Breaking




Thursday, September 28, 2023

Food SI GK Class Part-05

WBPSC Food SI GK Class Part-05

Food SI GK Class Part-05
Food SI GK Class Part-05
bengaligk

নমস্কার বন্ধুরা, 
আজকে আমরা Food SI GK Class Part-05 শেয়ার করছি। গুরুত্বপূর্ণ জিকের প্রশ্নের সম্বনয়ে আমাদের এই ক্লাসটি তৈরি করা হয়েছে। আমরা আশা করছি আমাদের এই ক্লাসগুলি তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবে। 

আজকের ক্লাসের জিকের প্রশ্ন ও উত্তরগুলি দেখে নাও। এই প্রশ্ন ও উত্তরগুলির পিডিএফ ফাইল ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া রয়েছে সেখান থেকে পিডিএফ ফাইলটি ডউনলোড করে নিতে পারো।

Food SI GK Class Part-05

1. ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন -

উঃ মেগাস্থিনিস

2. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?

উঃ লর্ড কর্ণওয়ালিস

3. Tehri Dam ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ উত্তরাখণ্ড

4. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?  

উঃ ১৫৫৬ সালে

5. Chilika Lake ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ ওড়িশা

6. সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ ফুটবল

7. Keoladeo National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত -

উঃ রাজস্থান

8. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?

উঃ ভিটামিন C

9. সবচেয়ে হালকা মৌলিক পদার্থের নাম কি ?

উঃ হাইড্রোজেন

10. নিউট্রন কে আবিষ্কার করেন ?

উঃ জেমস চ্যাডউইক

11. Sariska Tiger Reserve ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ রাজস্থান

12. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ গোপাল

13. কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতা হলেন -

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

14. খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল ?

উঃ ১৫২৭ সালে

15. নিখিল বন্দ্যোপাধ্যায় কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

উঃ সেতার

16. বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয় ?   

উঃ ৮ই মে

17. বনফুল কার ছদ্মনাম ?

উঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়

18. সূর্যসিন্ধান্ত গ্রন্থের রচয়িতা হলেন -

উঃ আর্যভট্ট

19. রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হলেন -

উঃ কলহন

20. Bhitarkanika National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ ওড়িশা

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: Food SI GK Class Part-05
File Format: PDF
No. of Pages:02
File Size:0.23MB


আগের পর্ব::

No comments:

Post a Comment