বিভিন্ন ভৌগলিক শব্দের অর্থ তালিকা Download
|
বিভিন্ন ভৌগলিক শব্দের অর্থ তালিকা Download
|
নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে বিভিন্ন ভৌগলিক শব্দের অর্থের তালিকা শেয়ার করছি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভৌগলিক শব্দের অর্থের তালিকা থেকে প্রশ্ন এসে থাকে। সেই প্রশ্নগুলোর সঠিক ভাবে উত্তর করার জন্য এই তালিকাটি মুখস্ত রাখা খুবই জরুরি। সুতরাং সময় নষ্ট না করে নিচের তালিকাটি পড়ে নাও বা খাতায় নোট করে নাও কারন আমরা এই তালিকার পিডিএফ তৈরি করি নি। আমরা আশা করছি এই টি আগত প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের বিশেষভাবে সাহায্য করবো।
বিভিন্ন ভৌগলিক শব্দের অর্থ তালিকা
ভৌগলিক শব্দ | শব্দের অর্থ |
---|
মৌসুমী | ঋতু |
পম্পাস | একটি বিস্তীর্ণ সমভূমি |
মরুস্থলী | মৃতের দেশ |
রাঢ় | পাথুরে জমি |
সাভানা | বৃস্তিত তৃণভূমি |
মাইক্রোনেশিয়া | ক্ষুদ্র দেশ |
পালিনেশিয়া | বহু দ্বীপের দেশ |
ডুয়ার্স | দ্বার বা দুয়ার |
তুন্দ্রা | শৈবাল/বরফে ঢাকা অঞ্চল |
বিষুব | দিন ও রাত্রি সমান |
তরাই | স্যাঁতসেতে |
শিল্ড | সুবিস্তীর্ণ প্রাচীন উচ্চভূমি বা মালভূমি বা ঢাল |
দুন | অনুদৈর্ঘ্য উপত্যকা |
অহ্ন | দিন |
আয়ন | পথ |
চোমোলাংমা | মাউন্ট এভারেস্ট |
অষ্ট্রেলেশিয়া | দক্ষিণের এশিয়া |
Download
ReplyDelete