Breaking




Monday, August 11, 2025

WBP কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট

WBP Constable GK Practice Set- 04 

WBP Constable GK Practice Set- 04
WBP Constable GK Practice Set- 04
Hello Students,

আজকে তোমাদের সঙ্গে WBP Constable GK Practice Set- 04 শেয়ার করছি। আগত পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের সাহায্য করবে বলে আমরা আশাবাদী। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। WBP Constable GK Practice Set- 04 PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

WBP Constable GK Practice Set- 03

1. মানবদেহে মোট কত জোড়া প্রধান লালা গ্রন্থি থাকে?

A. ২ জোড়া 

B. ৩ জোড়া 

C. ৪ জোড়া 

D. ৫ জোড়া 

2. ম্যান বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা কে?

A. অরুন্ধতী রায়

B. মৈত্রেয়ী দেবী

C. আরতি দত্ত

D. চন্দ্রমতী

3. ২০২৬ সালে কোথায় Commonwealth Games অনুষ্ঠিত হবে?

A. নিউজিল্যান্ড 

B. স্কটল্যান্ড

C. প্যারিস

D. সুইজারল্যান্ড 

4. বোন বিহার জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?

A. বিহার

B. ঝাড়খন্ড

C. ওড়িশা

D. মধ্যপ্রদেশ

5. Red Earth and Pouring Rain: A Novel কে লিখেছেন?

A. Roshan Mehta 

B. Geeta Chandra 

C. Vikram Chandra

D. Paresh Tomar

6. কত সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল?

A. ১৯৪৮ সালে

B. ১৯৫০ সালে

C. ১৯৫১ সালে

D. ১৯৫৫ সালে

7. নিম্নের কোন ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত?

A. নাইট্রোব্যাকটর

B. এস্চেরিয়া ই-কোলাই 

C. অ্যাক্টিনোমাইসিস

D. কোনোটিই নয়

8. ভারতে আর্থিক বছর শুরু হয় কবে থেকে?

A. ১ জানুয়ারি 

B. ১ মার্চ 

C. ১ এপ্রিল

D. ১ মে 

9. নিম্নের কোন গ্যাস প্লাস্টিক উৎপাদনে ব্যবহার করা হয়?

A. হিলিয়াম 

B. ক্রিপটন 

C. ইথিলিন

D. জেনন

10. কোন রাজ্যে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম দেখা যায়?

A. রাজস্থান 

B. কেরালা

C. মধ্যপ্রদেশ 

D. ওড়িশা

11. 66th International Mathematical Olympiad 2025-এ কততম স্থান অর্জন করেছে ভারত?

A. দ্বিতীয় 

B. পঞ্চম 

C. সপ্তম

D. অষ্টম

12. State Election Commissioner কার দ্বারা নিযুক্ত হন?

A. রাষ্ট্রপতি 

B. রাজ্যপাল

C. স্পিকার 

D. মুখ্যমন্ত্রী

13. NITI Aayog কত সালে গঠন করা হয়?

A. ২০১৪ সালে 

B. ২০১৫ সালে

C. ২০১৬ সালে 

D. ২০১৭ সালে 

14. রক্তচাপ মাপার জন্য কোন যন্ত্রের ব্যবহার করা হয় ? 

A. স্ফিগমোম্যানোমিটার

B. ম্যানোমিটার

C. পাইরোমিটার

D. পিকনোমিটার

15. কোন কমিটির সুপারিশের ফলে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল?

A. স্মরণ সিং কমিটি

B. মালহোত্রা কমিটি 

C. নরসিংহম কমিটি

D. শাহ কমিশন

16. ডায়াবেটিস কি কারণে হয়?

A. ইনসুলিন হ্রাস পেলে

B. থাইরয়েড বৃদ্ধি পেলে 

C. ইনসুলিন বৃদ্ধি পেলে

D. প্রোটিন হ্রাস পেলে 

17. নিম্নের কোন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত?

A. সিমলিপাল জাতীয় উদ্যান

B. মুকুন্দ্রা হিলস্ জাতীয় উদ্যান

C. গির জাতীয় উদ্যান

D. মাধব জাতীয় উদ্যান

18. রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হন?

A. ১০ জন 

B. ১২ জন

C. ১৪ জন 

D. ১৫ জন

19. AFC Asian Cup 2027 হোস্ট করবে কোন দেশ?

A. অস্ট্রেলিয়া 

B. আয়ারল্যান্ড

C. কানাডা 

D. সৌদি আরব

20. ভারতের কোন রাজ্য প্রথম AI University খোলা হবে?

A . মহারাষ্ট্রে

B. রাজস্থানে 

C. কেরালায় 

D. অরুণাচল প্রদেশে

21. নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন কে?

A. রাজীব গৌবা

B. অমলেশ কীর্তি 

C. ব্রিজেশ গোয়েল 

D. অর্জুন গোবিন্দ 

22. ওস্তাদ ফাতেহ আলি খান কোন ঘরানার সঙ্গে জড়িত?

A. গোয়ালিয়র ঘরানা

B. আগ্রা ঘরানা 

C. বেনারস ঘরানা 

D. আত্রৌলি ঘরানা

23. ৭১তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী কে হয়েছেন?

A. রানি মুখার্জি

B. মাধুরী দীক্ষিত

C. বিদ্যা বালান 

D. আলিয়া ভাট

24. সিন্ধু সভ্যতায় কোথায় পুরনো চুড়ির কারখানা পাওয়া গেছে?

A. কালিবঙ্গান

B. চানহুদারো

C. রোপার

D. ধোলাবীরা

25. নিম্নের কোনটি সঠিক?

A. বেতলা ন্যাশনাল পার্ক - বিহার 

B. পিন ভ্যালি ন্যাশনাল পার্ক - উত্তরাখণ্ড

C. সিমলিপাল ন্যাশনাল পার্ক - ওড়িশা

D. মুকুন্দ্রা হিলস্ ন্যাশনাল পার্ক - গুজরাট

উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: WBP Constable GK Practice Set- 04
File Format: PDF
No. of Pages:04
File Size:0.43MB

Click Here to Download

No comments:

Post a Comment