WBP Constable GK Practice Set- 12
![]() |
| WBP Constable GK Practice Set- 12 |
WBP Constable GK Practice Set
1. জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়?
A. ১১টা থেকে ১২টা
B. ১২টা থেকে ১টা
C. ১২টা থেকে ৩টে
D. ১২টা থেকে ৬টা
2. রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A. শ্রীগুপ্ত
B. বিম্বিসার
C. দন্তিদূর্গ
D. সিমুক
3. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোন আলোতে?
A. নীল আলোতে
B. সাদা আলোতে
C. লাল আলোতে
D. সবগুলোই
4. ২০২৬ এর শীতকালীন অলিম্পিকের মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
A. P V Sindhu
B. Avinav Bindra
C. Mary Kom
D. Neeraj Chopra
5. বায়ুমন্ডলে নিম্নের কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক?
A. রেডন
B. অক্সিজেন
C. ক্লোরিন
D. আর্গন
6. অলিম্পিকের প্রতীক চিহ্নে পাঁচটি রং এর রিং এর মধ্যে কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্বকে নির্দেশ করে?
A. নীল
B. লাল
C. হলুদ
D. সবুজ
7. অশনিসংকেত গ্রন্থের রচয়িতা কে?
A. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
B. সত্যেন্দ্রনাথ দত্ত
C. সমরেশ বসু
D. শীর্ষেন্দু মুখোপাধ্যায়
8. হ্যারোড-ডোমার মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল?
A. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
B. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
C. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
D. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
9. ইংরেজরা ১৬২১ খ্রীঃ ভারতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল?
A. গোয়া
B. সুরাট
C. কালিকট
D. মাদ্রাজ
10. জাতীয় যুব দিবস কার জন্মদিনে পালন করা হয়?
A. সুভাষচন্দ্র বসু
B. স্বামী বিবেকানন্দ
C. যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
D. ক্ষুদিরাম বসু
11. কিতাব-উল-হিন্দ কার লেখা?
A. আল-বিরুনি
B. আবুল ফজল
C. গুলবদন বেগম
D. ইবন বতুতা
12. কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবী ঘোষিত হয়?
A. কলকাতা অধিবেশন
B. লখনউ অধিবেশন
C. লাহোর অধিবেশন
D. বোম্বে অধিবেশন
13. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ?
A. তৃতীয়
B. চতুর্থ
C. পঞ্চম
D. ষষ্ঠ
14. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?
A. মহম্মদ বিন তুঘলক
B. ফিরোজশাহ তুঘলক
C. আলাউদ্দীন খিলজী
D. গিয়াসউদ্দিন বলবন
15. কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর নামকরণ কে করেছিলেন?
A. সিরাজউদ্দৌলা
B. মীরকাশিম
C. মীরজাফর
D. বাহাদুর শাহ আলম
16. GATT এর পুরো নাম কি?
A. General Agreement on Tariffs and Trade
B. General Agreement of Tariffs and Trade
C. General Assembly of Transaction and Trade
D. Genuine Agreement on Tariff and Trade
17. ভারতের কোন রাজ্যে লরিঙ্গা ম্যানগ্রোভ অবস্থিত?
A. অন্ধ্রপ্রদেশ
B. তেলেঙ্গানা
C. কর্ণাটক
D. কেরালা
18. ভারতের সবুজ বিপ্লব কোন কোন ফসল উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে সফল?
A. গম ও আলু উৎপাদনে
B. আকবর
C. গম ও চাল উৎপাদনে
D. জোয়ার ও তৈলবীজ উৎপাদনে
19. প্রথম সুপ্রিম কোর্ট নির্দেশিত গঠিত কমিটিতে রূপান্তরকামী সদস্য হয়েছেন কে?
A. Akkai Padmashali
B. Sumita Sanyal
C. Ayushi Pothineni
D. Rishabhi Padmashali
20. Grand Old Man of India কাকে বলা হয়?
A. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
B. সর্দার বল্লভভাই প্যাটেল
C. দাদাভাই নওরোজি
D. জওহরলাল নেহেরু
21. ভারতে প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে?
A. ১৮৫০ সালে
B. ১৮৫৬ সালে
C. ১৮৬২ সালে
D. ১৮৭৫ সালে
22. সম্প্রতি ভারতের প্রথম কে ৮,০০০ মিটার বা তার বেশি উচ্চতার ৯টি পর্বতশৃঙ্গ জয় করেছেন?
A. Rinchin Angmo
B. Mayuk Uthappa
C. Bharat Thammineni
D. Suman Perth
23. অজাতশত্রু কোন মহাজনপদের রাজা ছিলেন?
A. মগধ
B. অবন্তী
C. বৃজি
D. গান্ধার
24. পঞ্চায়েত ব্যবস্থায় কত স্তর আছে?
A. দুই স্তর
B. তিন স্তর
C. চার স্তর
D. পাঁচ স্তর
25. নিম্নলিখিতর মধ্যে ফায়ার আইস কোনটি?
A. সোডিয়াম হাইড্রক্সাইড
B. সিলভার নাইট্রেট
C. পটাশিয়াম হাইড্রক্সাইড
D. মিথেন হাইড্রেট
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে


No comments:
Post a Comment