Breaking




Thursday, November 13, 2025

WBP কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট

WBP Constable GK Practice Set- 16 

WBP Constable GK Practice Set- 16
WBP Constable GK Practice Set- 16
Hello Students,

আজকে তোমাদের সঙ্গে WBP Constable GK Practice Set- 16 শেয়ার করছি। আগত পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের সাহায্য করবে বলে আমরা আশাবাদী। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। WBP Constable GK Practice Set- 16 PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

WBP Constable GK Practice Set

1. কোন রাজ্যে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? 

ⓐ গুজরাটে

ⓑ মধ্যপ্রদেশে

ⓒ রাজস্থানে 

ⓓ মহারাষ্ট্রে 

2. ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন?

ⓐ চন্দ্রগুপ্ত 

ⓑ কণিষ্ক 

ⓒ কুতুবউদ্দিন আইবক 

ⓓ মহম্মদ বিন তুঘলক

3. ডেকানট্রাপ কোন শিলায় গঠিত হয়?

ⓐ গ্রানাইট শিলায় 

ⓑ ব্যাসল্ট শিলায় 

ⓒ রূপান্তরিত শিলা

ⓓ পাললিক শিলা

4. বিশ্বের একমাত্র floating national park কোনটি?

ⓐ Keibul Lamjao National Park

ⓑ Keoladeo National Park 

ⓒ Jim Corbett National Park

ⓓ Periyar National Park

5. কত সালে উডের নির্দেশনামা প্রকাশিত হয়েছিল? 

ⓐ ১৮১৯ সালে

ⓑ ১৮৫৪ সালে

ⓒ ১৮৬৭ সালে

ⓓ ১৮৭৮ সালে

6. ছন্দের জাদুকর কাকে বলা হয়?

ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর 

ⓑ সুকুমার রায় 

ⓒ মতি নন্দী 

ⓓ সত্যেন্দ্রনাথ দত্ত

7. ভারতের সবচেয়ে পুরনো লৌহ-ইস্পাত কারখানা কোনটি?

ⓐ IISCO 

ⓑ TISCO

ⓒ SAIL 

ⓓ ESL

8. ওখা বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ⓐ ছত্তিশগড়

ⓑ হরিয়ানা 

ⓒ গুজরাট

ⓓ মহারাষ্ট্র 

9. মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

ⓐ ১৯০৬ সালে

ⓑ ১৯১৫ সালে

ⓒ ১৯২৯ সালে

ⓓ ১৯৩৫ সালে

10. নিম্নের কোনটি বৃহত্তম হিমবাহ?

ⓐ সিয়াচেন

ⓑ গঙ্গোত্রী

ⓒ জেমু

ⓓ বিয়ার্ডমোর

11. ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ⓐ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

ⓑ কাজী নজরুল ইসলাম

ⓒ হরিশচন্দ্র মুখোপাধ্যায়

ⓓ ঈশ্বরচন্দ্র গুপ্ত

12. জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালন করা হয়?

ⓐ ১০ই ফেব্রুয়ারি

ⓑ ২৪শে এপ্রিল

ⓒ ২২শে জুন

ⓓ ১৪ই আগস্ট

13. হোমরুল লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?

ⓐ ১৯১১ সালে

ⓑ ১৯১৬ সালে

ⓒ ১৯২৪ সালে

ⓓ ১৯৩৫ সালে

14. বিশ্বের প্রথম ওম আকারের মন্দির ভারতের কোন রাজ্যে তৈরি করা হয়েছে?

ⓐ বিহার

ⓑ রাজস্থান

ⓒ গুজরাট

ⓓ কেরালা

15. হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল?

ⓐ ১৫৪৫ সালে 

ⓑ ১৫৭৬ সালে

ⓒ ১৫৮৯ সালে 

ⓓ ১৫৯৫ সালে

16. হুতুমপ্যাঁচা ছদ্মনামে কে পরিচিত?

ⓐ কালীপ্রসন্ন সিংহ

ⓑ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

ⓒ সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় 

ⓓ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

17. আইহোল প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়?

ⓐ গৌতমীপুত্র সাতকর্ণী

ⓑ শশাঙ্ক 

ⓒ দ্বিতীয় পুলকেশী 

ⓓ কনিষ্ক

18. রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান কে?

ⓐ মুখ্যমন্ত্রী

ⓑ রাজ্যপাল

ⓒ হাইকোর্টের প্রধান বিচারপতি

ⓓ এদের কেউই নন

19. কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?

ⓐ দাক্ষিণাত্য মালভূমি

ⓑ মালওয়া মালভূমি

ⓒ ডেকান মালভূমি

ⓓ পামির মালভূমি 

20. বিহারে চম্পারন সত্যাগ্রহ কত সালে হয়েছিল?

ⓐ ১৯১৭ সালে

ⓑ ১৯২৮ সালে

ⓒ ১৯৩২ সালে

ⓓ ১৯৩৮ সালে

21. গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল?

ⓐ রেলপথ স্থাপন

ⓑ ভারতের অর্থনীতি

ⓒ ব্যবসা-বাণিজ্যের প্রসার

ⓓ নগর প্রতিষ্ঠা

22. প্রতিবছরের কবে National Cancer Awareness Day পালন করা হয়?

ⓐ ১০ই মে

ⓑ ১৬ই জুলাই

ⓒ ২৫শে সেপ্টেম্বর

ⓓ ৭ অক্টোবর

23. সাহিত্যে নোবেল পুরস্কার ২০২৫ পেয়েছেন কে?

ⓐ J.K. Rowling

ⓑ László Krasznahorkai

ⓒ Sarah Waters

ⓓ Carlos Ruiz Zafón

24. মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত?

ⓐ ১২টি

ⓑ ১২ জোড়া

ⓒ ৪৬টি

ⓓ ২৪ জোড়া

25. মিউটেশন তত্ত্বের জনক কে?

ⓐ উইলিয়াম হার্ভে 

ⓑ কার্ল ল্যান্ডস্টেইনার 

ⓒ ডারউইন 

ⓓ হুগো দ্য ভ্রিস

উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: WBP Constable GK Practice Set- 16
File Format: PDF
No. of Pages:03
File Size:0.37MB

No comments:

Post a Comment