পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর | West Bengal Geography Question and Answers in Bengali
![]() |
পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর | West Bengal Geography Question and Answers in Bengali |
পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন ও উত্তর
1. পশ্চিমবঙ্গে কতগুলো জাতীয় উদ্যান রয়েছে- ৬টি
2. কোন শহরকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়- শিলিগুড়ি
3. পশ্চিমবঙ্গে কতগুলো বন্যপ্রানী অভয়ারণ্য রয়েছে- ১৫টি
4. সম্প্রতি কোন রাজ্যের নলেন গুড়ের সন্দেশ GI ট্যাগ পেয়েছে- পশ্চিমবঙ্গ
5. অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে- হলদিয়া
6. পশ্চিমবঙ্গের তুলাইপঞ্জি চাল কত সালে GI ট্যাগ পেয়েছে- ২০১৭ সালে
7. ভারতের রূঢ় কাকে বলা হয়- দুর্গাপুর
8. বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- আলিপুরদুয়ার
9. পশ্চিমবঙ্গে কোন কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়- বিটুমিনাস
10. কলকাতায় মেট্রোরেল কত সালে চালু হয়েছিল- ১৯৮৪ সালে
11. পশ্চিমবঙ্গে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টি রয়েছে- ৩টি
12. কলকাতার যমজ শহর কোনটি- হাওড়া
13. পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি- আলিপুরদুয়ার
14. পশ্চিমবঙ্গ কয়টি দেশের সঙ্গে তার সীমানা ভাগ করে- ৩
15. পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ব্যাডল্যান্ড টপোগ্রাফি দেখা যায়- পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম
16. আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি- দক্ষিণ ২৪ পরগনা
17. সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়- ক্যানিং
18. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি- দামোদর
19. একটি পশ্চিমবঙ্গের রামসার সাইট হল- পূর্ব কলকাতা জলাভূমি
20. ভারতের শেফিল্ড পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়- হাওড়া
21. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ
22. পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে- নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ
23. গম্ভীরা পশ্চিমবঙ্গের কোন জেলার নৃত্যশৈলী- মালদা
24. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি- সান্দাকফু
25. কোন জেলার মধ্যে দিয়ে কুলিক নদী প্রবাহিত হয়েছে- উত্তর দিনাজপুর
26. পশ্চিমবঙ্গে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে- ১
27. নিন্মের কোন জেলায় বিহারীনাথ পাহাড় অবস্থিত- বাঁকুড়া
28. মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বীরভূম
29. পশ্চিমবঙ্গে মোট কতগুলো জাতীয় উদ্যান রয়েছে- ৬
30. জলপাইগুড়ি কোন কোন নদীর তীরে অবস্থিত- তিস্তা ও করলা
31. সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত- দক্ষিণ ২৪ পরগনা
32. কোন শহরকে সাদা অর্কিডের দেশ বলা হয়- কার্শিয়াং
33. শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত- মহানন্দা
34. পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে- ৫টি
35. কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে- সিকিম
36. পশ্চিমবঙ্গে কয়টি রামসার সাইট রয়েছে- ২টি
37. পাঞ্চেত পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- পুরুলিয়া
38. নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত- কালিম্পং
39. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়- আলিপুরদুয়ার
40. ঘুম রেলস্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ
41. পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়- জলদাপাড়া জাতীয় উদ্যান
42. IISCO ইস্পাত কারখানা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- পশ্চিম বর্ধমান
43. পশ্চিমবঙ্গের উচ্চতম রেলস্টেশন কোনটি- ঘুম রেলস্টেশন
44. দার্জিলিং চা কত সালে প্রথম GI পেয়েছিল- ২০০৪ সালে
45. পশ্চিমবঙ্গের কোন জেলায় জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত- আলিপুরদুয়ার
46. অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- পুরুলিয়া
47. প্রাসাদ নগরী কোন শহরকে বলা হয়- কলকাতা
48. জোড়পোখরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত- দার্জিলিং
49. পশ্চিমবঙ্গের কোথায় মৎস্য গবেষণা কেন্দ্র রয়েছে- ব্যারাকপুর
50. সম্প্রতি পশ্চিমবঙ্গের GI ট্যাগ পেয়েছে- ছানাবড়া
51. পশ্চিমবঙ্গের কোন জেলায় চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত- পশ্চিম বর্ধমান
52. লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- দক্ষিণ ২৪ পরগনা
53. কোন রাজ্যের রাধুনিপাগল চাল GI ট্যাগ পেয়েছে- পশ্চিমবঙ্গ
54. জয়চন্ডি পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- পুরুলিয়া
55. টিটাগড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ
56. পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয়- কলকাতা বন্দর
57. উত্তরবঙ্গের নিম্নের প্রধান নদী কোনটি- তিস্তা
58. কোন শহরটি উত্তর দিনাজপুরের জেলা সদর- রায়গঞ্জ
59. সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে- ১৯৮৭ সালে
60. কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত- উত্তর দিনাজপুর
61. সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- দক্ষিণ ২৪ পরগণা
62. ভারতের গ্লাসগো পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়- হাওড়া
63. মুকুটমণিপুর বাঁধ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বাঁকুড়া
64. পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়- তিস্তা নদী
65. কোন জেলায় সিঙ্গালিলা জাতীয় উদ্যান অবস্থিত- দার্জিলিং
66. কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ দৈর্ঘ্যের সীমানা রয়েছে- ঝাড়খণ্ড
67. পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি- মেছো বিড়াল
68. দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে- ১৯৯৯ সালে
69. পশ্চিমবঙ্গের কোন জেলায় কুমির প্রকল্প রয়েছে- দক্ষিণ ২৪ পরগনা
70. রসিকবিল পাখিরালয় কোন জেলায় অবস্থিত- কোচবিহার
71. পশ্চিমবঙ্গে কতগুলো বর্তমানে ব্যাঘ্র প্রকল্প রয়েছে- ২টি
72. পশ্চিমবঙ্গে প্রথম কোন জেলায় যৌথ বন ব্যবস্থাপনা শুরু হয়- পশ্চিম মেদিনীপুর
73. নিম্নের কোথায় পশ্চিমবঙ্গের পাট গবেষণাকেন্দ্র অবস্থিত- ব্যারাকপুর
74. পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি- কয়লা
75. Massanjore Dam কোন নদীর উপর অবস্থিত- ময়ূরাক্ষী
76. পশ্চিমবঙ্গে কোন জেলায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়- বীরভূম
77. মাদুরকাঠি কত সালে GI ট্যাগ পেয়েছে- ২০১৮ সালে
78. কোন জেলার বালুচরী শাড়ি বিখ্যাত- বাঁকুড়া
79. পূর্ব রেলওয়ের সদর দফতর কোথায় অবস্থিত- কলকাতা
80. বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বীরভূম
81. ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি- পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি
82. কলকাতা বন্দর কোন নদীর তীরে অবস্থিত- হুগলি নদী
83. রাম্মাম জলবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত- দার্জিলিং
84. বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- উত্তর ২৪ পরগণা
85. চাপড়ামারী বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- জলপাইগুড়ি
86. পাঞ্চেত পাহাড় কোন জেলায় অবস্থিত- পুরুলিয়া
87. টাইগার হিল কোন জেলায় অবস্থিত- দার্জিলিং
88. কংসাবতী বাঁধ কোন জেলায় অবস্থিত- বাঁকুড়া
89. পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত- ৭৬.২৬%
90. শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অ্যাখ্যা পেয়েছে- ২০২৩ সালে
91. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি- জয়ী সেতু
92. চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত- জলপাইগুড়ি
93. জলপাইগুড়ির টেমস নামে নিম্নের কোন নদী পরিচিত- করলা নদী
94. বাংলার অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে- নদীয়া
95. শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- বাঁকুড়া
96. পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সর্বাধিক- পূর্ব মেদিনীপুর
97. কালিম্পং কত সালে জেলা হিসেবে গঠিত হয়েছিল- ২০১৭ সালে
98. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি- কলকাতা
99. কোন নদীর উপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত- ময়ূরাক্ষী
100. ভান্ডারী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- পুরুলিয়া
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:07
File Size:0.29MB
No comments:
Post a Comment