বিভিন্ন দেশের তৃণভূমির নামের তালিকা PDF - Famous Grasslands of the World
পৃথিবীর বিভিন্ন দেশের তৃণভূমির নামের তালিকা PDF |
নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের তৃণভূমির নামের তালিকা - Famous Grasslands of The World পিডিএফটি শেয়ার করছি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই তালিকা থেকে প্রশ্ন এসে থাকে। আমরা আশা করছি আগত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে Famous Grasslands of The World PDF টি আপনাদের ভীষণ ভাবে সাহায্য করবে।
☑ তৃণভূমি কি:- তৃণভূমি হল এমন এক জায়গা যেখানে গাছপালার মধ্যে ঘাসের আধিপত্য লক্ষ করা যায়। সাধারণত কুমেরু বাদে সমস্ত মহাদেশের তৃণভূমি প্রাকৃতিক ভাবে লক্ষ্য করা যায়। তৃণভূমি পৃথিবীর ৩১-৪৩ শতাংশ অংশ জুড়ে অবস্থান করছে। নিচের ছকের মাধ্যমে আজকে পৃথিবী বিখ্যাত তৃণভূমির নাম ও অবস্থান তুলে ধরছি।
তৃণভূমি | দেশ |
---|---|
সেলভাস | দক্ষিণ আমেরিকা |
স্টেপে | ইউরোপ এবং উত্তর এশিয়া |
ভেল্ড | দক্ষিণ আফ্রিকা |
তাইগা | ইউরোপ এবং এশিয়া |
পাম্পাস | আর্জেন্টিনা |
পুস্তজ | হাঙ্গেরি |
ডাউনস | অস্ট্রেলিয়া |
ক্যান্টরবেরি | নিউজিল্যান্ড |
সাভানা | আফ্রিকা ও অস্ট্রেলিয়া |
প্রেইরী | উত্তর আমেরিকা |
File Details:
File Name:Famous Grasslands of The World
File Format: PDF
No. of Pages:1
File Size:458 KB
Click Here to Download
File Name:Famous Grasslands of The World
File Format: PDF
No. of Pages:1
File Size:458 KB
Click Here to Download
No comments:
Post a Comment