WBP Constable GK Practice Set- 11
![]()  | 
| WBP Constable GK Practice Set- 11 | 
WBP Constable GK Practice Set- 11
1. জাতীয় পুলিশ দিবস কবে পালন করা হয়?
A. ৫ জুলাই
B. ১ আগস্ট
C. ১ সেপ্টেম্বর
D. ৫ অক্টোবর
2. নিম্নের কোন রাজ্যে বিধান পরিষদ নেই?
A. উত্তরপ্রদেশ
B. অন্ধ্রপ্রদেশ
C. তেলেঙ্গানা
D. মধ্যপ্রদেশ
3. পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি?
A. মলয়াদ্রি
B. সহ্যাদ্রি
C. হিমাদ্রি
D. কোনোটিই নয়
4. Bull and Bear কিসের সঙ্গে যুক্ত?
A. বিচার বিভাগীয় ব্যবস্থা
B. অর্থনীতি
C. খেলাধুলো
D. শিক্ষা ব্যবস্থা
5. অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় জল এবং লবণ উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে কি বলে?
A. প্রশমন
B. বিয়োজন
C. সংযোজন
D. কোনোটিই নয়
6. ভারতে প্রথম কোন রাজ্যে রেলপথ তৈরি হয়েছিল?
A. ওড়িশা
B. মহারাষ্ট্র
C. রাজস্থান
D. বিহার
7. ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠতম ব্যক্তি কে ছিলেন?
A. রমেশচন্দ্র দত্ত
B. আবুল কালাম আজাদ
C. গোপালকৃষ্ণ গোখলে
D. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
8. অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেছিলেন?
A. রাজা রামমোহন রায়
B. ডিরোজিও
C. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D. উইলিয়ম কেরি
9. উপকারী ছত্রাকের একটি উদাহরণ হল-
A. অ্যাসপারজিলাস
B. পাকসিনিয়া গ্রামিনিস
C. ইস্ট
D. ফুসারিয়াম
10. সংবিধানের কততম সংশোধনী দ্বারা ভোটাধিকারের বয়স ২১ থেকে ১৮ বছর করা হয়?
A. ৪২তম
B. ৬১তম
C. ৬৫তম
D. ৮৬তম
11. 70th Filmfare Awards 2025 এ Best Film Award পেয়েছে-
A. Article 370
B. Madgaon Express
C. Laapata Ladies
D. Stree 2
12. কোন নৃত্যশৈলীর নাম একটি গ্রাম থেকে সৃষ্টি হয়েছে?
A. কথাকলি
B. সাত্রিয়া
C. ওড়িশি
D. কুচিপুড়ি
13. নিম্নের কোন অ্যাসিড খাদ্য সংরক্ষণের জন্য প্রধানত ব্যবহার করা হয়?
A. টারটারিক অ্যাসিড
B. অক্সালিক অ্যাসিড
C. ফলিক অ্যাসিড
D. অ্যাসিটিক অ্যাসিড
14. কলকাতায় মেট্রোরেল কত সালে চালু হয়েছিল?
A. ১৯৫৬ সালে
B. ১৯৬২ সালে
C. ১৯৭০ সালে
D. ১৯৮৪ সালে
15. মানবদেহে মোট কত জোড়া প্রধান লালা গ্রন্থি থাকে?
A. ২ জোড়া
B. ৩ জোড়া
C. ৪ জোড়া
D. ৫ জোড়া
16. কোন দেশে প্রথমবারের মতো গৌতম বুদ্ধের পবিত্র নিদর্শন প্রদর্শিত করা হয়েছে?
A. জাপান
B. দক্ষিণ কোরিয়া
C. রাশিয়া
D. ভিয়েতনাম
17. সম্প্রতি কোন দেশ International Union for Conservation of Nature (IUCN) এর নতুন সদস্য রাষ্ট্র হয়েছে?
A. আর্মেনিয়া
B. জার্মানি
C. অস্ট্রেলিয়া
D. বলিভিয়া
18. কোন মুঘল সম্রাটের শাসনকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন?
A. হুমায়ুন
B. আকবর
C. শাহজাহান
D. জাহাঙ্গীর
19. Kuno National Park কোন রাজ্যে অবস্থিত?
A. ছত্তিশগড়
B. আসাম
C. মধ্যপ্রদেশ
D. সিকিম
20. উদ্ভিদের নমনীয়তা কোন কলার জন্য হয়?
A. কোলেনকাইমা
B. স্ক্লেরেনকাইমা
C. প্যারেনকাইমা
D. জাইলেম
21. সম্প্রতি কোন রাজ্যে লৌহ যুগের একটি সমাধিস্থলের সন্ধান পাওয়া গেছে?
A. অন্ধ্রপ্রদেশ
B. তামিলনাড়ু
C. কর্ণাটক
D. তেলেঙ্গানা
22. পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেটের রাসায়নিক সংকেত কি?
A. KMnO3
B. KMnO4--
C. KMnO2
D. KMO3
23. বাংলার অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে?
A. বীরভূম
B. কোচবিহার
C. পুরুলিয়া
D. নদীয়া
24. আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালন করা হয়?
A. ১২ই ফেব্রুয়ারি
B. ২২শে এপ্রিল
C. ২৩শে জুন
D. ২৪শে আগস্ট
25. ব্রজদা চরিত্রের স্রষ্টা কে?
A. নারায়ণ গঙ্গোপাধ্যায়
B. গৌরকিশোর ঘোষ
C. প্রেমেন্দ্র মিত্র
D. সুকুমার রায়
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে


No comments:
Post a Comment