WBP Constable GK Practice Set- 14
![]() |
| WBP Constable GK Practice Set- 14 |
WBP Constable GK Practice Set
1. ভারতীয় অর্থনীতি সংস্কারের জনক কাকে বলা হয়?
A. অ্যাডাম স্মিথ
B. কৌটিল্য
C. আর্যভট্ট
D. পি ভি নরসিংহ রাও
2. সোনার ভেড়ার লোমের দেশ কাকে বলে?
A. স্কটল্যান্ড
B. ব্রাজিল
C. দক্ষিণ আফ্রিকা
D. অস্ট্রেলিয়া
3. ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন?
A. লর্ড ক্যানিং
B. লর্ড মাউন্টব্যাটেন
C. ওয়ারেন হেস্টিংস
D. লর্ড কার্জন
4. Commonwealth Weightlifting Championships 2025 এ Men's 79kg ক্যাটাগরিতে সোনার মেডেল জিতেছেন কে?
A. Ajaya Babu Valluri
B. Nikhil Trivedi
C. Avinash Dinda
D. Vijay Pandey
5. ভারতের প্রথম এবং একমাত্র নেকড়ে সংরক্ষাণাগার কোন রাজ্যে অবস্থিত?
A. বিহার
B. ওড়িশা
C. ছত্তিশগড়
D. ঝাড়খণ্ড
6. সাইবেরিয়ার মুক্তা নামে পরিচিত কোন হ্রদ?
A. বৈকাল হ্রদ
B. ডাল হ্রদ
C. পুলিকট
D. উলার
7. বন্দেমাতরম পত্রিকার প্রতিষ্ঠাতা কে?
A. নবগোপাল মিত্র
B. বিপিনচন্দ্র পাল
C. মোতিলাল নেহরু
D. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
8. Sky river কোন নদীকে বলা হয়?
A. ব্রহ্মপুত্র
B. তিস্তা
C. মহানন্দা
D. নর্মদা
9. ভারতীয় সংবিধানের কোন সংশোধনী আইনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে?
A. ৫৬ তম
B. ৭৪ তম
C. ৭৩ তম
D. ৭৬ তম
10. সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হয়েছে-
A. নিউ দিল্লি
B. লাহোর
C. কলকাতা
D. বাগদাদ
11. The Broken Wing: Songs of Love, Death & Destiny, 1915-1916 বইটির লেখক কে?
A. বিজয়লক্ষ্মী পন্ডিত
B. অ্যানি বেসান্ত
C. সরোজিনী নাইডু
D. জে. বি. কৃপালিনি
12. নিউটনের কোন গতিসূত্রের নীতি দ্বারা রকেট উৎক্ষেপণ করা হয়?
A. প্রথম গতিসূত্র
B. দ্বিতীয় গতিসূত্র
C. তৃতীয় গতিসূত্র
D. কোনোটিই নয়
13. ভারতের প্রথম কোন রাজ্য দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স শিক্ষা বাধ্যতামূলক করেছে?
A. কর্ণাটক
B. কেরালা
C. অন্ধ্রপ্রদেশ
D. মধ্যপ্রদেশ
14. কোন ভারতীয় মহিলা দ্বিতীয় গোল টেবিল বৈঠকে মহিলাদের হয়ে সভাপতিত্ব করেছিলেন?
A. সুচেতা কৃপালিনী
B. সরোজিনী নাইডু
C. প্রতিভা প্যাটেল
D. বিজয়লক্ষী পন্ডিত
15. Human Development Index 2025-এ ভারতের স্থান কততম?
A. ১২১তম
B. ১২৮তম
C. ১৩০ তম
D. ১৩৫তম
16. ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে?
A. এম. ফতিমা বিবি
B. আন্না চন্ডী
C. সুচেতা কৃপালিনী
D. লক্ষীকৃষ্ণ ঝা
17. গ্যাসীয় পদার্থের চাপ মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার হয়?
A. ম্যানোমিটার
B. ক্রোনোমিটার
C. হাইড্রোমিটার
D. ব্যারোমিটার
18. ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ভারতের প্রথম কারা এসেছিল?
A. ডাচ
B. পর্তুগিজ
C. ফরাসি
D. ওলন্দাজ
19. কোন রাজ্যের Bathukamma Festival দুটি Guinness World Record পেয়েছে?
A. ঝাড়খণ্ড
B. বিহার
C. তেলেঙ্গানা
D. কেরালা
20. সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা- স্লোগানটি কে দিয়েছেন?
A. লাল বাহাদুর শাস্ত্রী
B. মহাত্মা গান্ধী
C. মহম্মদ ইকবাল
D. সুভাষচন্দ্র বসু
21. GST Day কবে পালন করা হয়?
A. ১লা জুলাই
B. ২রা অগাস্ট
C. ৩রা নভেম্বর
D. ৮ই ডিসেম্বর
22. নিম্নের কোন বিষয়ের উপর একটি পরিবাহীর রোধ নির্ভর করে না?
A. পরিবাহীর দৈর্ঘ্য
B. পরিবাহীর তাপমাত্রা
C. পরিবাহীর ক্ষেত্রফল
D. পরিবাহীর চাপ
23. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্প শুরু হয়েছিল?
A. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
B. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
C. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
D. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
24. ইন্ডিয়া অফ মাই ড্রিমস গ্রন্থের রচয়িতা কে?
A. সুভাষচন্দ্র বসু
B. মহাত্মা গান্ধী
C. রাসবিহারী বসু
D. রাজা রামমোহন রায়
25. সম্প্রতি ক্রিকেটে নাইটহুড উপাধি কে পেলেন?
A. Kane Williamson
B. James Anderson
C. Ben Stokes
D. Steve Smith
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে


No comments:
Post a Comment