন করা হয় ?

উঃ ১০ই এপ্রিল

42. কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন করা হয় ?

উঃ কর্ণাটকে

43. তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্রের নাম কি ?

উঃ হাইড্রোমিটার

44. বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি ?

উঃ ক্যাম্পিয়ান

45. মধুবনী চিত্রকলা প্রধানত কোন রাজ্যে বেশি জনপ্রিয় ?

উঃ বিহার

46. আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?

উঃ সবরমতী

47. বনফুল কার ছদ্মনাম ?

উঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়

48. আল-বিরুনি কার সময়ে ভারতে এসেছিলেন ?

উঃ সুলতান মাহমুদ

49. এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ পোলো

50. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় ?

উঃ দোয়াব




No comments:

Post a Comment