Breaking




Saturday, September 13, 2025

১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF

১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর পর্ব-০৩

১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF
১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর পর্ব-০৩ PDF শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

ইতিহাসের প্রশ্ন ও উত্তর

1. কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল- লর্ড কার্জন 

2. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী বিভক্ত হয়- ১৯০৭ সালে, সুরাট অধিবেশনে

3. কোন বংশের রাজত্বকালে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন- মৌর্য বংশ

4. সিন্ধু সভ্যতার কোথায় পশুপতির মূর্তি পাওয়া গেছে- মহেঞ্জোদারো 

5. কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে নেওয়া হয়েছে- মুন্ডক উপনিষদ

6. দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল- পারুশনি

7. বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষাতে লেখা হয়েছিল- পালি

8. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে কত সালে চালু করেছিলেন- ১৮৭৮ সালে, লর্ড লিটন 

9. সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন- রামপাল 

10. রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য- উমাপতিধর 

11. সিজদা প্রথা কে প্রবর্তন করেছিলেন- গিয়াসউদ্দিন বলবন

12. ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন- মহম্মদ বিন তুঘলক

13. প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল- ১১৯১ খ্রিষ্টাব্দে 

14. চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল- শেরশাহ ও হুমায়ূন

15. কলকাতা হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৮১৭ সালে

16. কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাস করা হয়েছিল- ১৯২৯ সালে

17. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দেমাতরম গানটি দেওয়া হয়েছিল- ১৮৯৬

18. কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন- ১৯৩৮ সালে, ত্রিপুরী অধিবেশনে 

19. ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করে- ইন্দো-গ্রিকরা

20. কোন শাসক জাভা ও সুমাত্রা জয় করেছিলেন- রাজেন্দ্র চোল 

21. আগ্রা থেকে দিল্লিতে কে রাজধানী স্থানান্তর করেছিলেন- শাহজাহান 

22. হর্ষঙ্ক বংশের শেষ রাজা নাগদশককে কে হত্যা করেছিলেন- শিশুনাগ 

23. মহারাজাধিরাজ নামে কে পরিচিত ছিলেন- প্রথম চন্দ্রগুপ্ত

24. সিন্ধু সভ্যতার কোথায় নৃত্যরত মহিলা মূর্তি পাওয়া গিয়েছিল- মহেঞ্জোদারোতে

25. হরপ্পা সভ্যতার সিলমোহরগুলি প্রধানত কোন ধাতুর ছিল- স্টিটাইট 

26. ভারতের প্রাচীনতম শিলা শিল্প রক শেল্টার কোথায় পাওয়া গিয়েছে- মধ্যপ্রদেশের ভীমবেটকায় 

27. কালিবঙ্গান শব্দের অর্থ কি- কালো চুড়ি

28. সিন্ধু সভ্যতার দাইমাবাদ কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র

29. কে কত সালে অশোকের লিপির পাঠোদ্ধার করেন- জেমস্ প্রিন্সেপ, ১৮৩৮ সালে

30. ঋকবেদে উল্লেখিত বিতস্তা নদীর বর্তমান নাম কি- ঝিলাম 

31. জৈনদের সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন- মহাবীর 

32. প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল- রাজগৃহ 

33. গৌতম বুদ্ধ কোথায় প্রথম তাঁর ধর্ম প্রচার করেছিলেন- সারনাথে

34. বৌদ্ধদের মোক্ষ লাভের আটটি পথকে একসঙ্গে কি বলে- অষ্টাঙ্গিক মার্গ 

35. গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয়- ধর্মচক্র প্রবর্তন 

36. বিনয় পিটক ও সুত্ত পিটক কোন ধর্মের ধর্মগ্রন্থ- বৌদ্ধ ধর্ম 

37. বৃজি মহাজনপদের রাজধানী কোথায় ছিল- বৈশালী

38. কত খ্রীষ্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল- 326 খ্রিস্টপূর্বাব্দের

39. কোন শাসক জিন্দাপীর উপাধি পেয়েছিলেন- ঔরঙ্গজেব

40. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হিসেবে কে পরিচিত ছিলেন- আলেকজান্ডার কানিংহাম

41. নানাঘাট শিলালিপি থেকে কার কথা জানা যায়- প্রথম সাতকর্ণী

42. কোন বেদে গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায়- ঋগ্বেদ

43. সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন- ইব্রাহিম লোদি 

44. ভারতে প্রথম কোন রাজ্যে রেলপথ তৈরি হয়েছিল- মহারাষ্ট্র

45. সরোজিনী নাইডু কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন- ১৯২৫ সালে, কানপুর অধিবেশনে 

46. বেসিনের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল- পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে

47. অবন্তী মহাজনপদের রাজধানী কোথায় ছিল- উজ্জয়িনী 

48. ইংরেজরা ভারতে প্রথম ১৬২১ খ্রীঃ কোথায় ঘাঁটি স্থাপন করেছিল- সুরাট

49. মহাবিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিলেন- দ্বিতীয় বাহাদুর শাহ

50. স্বরাজ আমার জন্মগত অধিকার- কথাটি কে বলেছিলেন- বাল গঙ্গাধর তিলক

51. কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল- পলাশীর যুদ্ধ

52. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন- লর্ড ওয়েলেসলি

53. রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল- ১৭৮৩ সালে 

54. বন্দেমাতরম পত্রিকার প্রতিষ্ঠাতা কে- বিপিনচন্দ্র পাল

55. পর্তুগিজদের ভারতে প্রথম ঘাঁটি কোথায় ছিল-  কালিকট (বর্তমান কোঝিকোড়)

56. কোন ভারতীয় মহিলা দ্বিতীয় গোল টেবিল বৈঠকে মহিলাদের হয়ে সভাপতিত্ব করেছিলেন- সরোজিনী নাইডু

57. স্যাডলার কমিশন কবে গঠন করা হয়- ১৯১৭ সালে

58. কোন ঘটনার পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেছিলেন- বারদৌলি সত্যাগ্রহ

59. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন- লালা হরদয়াল

60. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন- ১৯১৯ সালে 

61. ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন- শ্যামজী কৃষ্ণ বর্মা

62. কোন সুলতান প্রথম রেশন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন- আলাউদ্দিন খলজি 

63. মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন- দৌলতাবাদে

64. কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর নামকরণ কে করেছিলেন- সিরাজউদ্দৌলা

65. ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছিলেন- মেগাস্থিনিস

66. সিন্ধু সভ্যতার কোথায় ঘোড়ার হার পাওয়া গেছে- সুরকোটাদায়

67. সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর নগরী কোনটি- লোথাল

68. অভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে পাশ হয়- ১৮৭৬ সালে

69. ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন- লর্ড মাউন্টব্যাটেন

70. ১৯২৯ সালের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন- জওহরলাল নেহরু

71. সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠন করা হয়েছিল- ১৯২০ সালে

72. মর্লে-মিন্টো শাসন সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়েছিল- ১৯০৯ সালে 

73. Independent পত্রিকার সম্পাদক কে ছিলেন- মোতিলাল নেহরু

74. বুড়িবালামের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৯১৫ সালে 

75. কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাকটিকিট চালু করেন- লর্ড ডালহৌসি 

76. মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল- ১৯২১ সালে

77. চম্পারণ সত্যগ্রহ কত সালে হয়েছিল- ১৯১৭ সালে

78. ইন্ডিয়া অফ মাই ড্রিমস- গ্রন্থের রচয়িতা কে- মহাত্মা গান্ধী

79. ভারতের তোতাপাখি কাকে বলা হয়- আমির খসরু

80. The Grand Old Man of India- কাকে বলা হয়- দাদাভাই নওরজি 

81. বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল- ১৯০৫ সালে

82. বঙ্গভঙ্গ আন্দোলন কবে রদ করা হয়েছিল- ১২ ডিসেম্বর, ১৯১১ সালে

83. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন- লর্ড ওয়েলেসলি

84. বিদরের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৭৫৯ সালে

85. কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি অধিকার লাভ করে- ১৭৬৫ খ্রিষ্টাব্দে

86. কোন শাসক জিজিয়া কর তুলে দিয়েছিলেন- আকবর 

87. এপিগ্রাফি কি বিষয়ক বিদ্যা- শিলালিপি অধ্যয়ন

88. দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল- ১৭৬৫ সালে

89. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন- ওয়ারেন হেস্টিংস

90. সত্যাগ্রহ সভা কে প্রতিষ্ঠা করেছিলেন- মহাত্মা গান্ধী

91. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন- কুমারগুপ্ত

92. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন- খান আব্দুল গফ্ফর খান

93. বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা কে- বরাহমিহির

94. শকারি উপাধি কে গ্রহণ করেছিলেন- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

95. কোন শাসককে লিচ্ছবিদৌহিত্র বলা হয়- সমুদ্রগুপ্তকে

96. সত্যশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৮৭৩ সালে

97. ভারতের প্রথম রেললাইন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন- লর্ড ডালহৌসি

98. ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়েছিল- ১৭৭০ খ্রিস্টাব্দে

99. কারেঙ্গে ইয়া মারেঙ্গে- উক্তিটি গান্ধীজীর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত- ভারতছাড়ো আন্দোলন

100. বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি- সমাচার দর্পণ

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: ১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF
File Format: PDF
No. of Pages:05
File Size:0.32MB

No comments:

Post a Comment