Breaking




Wednesday, August 6, 2025

স্ট্যাটিক জিকের প্রশ্ন ও উত্তর

স্ট্যাটিক জিকের ১০০টি প্রশ্ন ও উত্তর | Static GK 100 Question and Answers in Bengali 

স্ট্যাটিক জিকের ১০০টি প্রশ্ন ও উত্তর | Static GK 100 Question and Answers in Bengali
স্ট্যাটিক জিকের ১০০টি প্রশ্ন ও উত্তর | Static GK 100 Question and Answers in Bengali
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে স্ট্যাটিক জিকের ১০০টি প্রশ্ন ও উত্তর | Static GK 100 Question and Answers in Bengali PDF শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। স্ট্যাটিক জিকের ১০০টি প্রশ্ন ও উত্তর PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

স্ট্যাটিক জিকের প্রশ্ন ও উত্তর

1. World Water Day কবে পালন করা হয়- ২২শে মার্চ

2. আর্ন্তজাতিক যোগা দিবস কবে পালিত হয়- ২১শে জুন 

3. বিবর্তনবাদের জনক কে- ডারউইন

4. মল্লিকা সারাভাই কোন নৃত্যের সঙ্গে যুক্ত- ভারতনাট্যম

5. মাধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশ 

6. World Population Day কবে পালন করা হয়- ১১ই জুলাই  

7. ভারতের কোন রাজ্যে Vansda National Park অবস্থিত- গুজরাট

8. নন্দাদেবী কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ- গারোয়াল

9. The Race of My Life কার আত্মজীবনী- মিলখা সিং

10. বংশগতির জনক কাকে বলা হয়- মেন্ডেল

11. World Theater Day কবে পালন করা হয়- ২৭শে মার্চ  

12. মৃণালিনী সারাভাই কোন নৃত্যকৌশলীর সঙ্গে যুক্ত- ভারতনাট্যম 

13. নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী- The Struggle is My Life 

14. রোপার জলাভূমি কোন রাজ্যে অবস্থিত- পাঞ্জাব

15. ভারতের কোন রাজ্যে সর্বাধিক রামসার সাইট রয়েছে- তামিলনাড়ু

16. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন- শিশিরকুমার ঘোষ 

17. International Tropical Day কবে পালন করা হয়- ২৯শে জুন 

18. Changing India- কার আত্মজীবনী- মনমোহন সিং

19. The Voice of India-পত্রিকার সম্পাদক ছিলেন- দাদাভাই নওরোজি

20. মুকুন্দ্রা হিলস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত- রাজস্থান  

21. সম্বাদ কৌমুদি পত্রিকার সম্পাদক কে ছিলেন- রাজা রামমোহন রায়  

22. তেজস্ক্রিয়তার জনক কে- হেনরি বেকেরেল

23. এলাহাবাদ শহরের বর্তমান নাম কি- প্রয়াগরাজ

24. মুসী নদীর তীরবর্তী শহর কোনটি- হায়দ্রাবাদ 

25. Sunny Days: An Autobiography কে লিখেছিলেন- সুনীল গাভাস্কার

26. জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত- সুবর্ণরেখা 

27. পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশ

28. ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি- ১৮টি 

29. ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কোনটি- রেণুকা হ্রদ

39. ডিরোজিও কোন পত্রিকার সম্পাদক ছিলেন পার্থেনন 

31. পাটলিপুত্রের বর্তমান নাম কি- পাটনা

32. গোদাবরী নদীর তীরে নিম্নের কোন শহরটি অবস্থিত- নাসিক

33. কোন রাজ্যে মান্নার উপসাগর অবস্থিত- তামিলনাড়ু

34. কলকাতার যমজ শহর কোনটি- হাওড়া

35. পণ্ডিত যশরাজ কোন ঘরানার সঙ্গে যুক্ত- মেওয়াতি ঘরানা

36. দিল্লির পূর্বনাম কি ছিল- ইন্দ্রপ্রস্থ 

37. ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন- দ্বিজেন্দ্রনাথ ঠাকুর 

38. লখনউ কোন নদীর তীরে অবস্থিত- গোমতী

39. কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী- কেরালা 

40. মিশমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি- দাফাবুম

41. কোন দেশ 'রেমাল' ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে- ওমান

42. WWF-এর সদর দফতর কোথায় অবস্থিত- সুইজারল্যান্ড 

43. New India (সাপ্তাহিক)- পত্রিকার সম্পাদক কে ছিলেন- বিপিনচন্দ্র পাল

44. মাদ্রাজের বর্তমান নাম কি- চেন্নাই

45. তেলেঙ্গানা রাজ্যের যমজ শহর কোনটি- হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ

46. পণ্ডিত পান্নালাল ঘোষ কোন ঘরানার সঙ্গে যুক্ত- মাইহার ঘরানা  

47. Sattriya Dance কোন রাজ্যের নৃত্য- আসাম

48. ঘূর্ণিঝড় 'বিপর্যয়' এর নামকরণ করেছে কোন দেশ- বাংলাদেশ

49. OPEC- এর সদর দফতর কোথায় অবস্থিত- ভিয়েনা 

50. ভারতের উচ্চতম হ্রদ কোনটি- ছোলামো হ্রদ 

51. Kabui Naga Dance কোন রাজ্যের প্রচলিত নৃত্য- মিজোরাম 

52. কোনটি দীর্ঘতম হিমবাহ- সিয়াচেন

53. ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি- আলিপুর চিড়িয়াখানা

54. পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি- তিব্বত মালভূমি

55. আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি- রাজস্থান

56. Sangai Mahotsav ভারতের কোন রাজ্যে পালন করা হয়- মণিপুর

57. UNICEF-এর সদর দফতর কোথায় অবস্থিত- নিউইয়র্ক

58. মাটকি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী- মধ্যপ্রদেশ

59. শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত- সন্তুর

60. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি- উলার হ্রদ

61. অজন্তা গুহা কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়- ১৯৮৩ সালে

62. হাম্পি মনুমেন্ট কোন রাজ্যে অবস্থিত- কর্ণাটক

63. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি- NH 44

64. ভারতের কোন রাজ্যে Flamingo festival পালন করা হয়- অন্ধ্রপ্রদেশ

65. Sarhul Festival কোন রাজ্যের উৎসব- ঝাড়খণ্ডে

66. আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত- সরোদ 

67. টেনিদা চরিত্রের স্রষ্টা কে- নারায়ণ গঙ্গোপাধ্যায় 

68. ঘনাদা চরিত্রের স্রষ্টা কে- প্রেমেন্দ্র মিত্র 

69. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি- আনাইমুদি

70. বিশ্বের সর্বোচ্চ রেলসেতু কোনটি- চেনাব সেতু

71. ৭১তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী কে হয়েছেন- রানি মুখার্জি

72. ভারতের ৪৩তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি- চরাইদেও ময়দাম

73. ২০২৩ সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত গুরু কে কে কল্যাণসুন্দরম পিল্লাই তার কোন নৃত্যশৈলীর জন্য পুরস্কৃত হয়েছিলেন- ভারতনাট্যম

74. জাকির হোসেন কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন- তবলা

75. ভারতের বৃহত্তম বন্দর কোনটি- মুম্বাই বন্দর 

76. পাখি উৎসব কোন রাজ্যে পালন করা হয়- নাগাল্যান্ড 

77. লোহরী কোন রাজ্যের উৎসব- পাঞ্জাব

78. ব্রজদা চরিত্রের স্রষ্টা কে- গৌরকিশোর ঘোষ

79. সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত- ফুটবল

80. মার্বেল প্যালেস চিড়িয়াখানা কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ

81. ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি- Hemis National Park 

82. সীতারা দেবী কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত- কত্থক

83. হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত- বাঁশি

84. World Weather Day কবে পালন করা হয়- ২৩শে মার্চ

85. ভারতের প্রথম রামসার সাইট কোনটি- চিল্কা হ্রদ

86. লাবনী কোন রাজ্যের লোকনৃত্য- মহারাষ্ট্র

87. পন্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন- কত্থক

88. কটক কোন নদীর তীরে অবস্থিত- মহানদী

89. দার্জিলিং চা কত সালে জিআই ট্যাগ পেয়েছে- ২০০৪ সালে

90. কাকাবাবু চরিত্রের স্রষ্টা কে- সুনীল গঙ্গোপাধ্যায়

91. গোরখপুর জুলজিক্যাল গার্ডেন কোন রাজ্যে অবস্থিত- উত্তরপ্রদেশ

92. World Soil Day কবে পালন করা হয়- ৫ই ডিসেম্বর

93. কানহা-কিসলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত- মধ্যপ্রদেশ 

94. Anthurium Festival কোন রাজ্যে পালন করা হয়- মিজোরাম

95. পশ্চিমবঙ্গের তুলাইপঞ্জি চাল কত সালে জি আই ট্যাগ পেয়েছে- ২০১৭ সালে

96. প্রথম ভারতীয় হিসেবে Poligras Magic Skill Award জিতেছেন- দীপিকা সেহরাওয়াত

97. ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটি- দার্জিলিং চা

98. National Wildlife Day কবে পালন করা হয়- ৪ঠা সেপ্টেম্বর

99. কোন রাজ্যে ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতুর উদ্বোধন করা হয়েছে- কর্ণাটক

100. ভারতের কোন রাজ্যে জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত- উত্তরাখণ্ড

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: Static GK 100 Question and Answers in Bengali PDF
File Format: PDF
No. of Pages:06
File Size:0.32MB

No comments:

Post a Comment