Breaking




Saturday, August 30, 2025

WBP কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট

WBP Constable GK Practice Set- 06 

WBP Constable GK Practice Set- 06
WBP Constable GK Practice Set- 06
Hello Students,

আজকে তোমাদের সঙ্গে WBP Constable GK Practice Set- 06 শেয়ার করছি। আগত পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের সাহায্য করবে বলে আমরা আশাবাদী। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। WBP Constable GK Practice Set- 06 PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

WBP Constable GK Practice Set- 06

1. কোন দেশ তার ফিয়র্ডের জন্য বিখ্যাত?

A. নরওয়ে

B. ফিনল্যান্ড

C. মায়ানমার

D. জার্মানি

2. Indian Mirror পত্রিকার সম্পাদক কে ছিলেন?

A. কৃষ্ণকুমার মিত্র

B. দেবেন্দ্রনাথ ঠাকুর

C. কেশবচন্দ্র সেন

D. রাজা রামমোহন রায় 

3. পুরন্দর সন্ধি কত সালে হয়েছিল?

A. ১৬৬৫ সালে

B. ১৬৭৮ সালে

C. ১৬৮২ সালে

D. ১৬৯০ সালে 

4. Inderkilla National Park কোন রাজ্যে অবস্থিত?

A. উত্তরাখণ্ড

B. সিকিম

C. হিমাচল প্রদেশ

D. উত্তরপ্রদেশ 

5. কত সালে ৪৪তম সংবিধান সংশোধনী পাশ হয়েছিল?

A. ১৯৪৮ সালে

B. ১৯৫৯ সালে

C. ১৯৭৮ সালে

D. ১৯৯২ সালে 

6. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে স্থাপিত হয়?

A. আসাম

B. পশ্চিমবঙ্গ

C. ঝাড়খণ্ড

D. মধ্যপ্রদেশ

7. কোন ভারতীয় মহিলা দ্বিতীয় গোল টেবিল বৈঠকে মহিলাদের হয়ে সভাপতিত্ব করেছিলেন?

A. সরোজিনী নাইডু

B. প্রীতিলতা ওয়াদ্দেদার

C. জে. বি. কৃপালিনী

D. বিজয়লক্ষ্মী পন্ডিত

8. হিমাচল প্রদেশের জীবনরেখা বলা হয় কোন নদীকে?

A. মহানদী

B. ব্রহ্মপুত্র

C. বিপাশা

D. তিস্তা

9. ভারতের প্রথম কোন রাজ্যে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু হয়?

A. উত্তরপ্রদেশ

B. মহারাষ্ট্র

C. মধ্যপ্রদেশ

D. রাজস্থান

10. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন?

A. ১৯১৯ সালে

B. ১৯২০ সালে

C. ১৯২১ সালে

D. ১৯২২ সালে

11. NABARD কত সালে প্রতিষ্ঠিত হয়?

A. ১৯২৮ সালে

B. ১৯৫৫ সালে

C. ১৯৭৪ সালে

D. ১৯৮২ সালে

12. প্রথম কোন ভারতীয় খেলোয়াড় ভারতরত্ন পুরস্কার পেয়েছেন?

A. শচীন তেন্ডুলকার

B. কপিল দেব

C. সৌরভ গাঙ্গুলী 

D. সুনীল গাভাস্কার

13. ভারতের কোন দুটি রাজ্যের মধ্যে Inter-State Cheetah Conservation Corridor তৈরি করা হচ্ছে?

A. মধ্যপ্রদেশ ও রাজস্থান

B. মহারাষ্ট্র ও গুজরাট 

C. গুজরাট ও রাজস্থান

D. মধ্যপ্রদেশ ও গুজরাট 

14. কে ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?

A. রাজা রামমোহন রায় 

B. লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক

C. লর্ড ডালহৌসি 

D. উইলিয়াম কেরি

15. অলিম্পিক পদক জয়ী প্রথম মহিলা ভারতীয় কে?

A. কর্ণম মালেশ্বরী

B. দীপালি দেশপান্ডে

C. সালিমা তেতে

D. আন্নু রানী 

16. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্প শুরু হয়েছিল?

A. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

B. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়

C. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা

D. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা

17. সবচেয়ে হালকা মৌল কোনটি?

A. হাইড্রোজেন

B. হিলিয়াম

C. লিথিয়াম

D. বোরন 

18. জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়?

A. ২৫ জানুয়ারি

B. ২০ ফেব্রুয়ারি

C. ২৯ মার্চ

D. ১৬ এপ্রিল 

19. কত সালে ভারতের প্রথম শিল্প নীতি সংকল্প ঘোষণা করা হয়েছিল?

A. ১৯৪৬ সালে 

B. ১৯৪৮ সালে

C. ১৯৫০ সালে 

D. ১৯৫২ সালে

20. ভারতে প্রথম কোথায় Waste-to-Hydrogen প্রকল্প চালু হচ্ছে?

A. চেন্নাই 

B. বেঙ্গালুরু 

C. পুনে

D. মুম্বাই 

21. ডায়াবেটিস কি কারণে হয়?

A. ইনসুলিন হ্রাস পেলে

B. থাইরয়েড বৃদ্ধি পেলে 

C. ইনসুলিন বৃদ্ধি পেলে

D. প্রোটিন হ্রাস পেলে

22. কোন কমিটির সুপারিশের ফলে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল?

A. স্মরণ সিং কমিটি

B. মালহোত্রা কমিটি 

C. নরসিংহম কমিটি

D. শাহ কমিশন 

23. BIOS এর পুরো নাম কি?

A. Basic Input Output Service

B. Basic Input Output System

C. Basic Input Operating System

D. Badic Ink Only System 

24. The Indian War of Independence- কে রচনা করেছেন?

A. বিনায়ক দামোদর সাভারকার

B. বিনয় কুমার বসু 

C. শিশির ঘোষ 

D. অক্ষয় কুমার দত্ত 

25. কোন হরমোন BMR নিয়ন্ত্রিণ করে?

A. অ্যাড্রিনালিন হরমোন

B. সোমাটোট্রফিক হরমোন

C. থাইরক্সিন হরমোন

D. প্রোল্যাকটিন রিলিজিং হরমোন

উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: WBP Constable GK Practice Set- 06
File Format: PDF
No. of Pages:04
File Size:0.25MB

Click Here to Download

No comments:

Post a Comment