১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর পর্ব-০৩
![]() |
| ১০০টি ইতিহাসের প্রশ্ন ও উত্তর PDF |
ইতিহাসের প্রশ্ন ও উত্তর
1. কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল- লর্ড কার্জন
2. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী বিভক্ত হয়- ১৯০৭ সালে, সুরাট অধিবেশনে
3. কোন বংশের রাজত্বকালে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন- মৌর্য বংশ
4. সিন্ধু সভ্যতার কোথায় পশুপতির মূর্তি পাওয়া গেছে- মহেঞ্জোদারো
5. কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে নেওয়া হয়েছে- মুন্ডক উপনিষদ
6. দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল- পারুশনি
7. বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষাতে লেখা হয়েছিল- পালি
8. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে কত সালে চালু করেছিলেন- ১৮৭৮ সালে, লর্ড লিটন
9. সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন- রামপাল
10. রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য- উমাপতিধর
11. সিজদা প্রথা কে প্রবর্তন করেছিলেন- গিয়াসউদ্দিন বলবন
12. ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন- মহম্মদ বিন তুঘলক
13. প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল- ১১৯১ খ্রিষ্টাব্দে
14. চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল- শেরশাহ ও হুমায়ূন
15. কলকাতা হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৮১৭ সালে
16. কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাস করা হয়েছিল- ১৯২৯ সালে
17. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দেমাতরম গানটি দেওয়া হয়েছিল- ১৮৯৬
18. কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন- ১৯৩৮ সালে, ত্রিপুরী অধিবেশনে
19. ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করে- ইন্দো-গ্রিকরা
20. কোন শাসক জাভা ও সুমাত্রা জয় করেছিলেন- রাজেন্দ্র চোল
21. আগ্রা থেকে দিল্লিতে কে রাজধানী স্থানান্তর করেছিলেন- শাহজাহান
22. হর্ষঙ্ক বংশের শেষ রাজা নাগদশককে কে হত্যা করেছিলেন- শিশুনাগ
23. মহারাজাধিরাজ নামে কে পরিচিত ছিলেন- প্রথম চন্দ্রগুপ্ত
24. সিন্ধু সভ্যতার কোথায় নৃত্যরত মহিলা মূর্তি পাওয়া গিয়েছিল- মহেঞ্জোদারোতে
25. হরপ্পা সভ্যতার সিলমোহরগুলি প্রধানত কোন ধাতুর ছিল- স্টিটাইট
26. ভারতের প্রাচীনতম শিলা শিল্প রক শেল্টার কোথায় পাওয়া গিয়েছে- মধ্যপ্রদেশের ভীমবেটকায়
27. কালিবঙ্গান শব্দের অর্থ কি- কালো চুড়ি
28. সিন্ধু সভ্যতার দাইমাবাদ কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র
29. কে কত সালে অশোকের লিপির পাঠোদ্ধার করেন- জেমস্ প্রিন্সেপ, ১৮৩৮ সালে
30. ঋকবেদে উল্লেখিত বিতস্তা নদীর বর্তমান নাম কি- ঝিলাম
31. জৈনদের সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন- মহাবীর
32. প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল- রাজগৃহ
33. গৌতম বুদ্ধ কোথায় প্রথম তাঁর ধর্ম প্রচার করেছিলেন- সারনাথে
34. বৌদ্ধদের মোক্ষ লাভের আটটি পথকে একসঙ্গে কি বলে- অষ্টাঙ্গিক মার্গ
35. গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয়- ধর্মচক্র প্রবর্তন
36. বিনয় পিটক ও সুত্ত পিটক কোন ধর্মের ধর্মগ্রন্থ- বৌদ্ধ ধর্ম
37. বৃজি মহাজনপদের রাজধানী কোথায় ছিল- বৈশালী
38. কত খ্রীষ্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল- 326 খ্রিস্টপূর্বাব্দের
39. কোন শাসক জিন্দাপীর উপাধি পেয়েছিলেন- ঔরঙ্গজেব
40. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হিসেবে কে পরিচিত ছিলেন- আলেকজান্ডার কানিংহাম
41. নানাঘাট শিলালিপি থেকে কার কথা জানা যায়- প্রথম সাতকর্ণী
42. কোন বেদে গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায়- ঋগ্বেদ
43. সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন- ইব্রাহিম লোদি
44. ভারতে প্রথম কোন রাজ্যে রেলপথ তৈরি হয়েছিল- মহারাষ্ট্র
45. সরোজিনী নাইডু কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন- ১৯২৫ সালে, কানপুর অধিবেশনে
46. বেসিনের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল- পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে
47. অবন্তী মহাজনপদের রাজধানী কোথায় ছিল- উজ্জয়িনী
48. ইংরেজরা ভারতে প্রথম ১৬২১ খ্রীঃ কোথায় ঘাঁটি স্থাপন করেছিল- সুরাট
49. মহাবিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিলেন- দ্বিতীয় বাহাদুর শাহ
50. স্বরাজ আমার জন্মগত অধিকার- কথাটি কে বলেছিলেন- বাল গঙ্গাধর তিলক
51. কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল- পলাশীর যুদ্ধ
52. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন- লর্ড ওয়েলেসলি
53. রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল- ১৭৮৩ সালে
54. বন্দেমাতরম পত্রিকার প্রতিষ্ঠাতা কে- বিপিনচন্দ্র পাল
55. পর্তুগিজদের ভারতে প্রথম ঘাঁটি কোথায় ছিল- কালিকট (বর্তমান কোঝিকোড়)
56. কোন ভারতীয় মহিলা দ্বিতীয় গোল টেবিল বৈঠকে মহিলাদের হয়ে সভাপতিত্ব করেছিলেন- সরোজিনী নাইডু
57. স্যাডলার কমিশন কবে গঠন করা হয়- ১৯১৭ সালে
58. কোন ঘটনার পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেছিলেন- বারদৌলি সত্যাগ্রহ
59. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন- লালা হরদয়াল
60. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন- ১৯১৯ সালে
61. ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন- শ্যামজী কৃষ্ণ বর্মা
62. কোন সুলতান প্রথম রেশন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন- আলাউদ্দিন খলজি
63. মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন- দৌলতাবাদে
64. কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর নামকরণ কে করেছিলেন- সিরাজউদ্দৌলা
65. ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছিলেন- মেগাস্থিনিস
66. সিন্ধু সভ্যতার কোথায় ঘোড়ার হার পাওয়া গেছে- সুরকোটাদায়
67. সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর নগরী কোনটি- লোথাল
68. অভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে পাশ হয়- ১৮৭৬ সালে
69. ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন- লর্ড মাউন্টব্যাটেন
70. ১৯২৯ সালের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন- জওহরলাল নেহরু
71. সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠন করা হয়েছিল- ১৯২০ সালে
72. মর্লে-মিন্টো শাসন সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়েছিল- ১৯০৯ সালে
73. Independent পত্রিকার সম্পাদক কে ছিলেন- মোতিলাল নেহরু
74. বুড়িবালামের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৯১৫ সালে
75. কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাকটিকিট চালু করেন- লর্ড ডালহৌসি
76. মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল- ১৯২১ সালে
77. চম্পারণ সত্যগ্রহ কত সালে হয়েছিল- ১৯১৭ সালে
78. ইন্ডিয়া অফ মাই ড্রিমস- গ্রন্থের রচয়িতা কে- মহাত্মা গান্ধী
79. ভারতের তোতাপাখি কাকে বলা হয়- আমির খসরু
80. The Grand Old Man of India- কাকে বলা হয়- দাদাভাই নওরজি
81. বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল- ১৯০৫ সালে
82. বঙ্গভঙ্গ আন্দোলন কবে রদ করা হয়েছিল- ১২ ডিসেম্বর, ১৯১১ সালে
83. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন- লর্ড ওয়েলেসলি
84. বিদরের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৭৫৯ সালে
85. কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি অধিকার লাভ করে- ১৭৬৫ খ্রিষ্টাব্দে
86. কোন শাসক জিজিয়া কর তুলে দিয়েছিলেন- আকবর
87. এপিগ্রাফি কি বিষয়ক বিদ্যা- শিলালিপি অধ্যয়ন
88. দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল- ১৭৬৫ সালে
89. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন- ওয়ারেন হেস্টিংস
90. সত্যাগ্রহ সভা কে প্রতিষ্ঠা করেছিলেন- মহাত্মা গান্ধী
91. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন- কুমারগুপ্ত
92. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন- খান আব্দুল গফ্ফর খান
93. বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা কে- বরাহমিহির
94. শকারি উপাধি কে গ্রহণ করেছিলেন- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
95. কোন শাসককে লিচ্ছবিদৌহিত্র বলা হয়- সমুদ্রগুপ্তকে
96. সত্যশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৮৭৩ সালে
97. ভারতের প্রথম রেললাইন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন- লর্ড ডালহৌসি
98. ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়েছিল- ১৭৭০ খ্রিস্টাব্দে
99. কারেঙ্গে ইয়া মারেঙ্গে- উক্তিটি গান্ধীজীর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত- ভারতছাড়ো আন্দোলন
100. বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি- সমাচার দর্পণ
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:05
File Size:0.32MB


No comments:
Post a Comment