স্ট্যাটিক জিকের ১০০টি প্রশ্ন ও উত্তর | Static GK 100 Question and Answers in Bengali
![]() |
স্ট্যাটিক জিকের ১০০টি প্রশ্ন ও উত্তর | Static GK 100 Question and Answers in Bengali |
স্ট্যাটিক জিকের প্রশ্ন ও উত্তর
1. World Water Day কবে পালন করা হয়- ২২শে মার্চ
2. আর্ন্তজাতিক যোগা দিবস কবে পালিত হয়- ২১শে জুন
3. বিবর্তনবাদের জনক কে- ডারউইন
4. মল্লিকা সারাভাই কোন নৃত্যের সঙ্গে যুক্ত- ভারতনাট্যম
5. মাধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশ
6. World Population Day কবে পালন করা হয়- ১১ই জুলাই
7. ভারতের কোন রাজ্যে Vansda National Park অবস্থিত- গুজরাট
8. নন্দাদেবী কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ- গারোয়াল
9. The Race of My Life কার আত্মজীবনী- মিলখা সিং
10. বংশগতির জনক কাকে বলা হয়- মেন্ডেল
11. World Theater Day কবে পালন করা হয়- ২৭শে মার্চ
12. মৃণালিনী সারাভাই কোন নৃত্যকৌশলীর সঙ্গে যুক্ত- ভারতনাট্যম
13. নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী- The Struggle is My Life
14. রোপার জলাভূমি কোন রাজ্যে অবস্থিত- পাঞ্জাব
15. ভারতের কোন রাজ্যে সর্বাধিক রামসার সাইট রয়েছে- তামিলনাড়ু
16. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন- শিশিরকুমার ঘোষ
17. International Tropical Day কবে পালন করা হয়- ২৯শে জুন
18. Changing India- কার আত্মজীবনী- মনমোহন সিং
19. The Voice of India-পত্রিকার সম্পাদক ছিলেন- দাদাভাই নওরোজি
20. মুকুন্দ্রা হিলস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত- রাজস্থান
21. সম্বাদ কৌমুদি পত্রিকার সম্পাদক কে ছিলেন- রাজা রামমোহন রায়
22. তেজস্ক্রিয়তার জনক কে- হেনরি বেকেরেল
23. এলাহাবাদ শহরের বর্তমান নাম কি- প্রয়াগরাজ
24. মুসী নদীর তীরবর্তী শহর কোনটি- হায়দ্রাবাদ
25. Sunny Days: An Autobiography কে লিখেছিলেন- সুনীল গাভাস্কার
26. জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত- সুবর্ণরেখা
27. পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশ
28. ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি- ১৮টি
29. ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কোনটি- রেণুকা হ্রদ
39. ডিরোজিও কোন পত্রিকার সম্পাদক ছিলেন পার্থেনন
31. পাটলিপুত্রের বর্তমান নাম কি- পাটনা
32. গোদাবরী নদীর তীরে নিম্নের কোন শহরটি অবস্থিত- নাসিক
33. কোন রাজ্যে মান্নার উপসাগর অবস্থিত- তামিলনাড়ু
34. কলকাতার যমজ শহর কোনটি- হাওড়া
35. পণ্ডিত যশরাজ কোন ঘরানার সঙ্গে যুক্ত- মেওয়াতি ঘরানা
36. দিল্লির পূর্বনাম কি ছিল- ইন্দ্রপ্রস্থ
37. ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন- দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
38. লখনউ কোন নদীর তীরে অবস্থিত- গোমতী
39. কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী- কেরালা
40. মিশমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি- দাফাবুম
41. কোন দেশ 'রেমাল' ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে- ওমান
42. WWF-এর সদর দফতর কোথায় অবস্থিত- সুইজারল্যান্ড
43. New India (সাপ্তাহিক)- পত্রিকার সম্পাদক কে ছিলেন- বিপিনচন্দ্র পাল
44. মাদ্রাজের বর্তমান নাম কি- চেন্নাই
45. তেলেঙ্গানা রাজ্যের যমজ শহর কোনটি- হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ
46. পণ্ডিত পান্নালাল ঘোষ কোন ঘরানার সঙ্গে যুক্ত- মাইহার ঘরানা
47. Sattriya Dance কোন রাজ্যের নৃত্য- আসাম
48. ঘূর্ণিঝড় 'বিপর্যয়' এর নামকরণ করেছে কোন দেশ- বাংলাদেশ
49. OPEC- এর সদর দফতর কোথায় অবস্থিত- ভিয়েনা
50. ভারতের উচ্চতম হ্রদ কোনটি- ছোলামো হ্রদ
51. Kabui Naga Dance কোন রাজ্যের প্রচলিত নৃত্য- মিজোরাম
52. কোনটি দীর্ঘতম হিমবাহ- সিয়াচেন
53. ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি- আলিপুর চিড়িয়াখানা
54. পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি- তিব্বত মালভূমি
55. আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি- রাজস্থান
56. Sangai Mahotsav ভারতের কোন রাজ্যে পালন করা হয়- মণিপুর
57. UNICEF-এর সদর দফতর কোথায় অবস্থিত- নিউইয়র্ক
58. মাটকি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী- মধ্যপ্রদেশ
59. শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত- সন্তুর
60. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি- উলার হ্রদ
61. অজন্তা গুহা কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়- ১৯৮৩ সালে
62. হাম্পি মনুমেন্ট কোন রাজ্যে অবস্থিত- কর্ণাটক
63. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি- NH 44
64. ভারতের কোন রাজ্যে Flamingo festival পালন করা হয়- অন্ধ্রপ্রদেশ
65. Sarhul Festival কোন রাজ্যের উৎসব- ঝাড়খণ্ডে
66. আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত- সরোদ
67. টেনিদা চরিত্রের স্রষ্টা কে- নারায়ণ গঙ্গোপাধ্যায়
68. ঘনাদা চরিত্রের স্রষ্টা কে- প্রেমেন্দ্র মিত্র
69. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি- আনাইমুদি
70. বিশ্বের সর্বোচ্চ রেলসেতু কোনটি- চেনাব সেতু
71. ৭১তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী কে হয়েছেন- রানি মুখার্জি
72. ভারতের ৪৩তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি- চরাইদেও ময়দাম
73. ২০২৩ সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গুরু কে কে কল্যাণসুন্দরম পিল্লাই তার কোন নৃত্যশৈলীর জন্য পুরস্কৃত হয়েছিলেন- ভারতনাট্যম
74. জাকির হোসেন কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন- তবলা
75. ভারতের বৃহত্তম বন্দর কোনটি- মুম্বাই বন্দর
76. পাখি উৎসব কোন রাজ্যে পালন করা হয়- নাগাল্যান্ড
77. লোহরী কোন রাজ্যের উৎসব- পাঞ্জাব
78. ব্রজদা চরিত্রের স্রষ্টা কে- গৌরকিশোর ঘোষ
79. সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত- ফুটবল
80. মার্বেল প্যালেস চিড়িয়াখানা কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ
81. ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি- Hemis National Park
82. সীতারা দেবী কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত- কত্থক
83. হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত- বাঁশি
84. World Weather Day কবে পালন করা হয়- ২৩শে মার্চ
85. ভারতের প্রথম রামসার সাইট কোনটি- চিল্কা হ্রদ
86. লাবনী কোন রাজ্যের লোকনৃত্য- মহারাষ্ট্র
87. পন্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন- কত্থক
88. কটক কোন নদীর তীরে অবস্থিত- মহানদী
89. দার্জিলিং চা কত সালে জিআই ট্যাগ পেয়েছে- ২০০৪ সালে
90. কাকাবাবু চরিত্রের স্রষ্টা কে- সুনীল গঙ্গোপাধ্যায়
91. গোরখপুর জুলজিক্যাল গার্ডেন কোন রাজ্যে অবস্থিত- উত্তরপ্রদেশ
92. World Soil Day কবে পালন করা হয়- ৫ই ডিসেম্বর
93. কানহা-কিসলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশ
94. Anthurium Festival কোন রাজ্যে পালন করা হয়- মিজোরাম
95. পশ্চিমবঙ্গের তুলাইপঞ্জি চাল কত সালে জি আই ট্যাগ পেয়েছে- ২০১৭ সালে
96. প্রথম ভারতীয় হিসেবে Poligras Magic Skill Award জিতেছেন- দীপিকা সেহরাওয়াত
97. ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটি- দার্জিলিং চা
98. National Wildlife Day কবে পালন করা হয়- ৪ঠা সেপ্টেম্বর
99. কোন রাজ্যে ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতুর উদ্বোধন করা হয়েছে- কর্ণাটক
100. ভারতের কোন রাজ্যে জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত- উত্তরাখণ্ড
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:06
File Size:0.32MB
No comments:
Post a Comment