Breaking




Saturday, February 19, 2022

Math Practice Set in Bengali PDF | অঙ্ক প্র্যাকটিস সেট পর্ব :-২

Math Practice Set in Bengali PDF | অঙ্ক প্র্যাকটিস সেট পর্ব :-২

Math Practice Set in Bengali PDF | অঙ্ক প্র্যাকটিস সেট পর্ব :-২
Math Practice Set in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি Math Practice Set in Bengali PDF টি। আমরা আশা করছি আগত পরীক্ষাগুলোতে তোমাদের এই PDF টি তোমাদের প্রস্তুতির সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি অঙ্ক প্র্যাকটিস সেট এর PDF টি ডাউনলোড করে নাও।
অঙ্ক প্র্যাকটিস সেট

1. 10% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 270 টাকায় 2 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত ?
A. 25 টাকা
B. 39 টাকা
C. 29 টাকা
D. 15 টাকা ☑

2. কোন সংখ্যার 25% যদি 90 হয়, তবে সংখ্যাটি কত ?
A. 250
B. 110
C. 360 ☑
D. 180

3. ধরি A একটি বই কেনে প্রকৃত মূল্যর ¾ দামে এবং  পরে B এর কাছে সেই বই টি বিক্রি করে আসল মূল্যের 20% দামে। তাহলে A এর লাভ অংশ হল ?
A. 10%
B. 15%
C. 60% ☑
D. 40%

4. দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ হয়, তবে তাদের অনুপাত হবে 3:4। সংখ্যাদুটি হল ?
A. 16,24 ☑
B. 11,26
C. 15,29
D. 11,22

5. A ও B এর বর্তমান বয়সের অনুপাত 4:5 , 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত হল 7:10 । B এর বর্তমান বয়স কত ?
A. 30 ☑
B. 20
C. 42
D. 32

6. যদি 55+66=33 এবং 22+99= 33 হয়, তবে 44+88= ?
A. 53
B. 62
C. 72
D. 36 ☑

7. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর হলে 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 4:1 হলে 5 বছর পরে তাদের বয়স কত হবে ?
A. 38,21
B. 39,21 ☑
C. 38,27
D. 40,26

8. একটি ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত ?
A. 1:12 ☑
B. 2:13
C. 1:11
D. 2:22

9. কোন ১০০ টাকার ১২% হল ৬৩ টাকা। তাহলে ১০০ টাকার ৪০% কত টাকা হবে ?
A. ১৮০
B. ২১০ ☑
C. ২০০
D. ১৯০

10. দুটি সংখ্যার অনুপাত 4:5। যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 3 যোগ হয়, তবে তাদের অনুপাত হবে 5:6। সংখ্যাদুটি হল?
A. 12,15 ☑
B. 13,18
C. 31,29
D. 13,83

 PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name:"Math Practice Set in Bengali PDF"
File Format: PDF
No. of Pages:02
File Size:0.33MB

No comments:

Post a Comment