Breaking




Monday, March 10, 2025

ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান PDF

National Parks in India 

ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান PDF
ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান PDF
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান PDF | National Parks in India PDF শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান

জাতীয় উদ্যান রাজ্য
সুন্দরবন জাতীয় উদ্যান, সিঙ্গালিলা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ
কাজিরাঙা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, নামেরি জাতীয় উদ্যান, ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান, ওরাং জাতীয় উদ্যান, রাইমোনা জাতীয় উদ্যান আসাম
ভিতরকণিকা জাতীয় উদ্যান, সিমলিপাল জাতীয় উদ্যান ওড়িশা
দুধওয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ
নকরেক জাতীয় উদ্যান, বলপাক্রম জাতীয় উদ্যান মেঘালয়
মুদুমালাই জাতীয় উদ্যান, ইন্দিরা গান্ধী আন্নামালাই জাতীয় উদ্যান, মুকুরথি জাতীয় উদ্যান, মান্নার মেরিন ন্যাশনাল পার্ক এবং গুইন্ডি জাতীয় উদ্যান তামিলনাড়ু
কানহা-কিসলি জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, ভ্যান বিহার জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, ঘুঘুয়া ফসিল জাতীয় উদ্যান, কুনো জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ
গীর জাতীয় উদ্যান, Velavadar Blackbuck National Park, Vansda National Park গুজরাট
নামদাফা জাতীয় উদ্যান, মৌলিং জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ
নাভেগাঁও জাতীয় উদ্যান, তাডোবা জাতীয় উদ্যান, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান, চান্দোলি জাতীয় উদ্যান, গুগামাল জাতীয় উদ্যান মহারাষ্ট্র
সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান, অনাইমুদি শোলা জাতীয় উদ্যান, এরাভিকুলাম জাতীয় উদ্যান, পাম্বাদুম জাতীয় উদ্যান কেরালা
ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান, গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান ছত্তিশগড়
বাসরুল জাতীয় উদ্যান বিহার
নন্দাদেবী জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান, ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড
কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক মণিপুর
বন্দিপুর জাতীয় উদ্যান, নাগারহোল জাতীয় উদ্যান, ব্যানারঘাটা জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান, আনশি জাতীয় উদ্যান কর্ণাটক
গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, ইন্দারকিলা জাতীয় উদ্যান, পিন ভ্যালি জাতীয় উদ্যান, খিরগঙ্গা জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ
কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান, মহাবীর হরিণা বনস্থলী জাতীয় উদ্যান, মৃগাভানি জাতীয় উদ্যান তেলেঙ্গানা
রণথম্ভোর জাতীয় উদ্যান, সরিস্কা জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান, মুকুন্দ্রা হিলস্ জাতীয় উদ্যান, মরুভূমি জাতীয় উদ্যান রাজস্থান
বেতলা জাতীয় উদ্যান, হাজারীবাগ জাতীয় উদ্যান ঝাড়খন্ড
শ্রী ভেঙ্কটেশ্বরা জাতীয় উদ্যান, রাজীব গান্ধী জাতীয় উদ্যান, এবং পাপিকোন্ডা জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশ
ফাউংপুই (নীল পর্বত) জাতীয় উদ্যান, মুরলেন জাতীয় উদ্যান মিজোরাম
কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিম

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান PDF
File Format: PDF
No. of Pages:06
File Size:0.36MB

Click Here to Download

No comments:

Post a Comment