WBSSC Group C General Awareness Practice Set- 02
![]() |
| WBSSC Group C General Awareness Practice Set- 02 |
WBSSC Group C Practice Set
1. বৌদ্ধদের মোক্ষ লাভের আটটি পথকে একসঙ্গে কি বলে?
A. অষ্টাঙ্গিক মার্গ
B. পঞ্চমহাব্রত
C. মহাভিনিষ্ক্রমন
D. কোনোটিই নয়
2. মহাবিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিলেন?
A. আকবর
B. ঔরঙ্গজেব
C. শাহজাহান
D. দ্বিতীয় বাহাদুর শাহ
3. কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল?
A. ১৫৩৫ সালে
B. ১৫৪০ সালে
C. ১৫৫৬ সালে
D. ১৫৬৭ সালে
4. নিম্নের কোনটি খারিফ ফসলের উদাহরণ?
A. তৈলবীজ
B. পাট
C. বাদাম
D. তিসি
5. অপারেশন ফ্লাড কোন বিপ্লবের সঙ্গে যুক্ত?
A. নীল বিপ্লব
B. সবুজ বিপ্লব
C. শ্বেত বিপ্লব
D. সোনালী বিপ্লব
6. সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি?
A. শনি
B. ইউরেনাস
C. পৃথিবী
D. নেপচুন
7. বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়?
A. গোদাবরী
B. দামোদর
C. নর্মদা
D. ব্রহ্মপুত্র
8. ভারতের কটি রাজ্যে বিধান পরিষদ রয়েছে?
A. ৩টি
B. ৪টি
C. ৫টি
D. ৬টি
9. সংবিধান দিবস কবে পালন করা হয়?
A. ২৩শে জুলাই
B. ২৪শে অক্টোবর
C. ২৬শে নভেম্বর
D. ২৬শে জানুয়ারি
10. ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে?
A. ১৫ ধারা
B. ১৭ ধারা
C. ২০ ধারা
D. ২২ ধারা
11. ভারতীয় সংবিধানের কত ধরনের রিট রয়েছে?
A. দুই ধরনের
B. তিন ধরনের
C. চার ধরনের
D. পাঁচ ধরনের
12. মন্ত্রী পরিষদের দায়িত্ব কার কাছে ন্যস্ত থাকে?
A. লোকসভা
B. প্রধানমন্ত্রী
C. রাষ্ট্রপতি
D. রাজ্যসভা
13. দীন-ই-ইলাহী কে প্রবর্তন করেছিলেন?
A. শেরশাহ
B. হুমায়ুন
C. আকবর
D. ঔরঙ্গজেব
14. NEP 2020 কত সালের শিক্ষা নীতিকে প্রতিস্থাপন করেছে?
A. ১৯৬৮ সালের
B. ১৯৭৮ সালের
C. ১৯৮৬ সালের
D. ২০০০ সালের
15. নিম্নের কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে?
A. ROM
B. RAM
C. ALU
D. কোনোটিই নয়
16. ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা কোন রাজ্যের বাসিন্দা?
A. মহারাষ্ট্র
B. রাজস্থান
C. মণিপুর
D. কেরালা
17. জেন্ডার বায়াস (Gender Bias) কি?
A. নির্দিষ্ট লিঙ্গের পক্ষপাত
B. অর্থনীতিতে সমান অধিকার
C. আইনি পরিচয়
D. নারী ও পুরুষ উভয়ের লিঙ্গগত আচরণ
18. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও সমতার কথা বলা হয়েছে?
A. অনুচ্ছেদ 10-12
B. অনুচ্ছেদ 11-13
C. অনুচ্ছেদ 14-16
D. অনুচ্ছেদ 18-20
19. সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন?
A. 1922 সালে
B. 1938 সালে
C. 1968 সালে
D. 1992 সালে
20. ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেছিলেন?
A. গ্যালিলিও গ্যালিলি
B. অ্যান্ডার্স সেলসিয়াস
C. ড্যানিয়েল গ্যাব্রিয়েল
D. উইলিয়াম থমসন
PDF এর লিঙ্ক নিচে রয়েছে


No comments:
Post a Comment