Breaking




Tuesday, November 18, 2025

WBP কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট

WBP Constable GK Practice Set- 17 

WBP Constable GK Practice Set- 17
WBP Constable GK Practice Set- 17
Hello Students,

আজকে তোমাদের সঙ্গে WBP Constable GK Practice Set- 17 শেয়ার করছি। আগত পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের সাহায্য করবে বলে আমরা আশাবাদী। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। WBP Constable GK Practice Set- 17 PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

WBP Constable GK Practice Set

1. কোন দেশের রাজধানীর সংখ্যা তিনটি?

ⓐ দক্ষিণ আফ্রিকা

ⓑ নিউজিল্যান্ড

ⓒ প্যারাগুয়ে

ⓓ মার্কিন যুক্তরাষ্ট্র 

2. Singalila National Park পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

ⓐ কোচবিহার

ⓑ জলপাইগুড়ি

ⓒ আলিপুরদুয়ার

ⓓ দার্জিলিং

3. সূর্যসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে?

ⓐ বাণভট্ট

ⓑ বিষ্ণু শর্মা

ⓒ আর্যভট্ট

ⓓ কৌটিল্য

4. হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে কি বলে?

ⓐ Anthropology

ⓑ Physiology

ⓒ Cardiology

ⓓ Hematology

5. কোন দেশ ভারতে প্রথম রাষ্ট্রদূত নিযুক্ত করতে চলেছে?

ⓐ আফগানিস্তান

ⓑ ওমান 

ⓒ কাতার 

ⓓ আর্মেনিয়া

6. মেকলে মিনিট কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়?

ⓐ ১৮২১ খ্রিস্টাব্দে

ⓑ ১৮৩৫ খ্রিস্টাব্দে

ⓒ ১৮৪২ খ্রিস্টাব্দে

ⓓ ১৮৫৫ খ্রিস্টাব্দে

7. জীবাশ্ম উদ্ভিদ সংক্রান্ত বিদ্যা কোনটি?

ⓐ ইকোলজি

ⓑ প্যালিওনটোলজি

ⓒ প্যালিওবোটানি

ⓓ পেডোলজি

8. ইংরেজরা ১৬২১ খ্রীঃ ভারতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল?

ⓐ গোয়া

ⓑ সুরাট

ⓒ কালিকট

ⓓ মাদ্রাজ 

9. IUCN এর দ্বারা ভারতের একমাত্র কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 'Good' রেটিং পেয়েছে?

ⓐ কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক

ⓑ কাজিরাঙা জাতীয় উদ্যান 

ⓒ সুন্দরবন 

ⓓ নন্দাদেবী জাতীয় উদ্যান

10. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ⓐ বিম্বিসার

ⓑ শিশুনাগ

ⓒ শ্রীগুপ্ত

ⓓ সিমুক

11. ব্যাকক্রল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

ⓐ সাঁতার

ⓑ বেসবল

ⓒ কবাডি

ⓓ টেনিস

12. প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়?

ⓐ ১৯২৩ সালে

ⓑ ১৯৩৬ সালে

ⓒ ১৯৫১ সালে

ⓓ ১৯৭০ সালে

13. পিত্তরস কোথা থেকে ক্ষরিত হয়?

ⓐ ক্ষুদ্রান্ত

ⓑ অগ্নাশয়

ⓒ যকৃত

ⓓ পিত্তাশয়

14. ভারতীয় পার্লামেন্টের কক্ষ কয়টি?

ⓐ একটি

ⓑ দুটি

ⓒ তিনটি

ⓓ চারটি

15. ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কোন দেশ?

ⓐ নেপাল 

ⓑ বলিভিয়া 

ⓒ ফ্রান্স

ⓓ ডেনমার্ক

16. সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন?

ⓐ গোপাল

ⓑ রামপাল

ⓒ দেবপাল

ⓓ ধর্মপাল

17. নিম্নের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে?

ⓐ প্ল্যাটিপাস

ⓑ হেজহগ 

ⓒ ক্যাঙ্গারু 

ⓓ লরিস

18. নৌটঙ্কি কোন রাজ্যের নৃত্য?

ⓐ উত্তরপ্রদেশ

ⓑ তেলেঙ্গানা 

ⓒ ছত্তিশগড়

ⓓ পাঞ্জাব

19. নিম্নের কোনটি ভারতের একটি কৃত্রিম হ্রদ?

ⓐ নারায়ণ সরোবর 

ⓑ সুরজ তাল 

ⓒ হুসেন সাগর হ্রদ

ⓓ চন্দ্র তাল 

20. ওয়ারলি চিত্রকলা প্রধানত নিম্নের কোন রাজ্যে জনপ্রিয়?

ⓐ রাজস্থান 

ⓑ মহারাষ্ট্র

ⓒ পাঞ্জাব 

ⓓ উত্তরপ্রদেশ

21. UNESCO Creative Cities Network 2025 এ ভারতের মোট শহরের সংখ্যা কত?

ⓐ ৫টি 

ⓑ ৬টি 

ⓒ ৯টি

ⓓ ১১টি

22. বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয়? 

ⓐ ১৮ই এপ্রিল

ⓑ ১৫ই জুন 

ⓒ ২২শে আগস্ট 

ⓓ ২৫শে নভেম্বর

23. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন?

ⓐ ৫০ দিন

ⓑ ৬০ দিন

ⓒ ৮০ দিন

ⓓ ১২০ দিন

24. চুল ও নখে কোন প্রোটিন থাকে?

ⓐ কেরাটিন

ⓑ বায়োটিন 

ⓒ কোলাজেন 

ⓓ গ্লোবিউলিন

25. ISRO কত সালে মঙ্গলযান-২ লঞ্চ করার ঘোষণা করেছে?

ⓐ ২০২৭ সালে 

ⓑ ২০২৯ সালে 

ⓒ ২০৩০ সালে

ⓓ ২০৩২ সালে

উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: WBP Constable GK Practice Set- 17
File Format: PDF
No. of Pages:03
File Size:0.34MB

No comments:

Post a Comment