WBPSC Food SI GK Class Part-02
Food SI GK Class Part-02 |
1. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ দোদাবেতা
2. WTO এর ফুল ফর্ম কি -
উঃ World Trade Organization
3. পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ অন্ধ্রপ্রদেশ
4. WHO এর সদর দফতর কোথায় অবস্থিত ?
উঃ জেনেভা
5. World Water Day কবে পালন করা হয় ?
উঃ ২২শে মার্চ
6. পশ্চিমবঙ্গের কোন জেলার শুশুনিয়া পাহাড় অবস্থিত ?
উঃ বাঁকুড়া
7. WWF এর ফুল ফর্ম কি ?
উঃ World Wide Fund for Nature
8. উদীয়মান শিল্প কাকে বলা হয় ?
উঃ পেট্রোরসায়ন শিল্পকে
9. National Youth Day কবে পালন করা হয় ?
উঃ ১২ই জনুয়ারি
10. কোষের শক্তিঘর কাকে বলা হয় ?
উঃ মাইটোকন্ড্রিয়াকে
11. ভিটামিন C এর রাসায়নিক নাম কি ?
উঃ অ্যাসকরবিক অ্যাসিড
12. গামা রশ্মিকে আবিষ্কার করেন ?
উঃ পল ভিলার্ড
13. GST-এর ফুল ফর্ম কি ?
উঃ Goods and Services Tax
14. দ্বিতীয় পুলকেশীর কে সভাকবি ছিলেন ?
উঃ রবিকীর্তি
15. জীবাশ্ম দেখতে পাওয়া যায় কোন শিলায় ?
উঃ পাললিক শিলা
16. মূলমধ্যরেখার মান কত ডিগ্রি ?
উঃ ০°
17. মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি ?
উঃ স্টেপিস
18. শনি গ্রহের বৃহত্তম উপগ্রহের নাম কি ?
উঃ টাইটান
19. কুঞ্চিকল জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কর্ণাটক
20. কয়টি অংশ নিয়ে ক্ষুদ্রান্ত গঠিত ?
উঃ ৩টি
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:02
File Size:0.22MB
No comments:
Post a Comment