Breaking




Saturday, August 2, 2025

পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর

পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর | West Bengal Geography Question and Answers in Bengali 

পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর | West Bengal Geography Question and Answers in Bengali
পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর | West Bengal Geography Question and Answers in Bengali
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ১০০টি পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর PDF শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর

1. পশ্চিমবঙ্গে কতগুলো জাতীয় উদ্যান রয়েছে- ৬টি

2. কোন শহরকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়- শিলিগুড়ি

3. পশ্চিমবঙ্গে কতগুলো বন্যপ্রানী অভয়ারণ্য রয়েছে- ১৫টি

4. সম্প্রতি কোন রাজ্যের নলেন গুড়ের সন্দেশ GI ট্যাগ পেয়েছে- পশ্চিমবঙ্গ

5. অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে- হলদিয়া

6. পশ্চিমবঙ্গের তুলাইপঞ্জি চাল কত সালে GI ট্যাগ পেয়েছে- ২০১৭ সালে

7. ভারতের রূঢ় কাকে বলা হয়- দুর্গাপুর

8. বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- আলিপুরদুয়ার 

9. পশ্চিমবঙ্গে কোন কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়- বিটুমিনাস

10. কলকাতায় মেট্রোরেল কত সালে চালু হয়েছিল- ১৯৮৪ সালে

11. পশ্চিমবঙ্গে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টি রয়েছে- ৩টি

12. কলকাতার যমজ শহর কোনটি- হাওড়া

13. পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি- আলিপুরদুয়ার

14. পশ্চিমবঙ্গ কয়টি দেশের সঙ্গে তার সীমানা ভাগ করে- ৩

15. পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ব্যাডল্যান্ড টপোগ্রাফি দেখা যায়- পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম

16. আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি- দক্ষিণ ২৪ পরগনা

17. সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়- ক্যানিং

18. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি- দামোদর

19. একটি পশ্চিমবঙ্গের রামসার সাইট হল- পূর্ব কলকাতা জলাভূমি

20. ভারতের শেফিল্ড পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়- হাওড়া

21. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ

22. পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে- নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ

23. গম্ভীরা পশ্চিমবঙ্গের কোন জেলার নৃত্যশৈলী- মালদা

24. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি- সান্দাকফু

25. কোন জেলার মধ্যে দিয়ে কুলিক নদী প্রবাহিত হয়েছে- উত্তর দিনাজপুর

26. পশ্চিমবঙ্গে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে- ১

27. নিন্মের কোন জেলায় বিহারীনাথ পাহাড় অবস্থিত- বাঁকুড়া

28. মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বীরভূম

29. পশ্চিমবঙ্গে মোট কতগুলো জাতীয় উদ্যান রয়েছে- ৬

30. জলপাইগুড়ি কোন কোন নদীর তীরে অবস্থিত- তিস্তা ও করলা

31. সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত- দক্ষিণ ২৪ পরগনা

32. কোন শহরকে সাদা অর্কিডের দেশ বলা হয়- কার্শিয়াং

33. শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত- মহানন্দা

34. পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে- ৫টি

35. কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে- সিকিম

36. পশ্চিমবঙ্গে কয়টি রামসার সাইট রয়েছে- ২টি

37. পাঞ্চেত পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- পুরুলিয়া

38. নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত- কালিম্পং

39. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়- আলিপুরদুয়ার

40. ঘুম রেলস্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ

41. পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়- জলদাপাড়া জাতীয় উদ্যান

42. IISCO ইস্পাত কারখানা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- পশ্চিম বর্ধমান

43. পশ্চিমবঙ্গের উচ্চতম রেলস্টেশন কোনটি- ঘুম রেলস্টেশন

44. দার্জিলিং চা কত সালে প্রথম GI পেয়েছিল- ২০০৪ সালে

45. পশ্চিমবঙ্গের কোন জেলায় জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত- আলিপুরদুয়ার

46. অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- পুরুলিয়া

47. প্রাসাদ নগরী কোন শহরকে বলা হয়- কলকাতা

48. জোড়পোখরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত- দার্জিলিং

49. পশ্চিমবঙ্গের কোথায় মৎস্য গবেষণা কেন্দ্র রয়েছে- ব্যারাকপুর

50. সম্প্রতি পশ্চিমবঙ্গের GI ট্যাগ পেয়েছে- ছানাবড়া

51. পশ্চিমবঙ্গের কোন জেলায় চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত- পশ্চিম বর্ধমান

52. লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- দক্ষিণ ২৪ পরগনা

53. কোন রাজ্যের রাধুনিপাগল চাল GI ট্যাগ পেয়েছে- পশ্চিমবঙ্গ

54. জয়চন্ডি পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- পুরুলিয়া

55. টিটাগড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ 

56. পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয়- কলকাতা বন্দর

57. উত্তরবঙ্গের নিম্নের প্রধান নদী কোনটি- তিস্তা

58. কোন শহরটি উত্তর দিনাজপুরের জেলা সদর- রায়গঞ্জ

59. সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে- ১৯৮৭ সালে

60. কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত- উত্তর দিনাজপুর

61. সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- দক্ষিণ ২৪ পরগণা

62. ভারতের গ্লাসগো পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়- হাওড়া

63. মুকুটমণিপুর বাঁধ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বাঁকুড়া

64. পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়- তিস্তা নদী

65. কোন জেলায় সিঙ্গালিলা জাতীয় উদ্যান অবস্থিত- দার্জিলিং

66. কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ দৈর্ঘ্যের সীমানা রয়েছে- ঝাড়খণ্ড

67. পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি- মেছো বিড়াল

68. দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে- ১৯৯৯ সালে

69. পশ্চিমবঙ্গের কোন জেলায় কুমির প্রকল্প রয়েছে- দক্ষিণ ২৪ পরগনা

70. রসিকবিল পাখিরালয় কোন জেলায় অবস্থিত- কোচবিহার

71. পশ্চিমবঙ্গে কতগুলো বর্তমানে ব্যাঘ্র প্রকল্প রয়েছে- ২টি

72. পশ্চিমবঙ্গে প্রথম কোন জেলায় যৌথ বন ব্যবস্থাপনা শুরু হয়- পশ্চিম মেদিনীপুর

73. নিম্নের কোথায় পশ্চিমবঙ্গের পাট গবেষণাকেন্দ্র অবস্থিত- ব্যারাকপুর

74. পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি- কয়লা

75. Massanjore Dam কোন নদীর উপর অবস্থিত- ময়ূরাক্ষী

76. পশ্চিমবঙ্গে কোন জেলায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়- বীরভূম

77. মাদুরকাঠি কত সালে GI ট্যাগ পেয়েছে- ২০১৮ সালে

78. কোন জেলার বালুচরী শাড়ি বিখ্যাত- বাঁকুড়া

79. পূর্ব রেলওয়ের সদর দফতর কোথায় অবস্থিত- কলকাতা

80. বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বীরভূম

81. ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি- পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি

82. কলকাতা বন্দর কোন নদীর তীরে অবস্থিত- হুগলি নদী

83. রাম্মাম জলবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত- দার্জিলিং

84. বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- উত্তর ২৪ পরগণা 

85. চাপড়ামারী বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- জলপাইগুড়ি

86. পাঞ্চেত পাহাড় কোন জেলায় অবস্থিত- পুরুলিয়া

87. টাইগার হিল কোন জেলায় অবস্থিত- দার্জিলিং

88. কংসাবতী বাঁধ কোন জেলায় অবস্থিত- বাঁকুড়া 

89. পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত- ৭৬.২৬%

90. শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অ্যাখ্যা পেয়েছে- ২০২৩ সালে 

91. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি- জয়ী সেতু

92. চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত- জলপাইগুড়ি

93. জলপাইগুড়ির টেমস নামে নিম্নের কোন নদী পরিচিত- করলা নদী

94. বাংলার অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে- নদীয়া

95. শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বাঁকুড়া

96. পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সর্বাধিক- পূর্ব মেদিনীপুর

97. কালিম্পং কত সালে জেলা হিসেবে গঠিত হয়েছিল- ২০১৭ সালে

98. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি- কলকাতা

99. কোন নদীর উপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত- ময়ূরাক্ষী

100. ভান্ডারী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- পুরুলিয়া

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন ও উত্তর PDF
File Format: PDF
No. of Pages:07
File Size:0.29MB

No comments:

Post a Comment