Breaking




Monday, July 21, 2025

14th to 20th July 2025 Weekly Current Affairs in Bengali | ১৪ জুলাই থেকে ২০ জুলাই সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স

14th to 20th July 2025 Weekly Current Affairs in Bengali | ১৪ জুলাই থেকে ২০ জুলাই সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স 

14th to 20th July 2025 Weekly Current Affairs in Bengali | ১৪ জুলাই থেকে ২০ জুলাই সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স
14th to 20th July 2025 Weekly Current Affairs in Bengali | ১৪ জুলাই থেকে ২০ জুলাই সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স
Hello Students,

আজকে তোমাদের সঙ্গে 14th to 20th July 2025 Weekly Current Affairs in Bengali | ১৪ জুলাই থেকে ২০ জুলাই সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করছি। আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। 14th to 20th July 2025 Weekly Current Affairs in Bengali PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

 Weekly Current Affairs : 14th to 20th July 2025

1. প্রতিবছর বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় ১৫ই জুলাই।  এবছরের থিম- "Youth empowerment through Al and digital skills"

2. ১২টি ঐতিহাসিক মারাঠা দুর্গকে সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে 

3. Jannik Sinner, Carlos Alcaraz-কে পরাজিত করে Wimbledon Men's Singles Title জিতেছেন।

4. সম্প্রতি ক্রিকেট খেলোয়াড় শচীন টেন্ডুলকারের প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে লর্ডসে।

5. Global Tourism Economies 2024-25 তালিকায় ভারত অষ্টম স্থান অধিকার করেছে,  তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা।

6. Amanda Anisimova-কে পরাজিত করে Wimbledon Women's Singles Title জিতেছেন পোল্যান্ডের টেনিস খেলোয়াড় Iga Swiatek.

7. ভারতের ৮৭তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন চেন্নাইয়ের ২৩ বছর বয়সী দাবা খেলোয়াড় Harikrishnan A. Ra.

8. মুম্বাইয়ের কার্নাক ব্রিজের নাম পরিবর্তন করে রাখা হলো Sindoor Bridge.

9. বিশ্বের প্রথম 4 ট্রিলিয়ন ডলার মূল্যের কোম্পানিতে পরিণত হলো Nvidia.

10. আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয় ১৮ই জুলাই, এবছরের থিম- "It's still in our hands to combat poverty and inequity"

11. Zoological Survey of India (ZSI) পশ্চিমবঙ্গে 4টি নতুন প্রজাতির মাইক্রোস্কোপিক পরজীবী বোলতা আবিষ্কার করেছে।

12. বিশ্ব আন্তর্জাতিক ন্যায় দিবস পালন করা হয় ১৭ই জুলাই।

13. ওড়িশাকে পরাজিত করে 15th Hockey India Sub Junior Women National Championship 2025 টাইটেল জিতেছে ঝাড়খণ্ড।

14. ভারতের প্রথম Digital Nomad Village হিসেবে স্বীকৃতি পেয়েছে সিকিমের ইয়াকতেন গ্রাম।

15. অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম AI Campus খোলা হচ্ছে।

16. বিশ্বের প্রথম Traditional Knowledge Digital Library তৈরি করেছে ভারত।

17. National Medical Commission-এ নতুন চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন ড. অভিজাত শেঠ

18. International Chess Day পালন করা হয় ২০ জুলাই

19. LIC -এর MD এবং CEO হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আর. দোরাইস্বামী

20. Railway Protection Force Force (RPF) -এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন সিনিয়র IPS অফিসার সোনালী মিশ্র।

21. Hindustan Unilever Limited -এর CEO এবং MD হিসেবে নিযুক্ত হয়েছেন প্রিয়া নায়ার।

22. 57th International Chemistry Olympiad 2025 -এ ভারত পদক তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে, ভারত মোট ৪টি পদক জিতেছে।

23. ১০.১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন ছত্তিশগড়ের স্প্রিন্টার অনিমেষ কুজুর।

24. Prasar Bharati dia Handball Association of India-এর সাথে MoU স্বাক্ষর করেছে।

25. TIME100 Creators List -এ প্রথম ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন প্রাজক্তা কোলি।

26. US-India Strategic Partnership Forum (USISPF) -এর Board of Directors and Executive Committee-র সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন Aditya Birla Group-এর চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা।

27. Kalinga Ratna Award 2024 -এ সম্মানিত হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

28. কর্ণাটকের শিবমোগ্গায় ভারতের দ্বিতীয় দীর্ঘতম Cable-Stayed Sigandur সেতুর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী Nitin Gadkari

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: 14th to 20th July 2025 Weekly Current Affairs in Bengali PDF
File Format: PDF
No. of Pages:03
File Size:0.26MB

Click Here to Download

No comments:

Post a Comment