WBP Constable GK Practice Set- 16
![]() |
| WBP Constable GK Practice Set- 16 |
WBP Constable GK Practice Set
1. কোন রাজ্যে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ⓐ গুজরাটে
ⓑ মধ্যপ্রদেশে
ⓒ রাজস্থানে
ⓓ মহারাষ্ট্রে
2. ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন?
ⓐ চন্দ্রগুপ্ত
ⓑ কণিষ্ক
ⓒ কুতুবউদ্দিন আইবক
ⓓ মহম্মদ বিন তুঘলক
3. ডেকানট্রাপ কোন শিলায় গঠিত হয়?
ⓐ গ্রানাইট শিলায়
ⓑ ব্যাসল্ট শিলায়
ⓒ রূপান্তরিত শিলা
ⓓ পাললিক শিলা
4. বিশ্বের একমাত্র floating national park কোনটি?
ⓐ Keibul Lamjao National Park
ⓑ Keoladeo National Park
ⓒ Jim Corbett National Park
ⓓ Periyar National Park
5. কত সালে উডের নির্দেশনামা প্রকাশিত হয়েছিল?
ⓐ ১৮১৯ সালে
ⓑ ১৮৫৪ সালে
ⓒ ১৮৬৭ সালে
ⓓ ১৮৭৮ সালে
6. ছন্দের জাদুকর কাকে বলা হয়?
ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓑ সুকুমার রায়
ⓒ মতি নন্দী
ⓓ সত্যেন্দ্রনাথ দত্ত
7. ভারতের সবচেয়ে পুরনো লৌহ-ইস্পাত কারখানা কোনটি?
ⓐ IISCO
ⓑ TISCO
ⓒ SAIL
ⓓ ESL
8. ওখা বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ⓐ ছত্তিশগড়
ⓑ হরিয়ানা
ⓒ গুজরাট
ⓓ মহারাষ্ট্র
9. মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
ⓐ ১৯০৬ সালে
ⓑ ১৯১৫ সালে
ⓒ ১৯২৯ সালে
ⓓ ১৯৩৫ সালে
10. নিম্নের কোনটি বৃহত্তম হিমবাহ?
ⓐ সিয়াচেন
ⓑ গঙ্গোত্রী
ⓒ জেমু
ⓓ বিয়ার্ডমোর
11. ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ⓐ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
ⓑ কাজী নজরুল ইসলাম
ⓒ হরিশচন্দ্র মুখোপাধ্যায়
ⓓ ঈশ্বরচন্দ্র গুপ্ত
12. জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালন করা হয়?
ⓐ ১০ই ফেব্রুয়ারি
ⓑ ২৪শে এপ্রিল
ⓒ ২২শে জুন
ⓓ ১৪ই আগস্ট
13. হোমরুল লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ⓐ ১৯১১ সালে
ⓑ ১৯১৬ সালে
ⓒ ১৯২৪ সালে
ⓓ ১৯৩৫ সালে
14. বিশ্বের প্রথম ওম আকারের মন্দির ভারতের কোন রাজ্যে তৈরি করা হয়েছে?
ⓐ বিহার
ⓑ রাজস্থান
ⓒ গুজরাট
ⓓ কেরালা
15. হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল?
ⓐ ১৫৪৫ সালে
ⓑ ১৫৭৬ সালে
ⓒ ১৫৮৯ সালে
ⓓ ১৫৯৫ সালে
16. হুতুমপ্যাঁচা ছদ্মনামে কে পরিচিত?
ⓐ কালীপ্রসন্ন সিংহ
ⓑ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ⓒ সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়
ⓓ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
17. আইহোল প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়?
ⓐ গৌতমীপুত্র সাতকর্ণী
ⓑ শশাঙ্ক
ⓒ দ্বিতীয় পুলকেশী
ⓓ কনিষ্ক
18. রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান কে?
ⓐ মুখ্যমন্ত্রী
ⓑ রাজ্যপাল
ⓒ হাইকোর্টের প্রধান বিচারপতি
ⓓ এদের কেউই নন
19. কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?
ⓐ দাক্ষিণাত্য মালভূমি
ⓑ মালওয়া মালভূমি
ⓒ ডেকান মালভূমি
ⓓ পামির মালভূমি
20. বিহারে চম্পারন সত্যাগ্রহ কত সালে হয়েছিল?
ⓐ ১৯১৭ সালে
ⓑ ১৯২৮ সালে
ⓒ ১৯৩২ সালে
ⓓ ১৯৩৮ সালে
21. গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল?
ⓐ রেলপথ স্থাপন
ⓑ ভারতের অর্থনীতি
ⓒ ব্যবসা-বাণিজ্যের প্রসার
ⓓ নগর প্রতিষ্ঠা
22. প্রতিবছরের কবে National Cancer Awareness Day পালন করা হয়?
ⓐ ১০ই মে
ⓑ ১৬ই জুলাই
ⓒ ২৫শে সেপ্টেম্বর
ⓓ ৭ অক্টোবর
23. সাহিত্যে নোবেল পুরস্কার ২০২৫ পেয়েছেন কে?
ⓐ J.K. Rowling
ⓑ László Krasznahorkai
ⓒ Sarah Waters
ⓓ Carlos Ruiz Zafón
24. মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত?
ⓐ ১২টি
ⓑ ১২ জোড়া
ⓒ ৪৬টি
ⓓ ২৪ জোড়া
25. মিউটেশন তত্ত্বের জনক কে?
ⓐ উইলিয়াম হার্ভে
ⓑ কার্ল ল্যান্ডস্টেইনার
ⓒ ডারউইন
ⓓ হুগো দ্য ভ্রিস
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে


No comments:
Post a Comment