Breaking




Saturday, September 11, 2021

Reasoning Practice Set in Bengali | রিজনিং প্র্যাকটিস সেট পর্ব-২

Reasoning Practice Set in Bengali | রিজনিং প্র্যাকটিস সেট পর্ব-২

Reasoning Practice Set in Bengali | রিজনিং প্র্যাকটিস সেট পর্ব-২
রিজনিং প্র্যাকটিস সেট
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি Reasoning Practice Set in Bengali PDF টি। আমরা আশা করছি আগত পরীক্ষাগুলোতে তোমাদের এই PDF টি তোমাদের প্রস্তুতির সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি রিজনিং প্র্যাকটিস সেট  এর PDF টি ডাউনলোড করে নাও।
রিজনিং প্র্যাকটিস সেট

1. প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে ?
2,5,9,?20,27
A. 18
B. 26
C. 31
D. 14

2. নিচের শব্দগুলির তিনটির মধ্যে কিছু সাদৃশ্য আছে। একটি মধ্যে তা নেই। কোনটি ?
A. হাত
B. পা
C. নাক
D. চোখ

3.‘ইন্দোনেশিয়া’ যেমন ‘জাকার্ত' তেমনি ‘কাতার’ = ?
A. বাগদাদ
B. দোহা
C. সানা
D. তেহরান

4. রাম অফিস থেকে যাত্রা শুরু করে 6Km পূর্ব দিকে যায়, তারপর বাঁদিকে ঘুরে 3Km হাটে এবং পুনরায় বাঁ দিকে ঘুরে 6Km হাটে। যাত্রা শুরু থেকেই সে কতটা দূরত্বে ?
A. 2Km
B. 3Km
C. 4Km
D. 5Km

5. কোনটি আলাদা -
A. নুপুর
B. দুল
C. নলক
D. হার

6. a_d_bda_ _ab _?
A. baddc
B. badda
C. babdd
D. aadcg

7. যদি IJK = 30 এবং OTE = 40, হয় তাহলে ZDJ = কত ?
A. 35
B. 39
C. 40
D. 45

8. কোন ইংরেজি বর্ণমালার M অক্ষরের সঙ্গে 2 যোগ করা হয়, 5 বিয়োগ করা হয় ও পুনরায় 3 যোগ করে 7 বিয়োগ করলে কোন ইংরেজি অক্ষর পাওয়া যাবে ?
A. D
B. E
C. F
D. G

9. একটি ঘড়িতে সময় যখন 9 টা বেজে 12 মিনিট হয় তখন ওই ঘড়ির সময় দর্পণ চিত্রে বা আয়নাতে কটা বাজে ?
A. 3 টা বেজে 23 মিনিট
B. 2 টা বেজে 48 মিনিট
C. 4 টা বেজে 40 মিনিট
D. 1 টা বেজে 25 মিনিট

10. যদি A মানে ÷, D মানে ×, F মানে +, এবং U মানে –, হয় তবে 16F14A7U6D9 = ?
A. 30
B. 32
C. 36
D. 40

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name:"রিজনিং প্র্যাকটিস সেট"
File Format: PDF
No. of Pages:02
File Size:0.36MB

No comments:

Post a Comment