WBP Constable GK Practice Set- 08
![]() |
WBP Constable GK Practice Set- 08 |
WBP Constable GK Practice Set- 08
1. বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়?
A. ১৪ই মে
B. ১০ই জুলাই
C. ২০ই সেপ্টেম্বর
D. ৫ই ডিসেম্বর
2. 'Song of Forgotten Tress' সিনেমার জন্য 82nd Venice International Film Festival এ প্রথম ভারতীয় হিসেবে Orizzonti বিভাগে Best Director Award পেয়েছেন কে?
A. অনুপর্ণা রায়
B. চন্দ্রমুখী দত্ত
C. শ্বাশ্বতি মুখোপাধ্যায়
D. মীরা শেঠ
3. ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন?
A. লর্ড ক্যানিং
B. লর্ড মাউন্টব্যাটেন
C. ওয়ারেন হেস্টিংস
D. লর্ড কার্জন
4. বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতল বিবর্ণ হয়?
A. হাইড্রোজেন সালফাইড
B. কার্বন ডাই অক্সাইড
C. হিলিয়াম
D. নাইট্রোজেন
5. নিম্নের কে ভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন?
A. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
B. উমেশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায়
C. উইলিয়ম জোন্স
D. শিশিরকুমার ঘোষ
6. সূর্যের রশ্মি প্রিজমে পতিত হলে কয়টি বর্ণ দেখা যায়?
A. ৩ টি
B. ৫ টি
C. ৭ টি
D. ৯ টি
7. নব্য প্রস্তর যুগে ভারতে মানুষ কোন ধাতুর ব্যবহার জানত?
A. সোনা
B. তামা
C. লোহা
D. ব্রোঞ্জ
8. লিটল আন্দামানকে গ্রেট আন্দামান থেকে বিচ্ছিন্ন করেছে-
A. পক প্রণালী
B. ইন্দিরা পয়েন্ট
C. ডানকান প্যাসেজ
D. কোনোটিই নয়
9. বারদৌলি কৃষক বিদ্রোহ কত সালে হয়েছিল?
A. ১৯২৮ সালে
B. ১৯৩০ সালে
C. ১৯৩১ সালে
D. ১৯৩৫ সালে
10. তথ্য জানার অধিকার আইন কত সালে পাস হয়েছিল?
A. ১৯৮২ সালে
B. ১৯৮৫ সালে
C. ১৯৯২ সালে
D. ২০০৫ সালে
11. অলকানন্দা এবং ধৌলিগঙ্গার মিলিতস্থল কি নামে পরিচিত?
A. নন্দাপ্রয়াগ
B. দেবপ্রয়াগ
C. বিষ্ণুপ্রয়াগ
D. কেশবপ্রয়াগ
12. ৭১তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী কে হয়েছেন?
A. রানি মুখার্জি
B. মাধুরী দীক্ষিত
C. বিদ্যা বালান
D. আলিয়া ভাট
13. NITI Aayog কত সালে গঠন করা হয়?
A. ২০১৪ সালে
B. ২০১৫ সালে
C. ২০১৬ সালে
D. ২০১৭ সালে
14. The Broken Wings বইটির লেখক কে?
A. বিজয়লক্ষ্মী পন্ডিত
B. অ্যানি বেসান্ত
C. সরোজিনী নাইডু
D. জে. বি. কৃপালিনি
15. বেলেপাথরের রূপান্তরিত রূপ কি?
A. স্লেট
B. কোয়ার্টজাইট
C. নিস
D. মার্বেল
16. বাতাসের আর্দ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
A. ম্যানোমিটার
B. স্প্রিং যন্ত্র
C. মাইক্রোমিটার
D. হাইগ্রোমিটার
17. বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করেছে কোন দেশ?
A. রাশিয়া
B. ভারত
C. ইউক্রেন
D. জাপান
18. ভারতীয় সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে কি উল্লেখ রয়েছে?
A. স্বাধীনতার অধিকার
B. শোষণের বিরুদ্ধে অধিকার
C. ধর্মীয় স্বাধীনতার অধিকার
D. সাম্যের অধিকার
19. নিম্নের কোন রাজ্যের পূর্বে নাম ছিল মহীশূর?
A. পাটনা
B. কর্ণাটক
C. ওড়িশা
D. দিল্লি
20. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী বিভক্ত হয়?
A. ১৯০৭ সালে, সুরাট অধিবেশনে
B. ১৯০৯ সালে, লাহোর অধিবেশনে
C. ১৯১১ সালে, কলকাতা অধিবেশনে
D. ১৯১৫ সালে, বোম্বে অধিবেশনে
21. নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম পশ্চিমবাহিনী নদী?
A. মহনদী
B. তিস্তা
C. কৃষ্ণা
D. নর্মদা
22. ভারতের জাতীয় আয় সম্পন্ন হয় কার দ্বারা?
A. কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা
B. মানব উন্নয়ন সূচক
C. জাতীয় উন্নয়ন পরিষদ
D. কোনোটিই নয়
23. ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়েছিল?
A. ১৭৬৫ খ্রিস্টাব্দে
B. ১৭৬৭ খ্রিস্টাব্দে
C. ১৭৭০ খ্রিস্টাব্দে
D. ১৭৭৬ খ্রিস্টাব্দে
24. পরম স্কেল কে প্রবর্তন করেন?
A. লর্ড কেলভিন
B. রাদারফোর্ড
C. ডালটন
D. থমসন
25. Royal Bhutan Buddhist Temple এর উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে?
A. ঝাড়খন্ড
B. বিহার✓
C. ওড়িশা
D. সিকিম
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে
No. of Pages:03
No comments:
Post a Comment