Breaking




Thursday, August 28, 2025

WBP কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট

WBP Constable GK Practice Set- 05 

WBP Constable GK Practice Set- 05
WBP Constable GK Practice Set- 05
Hello Students,

আজকে তোমাদের সঙ্গে WBP Constable GK Practice Set- 05 শেয়ার করছি। আগত পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের সাহায্য করবে বলে আমরা আশাবাদী। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। WBP Constable GK Practice Set- 05 PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

WBP Constable GK Practice Set- 05

1. প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করা হয় কোন সভ্যতা থেকে?

A. মিশরীয় সভ্যতা 

B. মেসোপটেমিয় সভ্যতা 

C. সিন্ধু সভ্যতা 

D. সুমেরীয় সভ্যতা

2. নব্য প্রস্তর যুগে ভারতে মানুষ কোন ধাতুর ব্যবহার জানত?

A. সোনা 

B. তামা

C. লোহা 

D. ব্রোঞ্জ 

3. ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

A. গল্ফ 

B. ক্রিকেট 

C. বক্সিং 

D. দাবা  

4. কোন রাজ্যকে Molassis basin বলা হয়? 

A. আসাম 

B. মণিপুর 

C. মিজোরাম

D. নাগাল্যান্ড 

5. হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

A. পুরু ও আলেকজান্ডার

B. অশোক ও বিম্বিসার

C. মহাপদ্মনন্দ ও অশোক 

D. বিম্বিসার ও পুরু 

6. কার রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল?

A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত

B. সমুদ্রগুপ্ত

C. শ্রীগুপ্ত

D. কুমারগুপ্ত

7. প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? 

A. জহরলাল নেহেরু

B. গুলজারীলাল নন্দ

C. বি.আর.আম্বেদকর

D. চক্রবর্তী রাজাগোপালাচারী

8. শ্রীকৃষ্ণবিজয় কার লেখা?

A. রাজশেখর বসু

B. বিজয় গুপ্ত

C. মালাধর বসু

D. তুলসী দাস

9. কোন শাসক জিজিয়া কর তুলে দিয়েছিলেন?

A. বাবর 

B. আকবর

C. শাহজাহান 

D. ঔরঙ্গজেব

10. কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে? 

A. ধুপগড় 

B. বিন্ধ্য

C. আন্নামালাই 

D. নীলগিরি

11. সহ্যাদ্রি পর্বতমালা নিম্নের কোন রাজ্যে অবস্থিত?

A. মহারাষ্ট্র

B. রাজস্থান 

C. গুজরাট 

D. ছত্তিশগড় 

12. Playing it my way- কোন খেলোয়াড়ের আত্মজীবনী?

A. সৌরভ গাঙ্গুলি

B. শচীন টেন্ডুলকার

C. যুবরাজ সিং

D. মহেন্দ্র সিং ধোনি

13. লিটল আন্দামানকে গ্রেট আন্দামান থেকে বিচ্ছিন্ন করেছে-

A. পক প্রণালী 

B. ইন্দিরা পয়েন্ট 

C. ডানকান প্যাসেজ

D. কোনোটিই নয় 

14. কোন ঘটনার ফলে জলের মধ্যে কাঠি ডোবালে বাঁকা দেখায়?

A. প্রতিফলন 

B. প্রতিসরণ

C. অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন 

D. বিক্ষেপণ

15. কোন রাজ্যে ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতুর উদ্বোধন করা হয়েছে?

A. কর্ণাটক

B. গোয়া 

C. হিমাচল প্রদেশ 

D. মণিপুর 

16. কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল?

A. লর্ড রিপন 

B. লর্ড লিনলিথগো

C. লর্ড কার্জন

D. লর্ড ক্যানিং

17. নিম্নের কোন দিনে সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়?

A. ২১ মার্চ 

B. ৪ জুলাই 

C. ২২ সেপ্টেম্বর 

D. ২১ অক্টোবর 

18. সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে?

A. ১৯৮৭ সালে

B. ১৯৯৯ সালে 

C. ২০০৯ সালে 

D. ২০১০ সালে 

19. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী বিভক্ত হয়? 

A. ১৯০৭ সালে, সুরাট অধিবেশনে

B. ১৯০৯ সালে, লাহোর অধিবেশনে 

C. ১৯১১ সালে, কলকাতা অধিবেশনে 

D. ১৯১৫ সালে, বোম্বে অধিবেশনে

20. ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে?

A. মার্কিন যুক্তরাষ্ট্র

B. আয়ারল্যান্ড 

C. জাপান 

D. ব্রিটেন 

21. ভারতের ৪৩তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কোন রাজ্যে অবস্থিত? 

A. ওড়িশা 

B. আসাম

C. মধ্যপ্রদেশ 

D. তামিলনাড়ু

22. কোন রাজ্যে ভারতের প্রথম দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে? 

A. কর্ণাটক 

B. কেরালা

C. তামিলনাড়ু

D. অন্ধ্রপ্রদেশ 

23. প্রথম ভারতীয় হিসেবে Poligras Magic Skill Award জিতেছেন কে?

A. দীপিকা সেহরাওয়াত

B. তিথি ঘোষাল 

C. শিখা রঞ্জন 

D. অদিতি মিত্র 

24. হুমায়ূননামা কে লিখেছিলেন?

A. গুলবদন বেগম

B. আবুল ফজল 

C. বাবর 

D. আকবর 

25. কানপুরে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন?

A. তাঁতিয়া টোপি 

B. নানাসাহেব

C. তিতুমির 

D. কুনওয়ার সিং

উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: WBP Constable GK Practice Set- 05
File Format: PDF
No. of Pages:04
File Size:0.43MB

No comments:

Post a Comment