Breaking




Sunday, August 17, 2025

জেনেরাল সায়েন্স প্রশ্ন ও উত্তর PDF

৫০টি জেনেরাল সায়েন্সের প্রশ্ন ও উত্তর 

জেনেরাল সায়েন্স প্রশ্ন ও উত্তর PDF
জেনেরাল সায়েন্স প্রশ্ন ও উত্তর PDF
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ৫০টি জেনেরাল সায়েন্সের প্রশ্ন ও উত্তর PDF শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য জেনেরাল সায়েন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। জেনেরাল সায়েন্স প্রশ্ন ও উত্তর PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

জেনেরাল সায়েন্সের প্রশ্ন ও উত্তর

1. রসায়নের রাজা কাকে বলা হয়- সালফিউরিক অ্যাসিড

2. রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাধাকে কি বলে- থ্রমবোসিস

3. খাদ্য লবনের রাসায়নিক নাম কি- সোডিয়াম ক্লোরাইড

4. মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি- যকৃত

5. বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতল বিবর্ণ হয়- হাইড্রোজেন সালফাইড

6. প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি- স্নায়ু কোষ

7. দ্রবণের লবণাক্ততা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে- স্যালিনোমিটার

8. সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়- O গ্রুপ

9. মানুষের মস্তিষ্কে বৃহত্তম অংশ কোনটি- সেরিব্রাম

10. ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলে- Mycology

11. ডিমের সাদা অংশে নিম্নের কোন প্রোটিন বেশি থাকে- অ্যালবুমিন

12. মস্তিষ্কের বাইরের আবরণীকে কি বলে- মেনিনজেস

13. হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে কি বলে- Cardiology

14. সাবান, রং, কাগজ তৈরি করতে নিম্নলিখিত কোন যৌগটি ব্যবহার করা হয়- NaOH

15. রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়- সর্পগন্ধা

16. আলোর ক্ষুদ্রতম কণিকার নাম- ফোটন কণা

17. কোন গ্রন্থির সাহায্যে BMR নিয়ন্ত্রিত হয়- থাইরয়েড গ্রন্থি

18. অনুচক্রিকার গড় আয়ু কত দিন- ১০ দিন

19. শিশুদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে- ভিটামিন D

20. রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়- ভেক্টর

21. কোন ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত- নাইট্রোব্যাকটর

22. মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া- ৩১ জোড়া

23. মৌমাছির হুল থেকে কোন অ্যাসিড পাওয়া যায়- ফরমিক অ্যাসিড

24. গামা রশ্মি কে আবিষ্কার করেছিলেন- পল ভিলার্ড

25. বামনত্ব রোগ কোন হরমোনের অভাবে হয়- STH

26. স্মল পক্সের ভ্যাকসিনের আবিষ্কর্তা কে- এডওয়ার্ড জেনার

27. বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে- অক্সিন

28. একটি ভেক্টর রাশির উদাহরণ- বল

29. জুল কিসের একক- কার্য ও শক্তি

30. টাইফয়েড রোগের ক্ষেত্রে কোন ভ্যাকসিন প্রয়োগ করা হয়- TCV

31. ক্যালসিয়াম কার্বনেটে কত শতাংশ ক্যালসিয়াম থাকে- ৪০%

32. কলিচুন এর রাসায়নিক নাম- ক্যালসিয়াম হাইড্রোক্সাইড

33. যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু বাকি সংখ্যা ভিন্ন হয়, তাকে কি বলে- আইসোটোন

34. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়- ভিটামিন C

35. লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত- N2O

36. সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম- ভিটামিন B12

37. বায়ুর গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়- অ্যানিমোমিটার

38. চাপের SI একক কি- পাস্কাল

39. রক্তক্ষরণ হয় কোন ভিটামিনের অভাবে- ভিটামিন K

40. ভিটামিন-B9 এর রাসায়নিক নাম কি- ফলিক অ্যাসিড

41. শাবল কোন শ্রেণির লিভার- প্রথম শ্রেণির

42. অ্যাট্রোপিন উপক্ষার কোন গাছ থেকে পাওয়া যায়- বেলেডোনা

43. ঘনত্বের SI একক কি- কিলোগ্রাম/ঘনমিটার

44. মিউরিয়েটিক এসিডের সংকেত কি- HCL

45. বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি- টাংস্টেন

46. দর্পণ প্রধানত কত প্রকার- ২ প্রকার

47. কোন উদ্ভিদ গমনে সক্ষম- ভলভক্স

48. পরমাণু মতবাদের জনক কে- ডালটন

49. শব্দের গতি সর্বাধিক হয় কোন মাধ্যমে- কঠিন

50. জীব বৈচিত্র প্রধানত কত প্রকার- তিন প্রকার

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: General Science Question and Answers
File Format: PDF
No. of Pages:03
File Size:0.26MB

Click Here to Download

No comments:

Post a Comment