Breaking




Monday, August 4, 2025

WBP কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট

WBP Constable GK Practice Set- 02 

WBP Constable GK Practice Set- 02
WBP Constable GK Practice Set- 02
Hello Students,

আজকে তোমাদের সঙ্গে WBP Constable GK Practice Set- 02 শেয়ার করছি। আগত পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের সাহায্য করবে বলে আমরা আশাবাদী। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। WBP Constable GK Practice Set- 02 PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

WBP Constable GK Practice Set- 02

1. Anthurium Festival কোন রাজ্যে পালন করা হয়?

A. উত্তরাখণ্ড 

B. মিজোরাম

C. অন্ধ্রপ্রদেশ 

D. নাগাল্যান্ড

2. কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে?

A. সোভিয়েত ইউনিয়ন

B. ব্রিটেন 

C. জার্মানি  

D. মার্কিন যুক্তরাষ্ট্র

3. নিম্নের কোন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত?

A. সিমলিপাল জাতীয় উদ্যান

B. মুকুন্দ্রা হিলস্ জাতীয় উদ্যান

C. গির জাতীয় উদ্যান

D. মাধব জাতীয় উদ্যান 

4. চৌম্বক বলরেখা কোথা থেকে উৎপন্ন হয়?

A. কেন্দ্র 

B. উত্তর মেরু

C. দক্ষিণ মেরু 

D. কোনোটিই নয়

5. নিউল্যান্ডের পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা কত?

A. ৪২টি 

B. ৪৭টি

C. ৫২টি 

D. ৫৬টি

6. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়? 

A. হিমাচল প্রদেশ 

B. মধ্যপ্রদেশ

C. সিকিম 

D. মিজোরাম

7. Waterman of India কাকে বলা হয়? 

A. এ. পি. জে. আব্দুল কালাম

B. রাজেন্দ্র সিং

C. সর্দার বল্লভভাই প্যাটেল

D. নিখিলেশ ত্রিবেদী

8. Human Development Index 2025-এ ভারতের স্থান কততম?

A. ১৩০ তম.

B. ১৩৫ তম 

C. ১৪০ তম 

D. ১৪২ তম

9. বুধবালাঙ্গা নদী কোন রাজ্যে অবস্থিত?

A. রাজস্থান 

B. ঝাড়খন্ড 

C. আসাম 

D. ওড়িশা

10. ভারতের কোন রাজ্যে রেণুকা হ্রদ অবস্থিত?

A. রাজস্থান 

B. হিমাচল প্রদেশ

C. অন্ধ্রপ্রদেশ

D. ওড়িশা

11. পশ্চিমবঙ্গে কয়টি রামসার সাইট রয়েছে? 

A. ১টি 

B. ২টি

C. ৩টি 

D. ৪টি

12. তাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? 

A. অডিওমিটার

B. ব্যারোমিটার

C. অ্যানিমোমিটার

D. ক্যালোরিমিটার

13. অজাতশত্রু কোন মহাজনপদের রাজা ছিলেন? 

A. মগধ

B. অবন্তী

C. বৃজি

D. গান্ধার

14. অষ্টক সূত্র কে আবিষ্কার করেছিলেন?

A. থমসন 

B. নিউল্যান্ড

C. আর্কিমিডিস 

D. লিনিয়াস

15. সূর্য ওঠার কিছুক্ষণ আগে এবং সূর্য ডোবার কিছুক্ষণ পরেও সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি? 

A. প্রতিফলন 

B. প্রতিসরণ

C. আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

D. বিকিরণ

16. দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল? 

A. ১৭৫২ সালে 

B. ১৭৬৫ সালে

C. ১৭৭২ সালে 

D. ১৭৮৫ সালে

17. অফসাইড ট্র্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? 

A. পোলো

B. ফুটবল

C. হকি

D. ব্যাডমিন্টন

18. নিম্নের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই? 

A. বুধ ও শুক্র

B. শনি ও মঙ্গল 

C. বৃহস্পতি ও শনি 

D. ইউরেনাস ও নেপচুন

19. দুটি ভিন্ন রঙের চোখের একটি চিতাবাঘ কোথায় দেখতে পাওয়া গেছে? 

A. বন্দিপুর টাইগার রিজার্ভে

B. মেলঘাট টাইগার রিজার্ভে 

C. কানহা টাইগার রিজার্ভে 

D. রাণীপুর টাইগার রিজার্ভে

20. নিম্নের কোনটি সঠিক নয়? 

A. তারা মাছ - টিউব ফিট 

B. হাইড্রা - কর্ষিকা

C. শামুক - মাংসল পদ

D. কেঁচো - ক্ষণপদ

21. জুনাগড় লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়?

A. অশোক

B. রুদ্রদামন

C. অজাতশত্রু

D. চন্দ্রগুপ্ত

22. নিম্নের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ? 

A. অ্যাড্রিনালিন গ্রন্থি

B. মিউকাস 

C. সেরুমিনাস

D. সেবাসিয়াস

23. ত্রিকুট পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? 

A. নর্মদা 

B. ময়ূরাক্ষী

C. গোদাবরী 

D. দামোদর

24. নিম্নের কোনটি ইন-সিটু সংরক্ষণের উদাহরণ নয়?  

A. জাতীয় উদ্যান 

B. বন্যপ্রাণী অভয়ারণ্য 

C. জীবজগৎ সংরক্ষণ

D. বোটানিক্যাল গার্ডেন

25. সম্প্রতি Stellaria bengalensis নামে 

একটি নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে 

পশ্চিমবঙ্গের কোথায়? 

A. কালিম্পং

B. দার্জিলিং 

C. জলপাইগুড়ি 

D. কোচবিহার

উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: WBP Constable GK Practice Set- 02
File Format: PDF
No. of Pages:04
File Size:0.43MB

No comments:

Post a Comment