WBPSC Food SI GK Class Part-06
Food SI GK Class Part-06 |
Food SI GK Class Part-06
1. বিশ্ব জৈব জ্বালানি দিবস কবে পালন করা হয় ?
উঃ ১০ই অগাস্ট
2. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ -
উঃ ধূপগড়
3. দ্রাঘিমা রেখার অপর নাম -
উঃ মধ্যরেখা
4. Sariska Tiger Reserve ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ রাজস্থান
5. কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ ১৭৮৪ সালে
6. Similipal National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ওড়িশা
7. আমিনী কমিশন গঠন করেন -
উঃ ওয়ারেন হেস্টিংস
8. নাকো হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ হিমাচল প্রদেশ
9. মহিপালের সভাকবি কে ছিলেন -
উঃ রাজশেখর
10. Indravati National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ছত্রিশগড়
11. রামেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ তামিলনাড়ু
12. ভারতের কোন রাজ্যে গান্ধীসাগর অভয়ারণ্য অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশ
13. কুইক সিলভার বলা হয় -
উঃ পারদকে
14. হাজারিবাগ জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ঝাড়খন্ড
15. চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল ?
উঃ ১৭৯৯ সালে
16. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন -
উঃ কৃষ্ণকুমার মিত্র
17. খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ দাবা
18. বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত ?
উঃ বাঁকুড়া
19. ক্যালসাইট কোন ধাতুর আকরিক ?
উঃ ক্যালসিয়াম
20. কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ সিকিম
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:02
File Size:0.25MB
No comments:
Post a Comment