জিকের প্রশ্ন ও উত্তর | GK Questions and Answers in Bengali
GK Questions and Answers in Bengali Part-07 |
Hello Students,
bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে GK Question Answer in Bengali Part-07 | জিকের প্রশ্ন ও উত্তর পর্ব-০৭ শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের পোস্টটিতে জেনারেল নলেজের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে। জিকের ৫০টি প্রশ্ন ও উত্তর পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।
জিকের প্রশ্ন ও উত্তর
1. World Art Day কবে পালন করা হয় ?
উঃ ১৮ এপ্রিল
2. প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা ?
উঃ হর্ষবর্ধন
3. এশিয়া কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
4. অশ্বঘোষ কোন রাজার সভাকবি ছিলেন ?
উঃ কণিষ্ক
5. Indian Masters National Badminton Championship 2024 এ ২টি গোল্ড মেডেল জিতেছেন ?
উঃ Naheed Divecha
6. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ অক্ষয় কুমার দত্ত
7. ক্যালসাইট কোন ধাতুর আকরিক ?
উঃ ক্যালসিয়াম
8. দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কোন রাজ্যকে বলা হয় ?
উঃ তামিলনাড়ু
9. প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ ১৯৩০ সালে
10. WHO- এর সদর দফতর কোথায় অবস্থিত ?
উঃ জেনেভা
11. Secondary storage device-এর একটি উদাহরণ হল ?
উঃ Compact disc
12. শিশুশ্রম নিষিদ্ধ সংবিধানের কোন ধারায় বলা হয়েছে ?
উঃ ২৪
13. BRICS-এর সদর দফতর কোথায় অবস্থিত ?
উঃ সাংহাই
14. ভারতে প্রথম কোথায় কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছিল ?
উঃ ঘুসুরি
15. Shivaji Hockey Stadium কোথায় অবস্থিত ?
উঃ নিউ দিল্লি
16. রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছরের ?
উঃ ৬ বছরের
17. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেছিলেন ?
উঃ লর্ড লিটন
18. তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ ২৫০ খ্রিষ্টপূর্বাব্দে
19. নবীন পলিমাটি কি নামে পরিচিত ?
উঃ খাদার
20. National Wildlife Day কবে পালন করা হয় ?
উঃ ৪ঠা সেপ্টেম্বর
21. ভারতের কটি রাজ্যে বিধান পরিষদ রয়েছ ে ?
উঃ ৬টি
22. পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক উৎপাদনে শীর্ষে রয়েছে ?
উঃ কোচবিহার
23. World Braille Day কবে পালন করা হয় ?
উঃ ৪ঠা জানুয়ারি
24. কলকাতায় মেট্রোরেল কত সালে চালু হয়েছিল ?
উঃ ১৯৮৪ সালে
25. NATO-এর পুরো নাম কি ?
উঃ North Atlantic Treaty Organisation
26. সেন বংশের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ সামন্ত সেন
27. প্রথম বৌদ্ধ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ ৪৮৩ খ্রিষ্টপূর্বাব্দ
28. গ্রাবরেখা কিসের ফলে গঠিত হয় ?
উঃ হিমবাহের সঞ্চয় কার্য
29. হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
উঃ সুবর্ণরেখা
30. ৬-১৪ বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা কোন অনুচ্ছেদে বলা হয়েছে ?
উঃ ২১ (A)
31. ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে ?
উঃ 14-18
32. বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
উঃ ভিটামিন E
33. গ্র্যান্ড মাস্টার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ দাবা
34. নাগার্জুন সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ অন্ধ্রপ্রদেশ
35. হাড় সম্পর্কিত বিদ্যাকে কি বলে ?
উঃ Osteology
36. প্রতিবছর Mine Awareness Day কবে পালন করা হয় ?
উঃ ৪ঠা এপ্রিল
37. ভারতে পরিষেবা কর প্রথম কবে চালু হয় ?
উঃ ১৯৯৪ সালে
38. ফ্রিস্টাইল কোন খেলার সঙ্গে যুক্ত শব্দ ?
উঃ সাঁতার
39. বিপাশা কোন নদীর উপনদী ?
উঃ সিন্ধু
40. ভবানী পাঠক বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন ?
উঃ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ
41. National Science Day কবে পালন করা হয় ?
উঃ ২৮ ফেব্রুয়ারি
42. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ কুতুবউদ্দিন আইবক
43. নাগার্জুন সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ অন্ধ্রপ্রদেশ
44. সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সংকেত কি ?
উঃ NaHCO3
45. Kanha National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশ
46. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি ?
উঃ আন্দিজ
47. সিলভার নাইট্রেটের রসায়নিক সংকেত কি ?
উঃ AgNO3
48. Rangaswamy Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ হকি
49. ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি ?
উঃ ইন্দিরা পয়েন্ট
50. কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য ভালো ?
উঃ কৃষ্ণ মৃত্তিকা
No comments:
Post a Comment