জিকের প্রশ্ন ও উত্তর | GK Questions and Answers in Bengali
GK Questions and Answers in Bengali Part-08 |
জিকের প্রশ্ন ও উত্তর
1. World Thalassemia Day কবে পালন করা হয় ?
উঃ ৮ই মে
2. পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সঙ্গে সীমানা ভাগ করে ?
উঃ ৩টি
3. স্যাডলার কমিশন কবে গঠিত হয় ?
উঃ ১৯১৭ সালে
4. সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগারের নিদর্শন কোথায় দেখতে পাওয়া যায় ?
উঃ মহেঞ্জোদারোতে
5. TISCO কোথায় অবস্থিত ?
উঃ জামশেদপুর
6. ডিউটেরিয়াম কোন মৌলের আইসোটোপ ?
উঃ হাইড্রোজেন
7. Rangaswamy Cup কিসের সঙ্গে যুক্ত ?
উঃ হকি
8. হলদিয়া বন্দর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উঃ পূর্ব মেদিনীপুর
9. ভারতরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উঃ কলা, সাহিত্য ও বিজ্ঞান
10. কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত ?
উঃ মালাবার উপকূল
11. খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ জালালউদ্দিন ফিরোজ খলজি
12. আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালন করা হয় ?
উঃ ২৩শে জুন
13. কলকাতা হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ ১৮১৭ সালে
14. রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৮৯৭ সালে
15. কোন কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় ?
উঃ মিয়োসিস
16. কৌশাম্বী কোন মহাজনপদের রাজধানী ছিল ?
উঃ বৎস
17. ভীমবেটকা কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশ
18. আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো কি জাতীয় পর্বত ?
উঃ আগ্নেয় পর্বত
19. ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ ?
উঃ হাইড্রোজেন
20. একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ হল ?
উঃ আইওএস
21. Sukhna Wildlife Sanctuary ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ চন্ডিগড়
22. বাহুতি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশ
23. কোন নদীকে ছত্তিশগড়ের জীবনরেখা বলা হয় ?
উঃ মহানদী
24. শুষ্ক বরফ নামে পরিচিত ?
উঃ কার্বন ডাই-অক্সাইড
25. Renuka Lake ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ হিমাচল প্রদেশ
26. মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন ?
উঃ আকবর
27. রবি ফসলের একটি উদাহরণ হল ?
উঃ গম
28. কমলাকান্ত কার ছদ্মনাম ?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
29. SAARC এর সদস্য দেশ কয়টি ?
উঃ ৮টি
30. বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয় ?
উঃ ২৭ সেপ্টেম্বর
31. পশ্চিমবঙ্গের কটি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ?
উঃ ৪টি
32. চা-এ কোন অ্যাসিড থাকে ?
উঃ ট্যানিক অ্যাসিড
33. চম্পারণ সত্যাগ্রহ কোন রাজ্যে সংগঠিত হয়েছিল ?
উঃ বিহার
34. ভোরঘাট পাস কোন রাজ্যে রয়েছে ?
উঃ মহারাষ্ট্র
35. FIFA Womens World Cup 2027 হোস্ট করবে ?
উঃ ব্রাজিল
36. হাওয়া মহল ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ রাজস্থান
37. পাঞ্চেত পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উঃ পুরুলিয়া
38. গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ ?
উঃ ক্ল্যামাইডোমোনাস
39. কোষ চক্রের কোন দশায় DNA সংশ্লেষ ঘটে ?
উঃ S দশা
40. ডাবের জলে কোন হরমোন থাকে ?
উঃ সাইটোকাইনিন
41. M. A. Chidambaram Stadium ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ তামিলনাড়ু
42. হেমবতী কোন নদীর উপনদী ?
উঃ কাবেরী
43. পর্তুগালের মুদ্রার নাম কি ?
উঃ ইউরো
44. তারা মাছের গমন অঙ্গের নাম কি ?
উঃ টিউব ফিট
45. জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ নর্মদা
46. International Museum Day কবে পালন করা হয় ?
উঃ ১৮ই মে
47. ২০২৫ সালের পুরুষদের T20 এশিয়া কাপ কোথায় অনুষ্টিত হবে ?
উঃ ভারতে
48. কোন বংশের রাজত্বকালে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন ?
উঃ মৌর্য বংশ
49. পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয় ?
উঃ কলকাতা বন্দর
50. অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত ?
উঃ ৮
No comments:
Post a Comment