WBP Constable GK Practice Set- 10
![]() |
WBP Constable GK Practice Set- 10 |
WBP Constable GK Practice Set- 10
1. হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়?
A. মহেঞ্জদারো
B. লোথাল
C. কালিবঙ্গান
D. রোপার
2. গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ ও সুমাত্রা দ্বীপের মাঝে কোন চ্যানেল অবস্থিত?
A. গ্র্যান্ড চ্যানেল
B. ৮° চ্যানেল
C. ৯° চ্যানেল
D. ১০° চ্যানেল
3. কোন রাজ্যে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম দেখা যায়?
A. রাজস্থান
B. মধ্যপ্রদেশ
C. ওড়িশা
D. কেরালা
4. নেপালের প্রথম মহিলা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন?
A. Jayanthi Patil
B. Ujwala Singh
C. Sushila Karki
D. Shushma Nandi
5. কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল?
A. লর্ড মাউন্টব্যাটেন
B. লর্ড ডাফরিন
C. ওয়ারেন হেস্টিংস
D. লর্ড ডালহৌসি
6. International Dance Day কবে পালন করা হয়?
A. ২২শে মার্চ
B. ২৯শে এপ্রিল
C. ৫ই মে
D. ১২ই জুন
7. পটচিত্র নিম্নের কোন রাজ্যের প্রাচীন ও জনপ্রিয় শিল্পকলা?
A. ঝাড়খণ্ড
B. বিহার
C. ওড়িশা
D. আসাম
8. দক্ষিণ রেলওয়ের সদর দফতর কোথায় অবস্থিত?
A. চেন্নাই
B. বেঙ্গালুরু
C. পুনে
D. ম্যাঙ্গালোর
9. ভারতের জাতীয় জরুরি অবস্থা সংবিধানের কোন ধারার সঙ্গে সম্পর্কিত?
A. ২৭২
B. ৩৫২
C. ৩৫৪
D. ৩৬২
10. কোন রাজ্যের পূর্বে NEFA নামে পরিচিত ছিল?
A. হিমাচল প্রদেশ
B. উত্তরপ্রদেশ
C. মিজোরাম
D. অরুণাচল প্রদেশ
11. কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে?
A. মুন্ডক উপনিষদ
B. ঐতরেয় উপনিষদ
C. মুক্তিকা উপনিষদ
D. ছান্দোগ্য উপনিষদ
12. A River Sutra বইটি কার লেখা?
A. অম্বিকা মহেশ্বরী
B. বর্ণালী মৈত্র
C. ঋতিকা সিং
D. গীতা মেহেতা
13. শান্তিতে নোবেল পুরস্কার ২০২৫ কে পেয়েছেন?
A. Edmundo González
B. Maria Corina Machado
C. Corina Yoris
D. Nicolás Maduro
14. নিম্নের কোনটি সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী?
A. ফ্ল্যাজেলা
B. ইউগ্লিনা
C. হাইড্রা
D. কোনোটিই নয়
15. National Science Day কবে পালন করা হয়?
A. ২২শে ফেব্রুয়ারি
B. ২৪শে ফেব্রুয়ারি
C. ২৮ ফেব্রুয়ারি
D. ২৯শে ফেব্রুয়ারি
16. কোন সংবাদপত্রে প্রথম বয়কট ঘোষণা করা হয়েছিল?
A. সবুজপত্র
B. দিকদর্শন
C. সমাচার দর্পণ
D. সঞ্জীবনী
17. MGNREGA কত সালে চালু করা হয়েছিল?
A. ২০০০ সালে
B. ২০০৪ সালে
C. ২০০৬ সালে
D. ২০০৭ সালে
18. কোন রাজ্যকে ভারতের দুধের বালতি বলা হয়?
A. ঝাড়খণ্ড
B. হরিয়ানা
C. রাজস্থান
D. পাঞ্জাব
19. 70th Filmfare Awards 2025 এ Best Actress হিসেবে কে পেয়েছেন?
A. Alia Bhatt
B. Shraddha Kapoor
C. Nitanahi Goyal
D. Kiara Advani
20. ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
A. ৭
B. ৯২
C. ৯৫
D. ৯৭
21. নিম্নের কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়নি?
A. গঙ্গা
B. গোদাবরী
C. কাবেরী
D. মাহি
22. ভারতে কোন রাজ্যে প্রথম সবুজ বিপ্লব ঘটে?
A. রাজস্থান
B. পাঞ্জাব
C. গুজরাট
D. উত্তরপ্রদেশ
23. ভারতের প্রথম বিলিয়নিয়ার অভিনেতা কে হয়েছেন?
A. Amitabh Bachchan
B. Shah Rukh Khan
C. Salman Khan
D. Akshay Kumar
24. কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় কোন কলা থেকে?
A. পেশী কলা
B. আবরণী কলা
C. যোজক কলা
D. স্নায়ুকলা
25. নিম্নের কোনটি ভারতের একটি কৃত্রিম হ্রদ?
A. নারায়ণ সরোবর
B. সুরজ তাল
C. চন্দ্র তাল
D. হুসেন সাগর হ্রদ
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে
No. of Pages:03
No comments:
Post a Comment