WBPSC Food SI GK Class Part-04
Food SI GK Class Part-04 |
Food SI GK Class Part-04
1. থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত -
উঃ ব্যাডমিন্টন
2. World Theatre Day কবে পালন করা হয় ?
উঃ ২৭ মার্চ
3. বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় ?
উঃ ২৮শে জুলাই
4. ‘বৃহৎসংহিতা’ গ্রন্থের রচয়িতা -
উঃ বরাহমিহির
5. ‘পরশুরাম’- কার ছদ্মনাম ?
উঃ রাজশেখর বসু
6. দশম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ঝাড়খন্ড
7. গামা রশ্মি কে আবিষ্কার করেন -
উঃ পল ভিলার্ড
8. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
উঃ লর্ড ডালহৌসি
9. NATO-এর সদর দফতর কোথায় অবস্থিত ?
উঃ Brussels
10. সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ রাজস্থান
11. সার্ক (SAARC)-এর সদর দফতর কোথায় অবস্থিত ?
উঃ কাঠমান্ডু
12. সবচেয়ে হালকা মৌলিক পদার্থ ?
উঃ হাইড্রোজেন
13. মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি ?
উঃ স্টেপিস
14. টাইটান কোন গ্রহের উপগ্রহ ?
উঃ শনি গ্রহের
15. সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ জন ক্লার্ক মার্শম্যান
16. সবচেয়ে ভারী গ্যাসের নাম কি ?
উঃ রেডন
17. শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?
উঃ বাঁকুড়া
18. ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ ?
উঃ হাইড্রোজেন
19. CFC-এর ফুল ফর্ম কি ?
উঃ Chlorofluorocarbon
20. অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি ?
উঃ বক্সাইট
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:02
File Size:0.22MB
No comments:
Post a Comment