Breaking




Monday, June 12, 2023

Food SI GK Class Part-03

WBPSC Food SI GK Class Part-03 

Food SI GK Class Part-03
Food SI GK Class Part-03
bengaligk

নমস্কার বন্ধুরা, 
আজকে আমরা Food SI GK Class Part-03 শেয়ার করছি। গুরুত্বপূর্ণ জিকের প্রশ্নের সম্বনয়ে আমাদের এই ক্লাসটি তৈরি করা হয়েছে। আমরা আশা করছি আমাদের এই ক্লাসগুলি তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবে। 

আজকের ক্লাসের জিকের প্রশ্ন ও উত্তরগুলি দেখে নাও। এই প্রশ্ন ও উত্তরগুলির পিডিএফ ফাইল ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া রয়েছে সেখান থেকে পিডিএফ ফাইলটি ডউনলোড করে নিতে পারো।

Food SI GK Class Part-03

1. ভারতের কোন রাজ্যে নাথুলা গিরিপথ অবস্থিত -

উঃ সিকিম

2. কোন নদীর উপর যোগ জলপ্রপাত অবস্থিত ?

উঃ সরাবতী নদী

3. পূর্বা জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মধ্যপ্রদেশ

4. ‘কাদম্বরী’ উপন্যাসের রচয়িতা -  

উঃ বানভট্ট

5. সবরমতি নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে ?

উঃ আরাবল্লী

6. পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত ?

উঃ পুরুলিয়া

7. কবুলিয়াত ও পাট্টা প্রথার প্রবর্তক -

উঃ শেরশাহ

8. প্রত্ন শব্দের অর্থ কি ?

উঃ প্রাচীন বা পুরাতন

9. International Day of Yoga কবে পালন করা হয় ?

উঃ ২১শে জুন

10. ‘বাংলার অক্সফোর্ড’ কাকে বলা হয় ?

উঃ নবদ্বীপকে

11. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল ?

উঃ ১৭৬৪ সালে

12. World Oceans Day কবে পালন করা হয় ?

উঃ ৮ই জুন

13. ভিটামিন A-এর রাসায়নিক নাম কি ?

উঃ রেটিনাল

14. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?

উঃ হরিষেণ

15. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?

উঃ ১৫৫৬ সালের ৫ই নভেম্বর

16. HIV-এর ফুল ফর্ম কি ?   

উঃ Human Immunodeficiency Virus

17. পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল ?

উঃ ১৮১৭ সালে

18. কোন দিনটিকে জলবিষুব বলা হয় ?

উঃ ২৩শে সেপ্টেম্বর

19. লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?

উঃ দক্ষিণ ২৪ পরগনা

20. কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি ?

উঃ রেগুর

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: Food SI GK Class Part-03
File Format: PDF
No. of Pages:02
File Size:0.22MB


আগের পর্ব::

No comments:

Post a Comment