Breaking




Friday, October 10, 2025

WBP কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট

WBP Constable GK Practice Set- 09 

WBP Constable GK Practice Set- 09
WBP Constable GK Practice Set- 09
Hello Students,

আজকে তোমাদের সঙ্গে WBP Constable GK Practice Set- 09 শেয়ার করছি। আগত পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের সাহায্য করবে বলে আমরা আশাবাদী। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। WBP Constable GK Practice Set- 09 PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

WBP Constable GK Practice Set- 09

1. নালি ক্ষয় কিসের মাধ্যমে সংঘটিত হয়?

A. জলপ্রবাহ 

B. বায়ুপ্রবাহ 

C. হিমবাহপ্রবাহ 

D. কোনোটিই নয়

2. বাইলাডিলা লৌহ আকরিক খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

A. ছত্তিশগড়

B. কর্ণাটক

C. অন্ধ্রপ্রদেশ

D. ওড়িশা

3. দুর্নীতি রুখতে কোন দেশে বিশ্বের প্রথম AI-Generated মন্ত্রী 'Diella meaning Sun'-কে নিয়োগ করা হয়েছে?

A. বুলজেরিয়া

B. মন্টেনিগ্ৰো

C. আলবেনিয়া

D. মেসিডোনিয়া 

4. কলকাতা হাইকোর্টের নবীনতম সার্কিট বেঞ্চ-

A. জলপাইগুড়ি বেঞ্চ

B. আলিপুরদুয়ার বেঞ্চ

C. কোচবিহার বেঞ্চ

D. বর্ধমান বেঞ্চ

5. হেমাটাইট কোন ধাতুর আকরিক?

A. তামা

B. টিন

C. লোহা

D. অ্যালুমিনিয়াম

6. কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয়?

A. বিটুমিনাস

B. লিগনাইট

C. পিট

D. অ্যানথ্রাসাইট

7. মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করে-

A. ৮° চ্যানেল

B. ৯° চ্যানেল

C. ১০° চ্যানেল

D. পক্ প্রণালী

8. গৌতম বুদ্ধ তার বাণীর প্রথম প্রচার কোথায় করেন? 

A. শ্রাবস্তি

B. বৈশালী 

C. সারনাথ

D. বোধগয়া 

9. জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন কে?

A. Sanai Takaichi

B. Kamla Harish

C. Tsai ing-wen

D. Meri Robbins

10. World Development Report বা বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা?

A. United Nations Organisation

B. Asian Development Bank

C. World Bank

D. World Trade Organisation

11. গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়?

A. অষ্টাঙ্গিক মার্গ

B. ধর্মচক্র প্রবর্তন

C. মহাপরিনির্বাণ

D. কোনোটিই নয়

12. কম্পিউটারের ক্ষেত্রে VIRUS এর পুরো নাম কি?

A. Very Intelligent Result Until Source

B. Vital Information Resource Under Siege

C. Viral Important Record User Searched

D. Very Interchanged Resource Under Siege

13. ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলা হয়?

A. স্ট্র্যাটোপজ

B. ট্রপোপজ

C. মেসোপজ

D. অ্যাস্থেনোস্ফিয়ার

14. ভারতের কোন রাজ্যে লরিঙ্গা ম্যানগ্রোভ অবস্থিত?

A. কর্ণাটক

B. অন্ধ্রপ্রদেশ

C. তামিলনাড়ু

D. অরুণাচল প্রদেশ

15. RBI এর ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হবেন?

A. স্বামীনাথন জানকিরামন

B. টি রবি শংকর

C. মহেশ কুমার জৈন

D. শিরীষ চন্দ্র মুর্মু

16. হিউয়েন সাং কার শাসনকালে ভারতে এসেছিলেন?

A. সমুদ্রগুপ্ত

B. স্কন্দগুপ্ত

C. হর্ষবর্ধন

D. প্রথম চন্দ্রগুপ্ত

17. ভারতীয় সরকারি তহবিলের অভিভাবক কে?

A. প্রধানমন্ত্রী

B. রাষ্ট্রপতি

C. কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল

D. অর্থমন্ত্রী

18. ভারতীয় সংবিধানের কোন সংশোধনী আইনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে?

A. ৫৬ তম

B. ৭৩ তম

C. ৭৪ তম

D. ৭৬ তম

19. পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৫ জিতেছেন-

A. John Clarke

B. Michel H. Devoret

C. John M. Martinis

D. All of these

20. নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গের নাম?

A. শামুক

B. আরশোলা

C. কেঁচো

D. প্ল্যানেরিয়া

21. World Tourism Day কবে পালন করা হয়?

A. ৭ মে

B. ২৮ সেপ্টেম্বর

C. ২৪ জানুয়ারি

D. ২৭ সেপ্টেম্বর

22. সিন্ধু সভ্যতায় কোন দেবতার আরাধনা করা হত?

A. সূর্য

B. পশুপতি

C. হনুমান

D. রাম

23. টোডরমল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন?

A. শাহজাহান

B. আকবর

C. বাবর

D. হুমায়ুন

24. প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি?

A. স্নায়ুকোষ

B. পেশিকোষ

C. রক্তকণিকা

D. স্টেমকোষ

25. কোন গুপ্ত সম্রাট শকদের ধ্বংস করেছিলেন?

A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত

B. শ্রীগুপ্ত

C. সমুদ্রগুপ্ত

D. প্রথম কুমারগুপ্ত

উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: WBP Constable GK Practice Set- 09
File Format: PDF
No. of Pages:03
File Size:0.34MB 

Click Here to Download

No comments:

Post a Comment