ভারতের নদনদী | Rivers of India | GK PDF in Bengali
![]() |
| ভারতের নদনদী | Rivers of India | GK PDF in Bengali |
ভারতের নদনদী সম্পর্কিত প্রশ্নোত্তর
1. ভারতের নদনদীকে প্রধানত কটি ভাগে ভাগ করা হয়?
A. দুই ভাগে
B. তিন ভাগে
C. চার ভাগে
D. পাঁচ ভাগে
2. নিম্নের কোন নদী বরফ গলা জলে পুষ্ট নয়?
A. তিস্তা
B. গঙ্গা
C. জলঢাকা
D. সুবর্ণরেখা
3. নদীর কোন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়?
A. উচ্চগতিতে
B. মধ্যগতিতে
C. নিম্নগতিতে
D. কোনোটিই নয়
4. কোন নদীটি ভারতের দীর্ঘতম পশ্চিমবাহিনী নদী?
A. মহনদী
B. তিস্তা
C. কৃষ্ণা
D. নর্মদা
5. নিম্নের কোনটি গঙ্গার উপনদী নয়?
A. ঘর্ঘরা
B. গোমতী
C. মাতলা
D. যমুনা
6. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি?
A. দামোদর
B. মহানদী
C. কাবেরী
D. কৃষ্ণা
7. নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ কোনটি?
A. মন্থকূপ
B. পলল শঙ্কু
C. প্লাবনভূমি
D. নদী বাঁক
8. বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে?
A. দামোদর
B. কোশি
C. তিস্তা
D. মহানদী
9. মঞ্জিরা কোন নদীর উপনদী?
A. দামোদর
B. মহানদী
C. গোদাবরী
D. সুবর্ণরেখা
10. নিম্নের কোন নদীর মোহনায় ব-দ্বীপ সৃষ্টি হয় না?
A. মহানদী
B. কাবেরী
C. নর্মদা
D. জলঢাকা
11. কোন নদীকে অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয়?
A. গোদাবরী
B. ব্রহ্মপুত্র
C. পেরিয়ার
D. কাবেরী
12. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়?
A. মোহনা
B. দোয়াব
C. ব-দ্বীপ
D. মগ্নচড়া
13. Sky river কোন নদীকে বলা হয়?
A. ব্রহ্মপুত্র
B. গোদাবরী
C. মহানন্দা
D. নর্মদা
14. Salal Dam কোন নদীর ওপর নির্মিত?
A. চেনাব
B. ঝিলাম
C. শতদ্রু
D. কৃষ্ণা
15. চেমায়ুংদুং হিমবাহ থেকে নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি হয়েছে?
A. ব্রহ্মপুত্র
B. তিস্তা
C. যমুনা
D. কাবেরী
16. ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি?
A. দামোদর ভ্যালি কর্পোরেশন
B. মালপ্রভা পরিকল্পনা
C. শিবসমুদ্রম পরিকল্পনা
D. কোনোটিই নয়
17. নিম্নের কোনটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ নয়?
A. লুনি
B. মহানদী
C. ঘর্ঘরা
D. মেধা
18. নাসিক কোন নদীর তীরে অবস্থিত?
A. সবরমতি
B. সরযূ
C. গঙ্গা
D. গোদাবরী
19. কাল্লানাই বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
A. কাবেরী
B. তাপ্তি
C. ইন্দ্রাবতী
D. বরাকর
20. পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
A. শতদ্রু
B. নর্মদা
C. কাবেরী
D. দামোদর
21. নিম্নের কোনটি নর্মদা নদীর উপনদী?
A. বরাকর
B. তুঙ্গভদ্রা
C. বাঙ্গের
D. তিস্তা
22. চাচাই জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
A. বিহাদ
B. নর্মদা
C. কাবেরী
D. তাপ্তি
23. নিম্নের কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়নি?
A. গঙ্গা
B. গোদাবরী
C. কাবেরী
D. মাহি
24. ওড়িশা রাজ্যের বৃহত্তম নদী কোনটি?
A. জলঢাকা
B. কাবেরী
C. মহানদী
D. কৃষ্ণা
25. সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
A. ঝাড়খন্ড
B. ওড়িশা
C. উত্তরপ্রদেশ
D. কর্ণাটক
26. ত্রিকুট পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
A. নর্মদা
B. ময়ূরাক্ষী
C. গোদাবরী
D. দামোদর
27. কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে?
A. তোর্সা
B. মাহি
C. সুবর্ণরেখা
D. জলঢাকা
28. কাবেরী নদীর উৎস কোন রাজ্য?
A. মধ্যপ্রদেশ
B. ওড়িশা
C. কর্ণাটক
D. তেলেঙ্গানা
29. ধুয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত?
A. নর্মদা
B. দামোদর
C. জলঢাকা
D. গোদাবরী
30. সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী?
A. দামোদর
B. গোদাবরী
C. নর্মদা
D. কাবেরী
31. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
A. কৃষ্ণা
B. নর্মদা
C. কাবেরী
D. তাপ্তি
32. কোন নদীর অপর নাম শাল নদী?
A. কোপাই নদী
B. ময়ূরাক্ষী
C. রূপনারায়ণ
D. গন্ডক
33. নদীর কোন কার্যের ফলে V আকৃতির উপত্যকা ও গিরিখাত গঠিত হয়?
A. ক্ষয় কার্য
B. সঞ্চয় কার্য
C. বহন কার্য
D. কোনোটিই নয়
34. মানস কোন নদীর উপনদী?
A. গঙ্গা
B. সিন্ধু
C. ব্রহ্মপুত্র
D. মহানদী
35. অমরাবতী কোন নদীর তীরে অবস্থিত?
A. কৃষ্ণা
B. কাবেরী
C. মহানদী
D. গোদাবরী
36. রিহান্দ বাঁধ কোন রাজ্যে অবস্থিত?
A. হিমাচলপ্রদেশ
B. উত্তরপ্রদেশ
C. ওড়িশা
D. মহারাষ্ট্র
37. নিম্নের কোন বাঁধটি ভাগীরথী নদীর উপর অবস্থিত?
A. তেহরি বাঁধ
B. উকাই বাঁধ
C. সর্দার সরোবর বাঁধ
D. হীরাকুদ বাঁধ
38. দেবপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থল?
A. ভাগীরথী ও হুগলি
B. অলকানন্দা ও ভাগীরথী
C. অলকানন্দা ও মন্দাকিনী
D. ময়ূরাক্ষী ও অলকানন্দা
39. সুবর্ণরেখা নদীর উৎপত্তিস্থল -
A. মহীশূর মালভূমি
B. মালওয়া মালভূমি
C. ছোটনাগপুর মালভূমি
D. কোনোটিই নয়
40. চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
A. চম্বল
B. নর্মদা
C. কৃষ্ণা
D. ইন্দ্রাবতী
41. যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
A. কাবেরী
B. সবরমতী
C. শরাবতী
D. নর্মদা
42. মুসী নদীর তীরবর্তী শহর কোনটি?
A. হায়দ্রাবাদ
B. মাদুরাই
C. কটক
D. সম্বলপুর
43. Mettur Dam কোন নদীর তীরে অবস্থিত?
A. কাবেরী
B. ইন্দ্রাবতী
C. চম্বল
D. বরাকর
44. গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত?
A. উত্তরাখণ্ড
B. হিমাচল প্রদেশ
C. সিকিম
D. উত্তরপ্রদেশ
45. ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত?
A. সিন্ধু
B. নর্মদা
C. কাবেরী
D. ব্রহ্মপুত্র
46. পূর্ণা কোন নদীর উপনদী?
A. তিস্তা
B. নর্মদা
C. তাপ্তি
D. গোদাবরী
47. বুধবালাঙ্গা নদী কোন রাজ্যে অবস্থিত?
A. রাজস্থান
B. ঝাড়খন্ড
C. আসাম
D. ওড়িশা
48. Uri Dam কোন নদীর ওপর অবস্থিত?
A. ঝিলাম
B. মহানদী
C. কাবেরী
D. কৃষ্ণা
49. Barkana Falls ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A. উত্তরপ্রদেশ
B. মহারাষ্ট্র
C. কর্ণাটক
D. তেলেঙ্গানা
50. মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
A. ময়ূরাক্ষী
B. বরাকর
C. কাবেরী
D. নর্মদা
সম্পূর্ণ PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:08


No comments:
Post a Comment