৫০টি জেনেরাল সায়েন্সের প্রশ্ন ও উত্তর
![]() |
জেনেরাল সায়েন্স প্রশ্ন ও উত্তর PDF |
জেনেরাল সায়েন্সের প্রশ্ন ও উত্তর
1. রসায়নের রাজা কাকে বলা হয়- সালফিউরিক অ্যাসিড
2. রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাধাকে কি বলে- থ্রমবোসিস
3. খাদ্য লবনের রাসায়নিক নাম কি- সোডিয়াম ক্লোরাইড
4. মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি- যকৃত
5. বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতল বিবর্ণ হয়- হাইড্রোজেন সালফাইড
6. প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি- স্নায়ু কোষ
7. দ্রবণের লবণাক্ততা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে- স্যালিনোমিটার
8. সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়- O গ্রুপ
9. মানুষের মস্তিষ্কে বৃহত্তম অংশ কোনটি- সেরিব্রাম
10. ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলে- Mycology
11. ডিমের সাদা অংশে নিম্নের কোন প্রোটিন বেশি থাকে- অ্যালবুমিন
12. মস্তিষ্কের বাইরের আবরণীকে কি বলে- মেনিনজেস
13. হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে কি বলে- Cardiology
14. সাবান, রং, কাগজ তৈরি করতে নিম্নলিখিত কোন যৌগটি ব্যবহার করা হয়- NaOH
15. রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়- সর্পগন্ধা
16. আলোর ক্ষুদ্রতম কণিকার নাম- ফোটন কণা
17. কোন গ্রন্থির সাহায্যে BMR নিয়ন্ত্রিত হয়- থাইরয়েড গ্রন্থি
18. অনুচক্রিকার গড় আয়ু কত দিন- ১০ দিন
19. শিশুদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে- ভিটামিন D
20. রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়- ভেক্টর
21. কোন ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত- নাইট্রোব্যাকটর
22. মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া- ৩১ জোড়া
23. মৌমাছির হুল থেকে কোন অ্যাসিড পাওয়া যায়- ফরমিক অ্যাসিড
24. গামা রশ্মি কে আবিষ্কার করেছিলেন- পল ভিলার্ড
25. বামনত্ব রোগ কোন হরমোনের অভাবে হয়- STH
26. স্মল পক্সের ভ্যাকসিনের আবিষ্কর্তা কে- এডওয়ার্ড জেনার
27. বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে- অক্সিন
28. একটি ভেক্টর রাশির উদাহরণ- বল
29. জুল কিসের একক- কার্য ও শক্তি
30. টাইফয়েড রোগের ক্ষেত্রে কোন ভ্যাকসিন প্রয়োগ করা হয়- TCV
31. ক্যালসিয়াম কার্বনেটে কত শতাংশ ক্যালসিয়াম থাকে- ৪০%
32. কলিচুন এর রাসায়নিক নাম- ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
33. যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু বাকি সংখ্যা ভিন্ন হয়, তাকে কি বলে- আইসোটোন
34. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়- ভিটামিন C
35. লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত- N2O
36. সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম- ভিটামিন B12
37. বায়ুর গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়- অ্যানিমোমিটার
38. চাপের SI একক কি- পাস্কাল
39. রক্তক্ষরণ হয় কোন ভিটামিনের অভাবে- ভিটামিন K
40. ভিটামিন-B9 এর রাসায়নিক নাম কি- ফলিক অ্যাসিড
41. শাবল কোন শ্রেণির লিভার- প্রথম শ্রেণির
42. অ্যাট্রোপিন উপক্ষার কোন গাছ থেকে পাওয়া যায়- বেলেডোনা
43. ঘনত্বের SI একক কি- কিলোগ্রাম/ঘনমিটার
44. মিউরিয়েটিক এসিডের সংকেত কি- HCL
45. বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি- টাংস্টেন
46. দর্পণ প্রধানত কত প্রকার- ২ প্রকার
47. কোন উদ্ভিদ গমনে সক্ষম- ভলভক্স
48. পরমাণু মতবাদের জনক কে- ডালটন
49. শব্দের গতি সর্বাধিক হয় কোন মাধ্যমে- কঠিন
50. জীব বৈচিত্র প্রধানত কত প্রকার- তিন প্রকার
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
No. of Pages:03
File Size:0.26MB
No comments:
Post a Comment