Breaking




Thursday, August 7, 2025

WBP কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট

WBP Constable GK Practice Set- 03 

WBP Constable GK Practice Set- 03
WBP Constable GK Practice Set- 03
Hello Students,

আজকে তোমাদের সঙ্গে WBP Constable GK Practice Set- 03 শেয়ার করছি। আগত পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের সাহায্য করবে বলে আমরা আশাবাদী। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। WBP Constable GK Practice Set- 03 PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

WBP Constable GK Practice Set- 03

1. জাতীয় পুলিশ দিবস কবে পালন করা হয়?

A. ৫ জুলাই 

B. ১আগস্ট 

C. ১ সেপ্টেম্বর 

D. ৫ অক্টোবর 

2. নিম্নের কোন দিনে সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়?

A. ২১ মার্চ 

B. ৪ জুলাই 

C. ২২ সেপ্টেম্বর 

D. ২১ অক্টোবর

3. পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি?

A. মলয়াদ্রি

B. সহ্যাদ্রি

C. হিমাদ্রি 

D. কোনোটিই নয় 

4. Bull and Bear কিসের সঙ্গে যুক্ত?

A. বিচার বিভাগীয় ব্যবস্থা 

B. অর্থনীতি 

C. খেলাধুলো

D. শিক্ষা ব্যবস্থা

5. সোডিয়াম বাই কার্বনেট-এর রাসায়নিক সংকেত কি?

A. Na3CO2

B. NaCO3 

C. NaHCO3 

D. NaH2CO3

6. জগদীপ ধনখর সংবিধানের কততম অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ করেছেন?  

A. 35 অনুচ্ছেদ

B. 67(a) অনুচ্ছেদ

C. 68 অনুচ্ছেদ

D. 69 অনুচ্ছেদ 

7. কোন দেশ কৃত্রিম চাঁদ তৈরির প্রকল্প গড়ে তুলেছে?

A. জাপান 

B. জিম্বাওয়ে 

C. চিন 

D. কেনিয়া

8. ভারতে প্রথম কোন রাজ্যে রেলপথ তৈরি হয়েছিল?

A. ওড়িশা 

B. মহারাষ্ট্র

C. রাজস্থান 

D. বিহার 

9. ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠতম ব্যক্তি কে ছিলেন?

A. রমেশচন্দ্র দত্ত 

B. আবুল কালাম আজাদ 

C. গোপালকৃষ্ণ গোখলে

D. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

10. ২০২৪ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?

A. ফ্রান্স

B. অস্ট্রেলিয়া 

C. নিউজিল্যান্ড 

D. সুইজারল্যান্ড 

11. নিম্নের কোন অ্যাসিড খাদ্য সংরক্ষণের জন্য প্রধানত ব্যবহার করা হয়? 

A. টারটারিক অ্যাসিড 

B. অ্যাসিটিক অ্যাসিড

C. অক্সালিক অ্যাসিড 

D. ফলিক অ্যাসিড

12. Indian Republican Army- কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. সুভাষচন্দ্র বসু 

B. সূর্যসেন 

C. মোহন সিং 

D. রাসবিহারী বসু

13. গিদ্দা ভারতের কোন রাজ্যের প্রচলিত নৃত্য?

A. উত্তরপ্রদেশ 

B. গুজরাট 

C. পাঞ্জাব

D. রাজস্থান 

14. ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

A. গল্ফ 

B. বক্সিং 

C. ফুটবল 

D. টেনিস 

15. নিম্নের কোন প্রাণীর দেহে মুক্ত সংবহন দেখা যায় না?

A. চিংড়ি 

B. কেঁচো 

C. শামুক 

D. মাকড়সা 

16. ভারতের ৮৭তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? 

A. Koneru Humpy

B. Harikrishnan A. Ra

C. R Praggnanandhaa

D. Divya Deshmukh

17. কলমকারী চিত্র শৈলীর উৎপত্তি হয়েছে কোন রাজ্যে?

A. অন্ধ্রপ্রদেশ 

B. তেলেঙ্গানা 

C. মধ্যপ্রদেশ 

D. উত্তরপ্রদেশ 

18. দুটি স্তূপ পর্বতের মাঝের অংশকে কি বলে?

A. গিরিখাত 

B. গ্রস্ত উপত্যকা 

C. দোয়াব 

D. ক্যানিয়ন 

19. কোন মুঘল সম্রাটের শাসনকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন?

A. হুমায়ুন 

B. আকবর 

C. জাহাঙ্গীর 

D. শাহজাহান 

20. নিম্নের কোনটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উদাহরণ?

A. PROLOG  

B. SQL 

C. Python

D. LISP 

21. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়? 

A. হিমাচল প্রদেশ 

B. মধ্যপ্রদেশ

C. সিকিম 

D. মিজোরাম 

22. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?

A. উইলিয়াম জোন্স 

B. আত্মারাম পাণ্ডুরঙ্গ

C. রাজা রামমোহন রায়

D. সতীশচন্দ্র মুখোপাধ্যায় 

23. সংবিধানের কততম সংশোধনী দ্বারা ভোটাধিকারের বয়স ২১ থেকে ১৮ বছর করা হয়?

A. ৪২তম 

B. ৬১তম 

C. ৬৫তম 

D. ৮৬তম

24. পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেটের রাসায়নিক সংকেত কি?

A. KMnO3 

B. KMnO4 

C. KMnO2 

D. KMO3

25. অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে?

A. ব্যারাকপুর 

B. হুগলি 

C. দুর্গাপুর 

D. হলদিয়া

উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: WBP Constable GK Practice Set- 03
File Format: PDF
No. of Pages:04
File Size:0.40MB

No comments:

Post a Comment