WBP Constable GK Practice Set- 17
![]() |
| WBP Constable GK Practice Set- 17 |
WBP Constable GK Practice Set
1. কোন দেশের রাজধানীর সংখ্যা তিনটি?
ⓐ দক্ষিণ আফ্রিকা
ⓑ নিউজিল্যান্ড
ⓒ প্যারাগুয়ে
ⓓ মার্কিন যুক্তরাষ্ট্র
2. Singalila National Park পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
ⓐ কোচবিহার
ⓑ জলপাইগুড়ি
ⓒ আলিপুরদুয়ার
ⓓ দার্জিলিং
3. সূর্যসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে?
ⓐ বাণভট্ট
ⓑ বিষ্ণু শর্মা
ⓒ আর্যভট্ট
ⓓ কৌটিল্য
4. হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে কি বলে?
ⓐ Anthropology
ⓑ Physiology
ⓒ Cardiology
ⓓ Hematology
5. কোন দেশ ভারতে প্রথম রাষ্ট্রদূত নিযুক্ত করতে চলেছে?
ⓐ আফগানিস্তান
ⓑ ওমান
ⓒ কাতার
ⓓ আর্মেনিয়া
6. মেকলে মিনিট কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়?
ⓐ ১৮২১ খ্রিস্টাব্দে
ⓑ ১৮৩৫ খ্রিস্টাব্দে
ⓒ ১৮৪২ খ্রিস্টাব্দে
ⓓ ১৮৫৫ খ্রিস্টাব্দে
7. জীবাশ্ম উদ্ভিদ সংক্রান্ত বিদ্যা কোনটি?
ⓐ ইকোলজি
ⓑ প্যালিওনটোলজি
ⓒ প্যালিওবোটানি
ⓓ পেডোলজি
8. ইংরেজরা ১৬২১ খ্রীঃ ভারতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল?
ⓐ গোয়া
ⓑ সুরাট
ⓒ কালিকট
ⓓ মাদ্রাজ
9. IUCN এর দ্বারা ভারতের একমাত্র কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 'Good' রেটিং পেয়েছে?
ⓐ কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক
ⓑ কাজিরাঙা জাতীয় উদ্যান
ⓒ সুন্দরবন
ⓓ নন্দাদেবী জাতীয় উদ্যান
10. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ⓐ বিম্বিসার
ⓑ শিশুনাগ
ⓒ শ্রীগুপ্ত
ⓓ সিমুক
11. ব্যাকক্রল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
ⓐ সাঁতার
ⓑ বেসবল
ⓒ কবাডি
ⓓ টেনিস
12. প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়?
ⓐ ১৯২৩ সালে
ⓑ ১৯৩৬ সালে
ⓒ ১৯৫১ সালে
ⓓ ১৯৭০ সালে
13. পিত্তরস কোথা থেকে ক্ষরিত হয়?
ⓐ ক্ষুদ্রান্ত
ⓑ অগ্নাশয়
ⓒ যকৃত
ⓓ পিত্তাশয়
14. ভারতীয় পার্লামেন্টের কক্ষ কয়টি?
ⓐ একটি
ⓑ দুটি
ⓒ তিনটি
ⓓ চারটি
15. ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কোন দেশ?
ⓐ নেপাল
ⓑ বলিভিয়া
ⓒ ফ্রান্স
ⓓ ডেনমার্ক
16. সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন?
ⓐ গোপাল
ⓑ রামপাল
ⓒ দেবপাল
ⓓ ধর্মপাল
17. নিম্নের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে?
ⓐ প্ল্যাটিপাস
ⓑ হেজহগ
ⓒ ক্যাঙ্গারু
ⓓ লরিস
18. নৌটঙ্কি কোন রাজ্যের নৃত্য?
ⓐ উত্তরপ্রদেশ
ⓑ তেলেঙ্গানা
ⓒ ছত্তিশগড়
ⓓ পাঞ্জাব
19. নিম্নের কোনটি ভারতের একটি কৃত্রিম হ্রদ?
ⓐ নারায়ণ সরোবর
ⓑ সুরজ তাল
ⓒ হুসেন সাগর হ্রদ
ⓓ চন্দ্র তাল
20. ওয়ারলি চিত্রকলা প্রধানত নিম্নের কোন রাজ্যে জনপ্রিয়?
ⓐ রাজস্থান
ⓑ মহারাষ্ট্র
ⓒ পাঞ্জাব
ⓓ উত্তরপ্রদেশ
21. UNESCO Creative Cities Network 2025 এ ভারতের মোট শহরের সংখ্যা কত?
ⓐ ৫টি
ⓑ ৬টি
ⓒ ৯টি
ⓓ ১১টি
22. বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয়?
ⓐ ১৮ই এপ্রিল
ⓑ ১৫ই জুন
ⓒ ২২শে আগস্ট
ⓓ ২৫শে নভেম্বর
23. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
ⓐ ৫০ দিন
ⓑ ৬০ দিন
ⓒ ৮০ দিন
ⓓ ১২০ দিন
24. চুল ও নখে কোন প্রোটিন থাকে?
ⓐ কেরাটিন
ⓑ বায়োটিন
ⓒ কোলাজেন
ⓓ গ্লোবিউলিন
25. ISRO কত সালে মঙ্গলযান-২ লঞ্চ করার ঘোষণা করেছে?
ⓐ ২০২৭ সালে
ⓑ ২০২৯ সালে
ⓒ ২০৩০ সালে
ⓓ ২০৩২ সালে
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে


No comments:
Post a Comment