জিকের প্রশ্ন ও উত্তর | GK Questions and Answers in Bengali
![]() |
GK Questions and Answers in Bengali Part-10 |
জিকের প্রশ্ন ও উত্তর
1. World Weather Day কবে পালন করা হয় ?
উঃ ২৩শে মার্চ
2. সবথেকে ভারী কণা কোনটি ?
উঃ নিউট্রন
3. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত ?
উঃ কাবেরী
4. মহাবীরের প্রতীক কি ছিল ?
উঃ সিংহ
5. Dudhwa National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ উত্তরপ্রদেশ
6. ক্ষতস্থানে রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন ?
উঃ ভিটামিন K
7. মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত ?
উঃ ১২ জোড়া
8. ভারতের শেফিল্ড পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয় ?
উঃ হাওড়া
9. পম্পাস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায় ?
উঃ দক্ষিণ আমেরিকা
10. World Bank Climate Fund পাওয়া ভারতের প্রথম রাজ্য কোনটি ?
উঃ গোয়া
11. পন্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উঃ সারেঙ্গী
12. সংবিধানের কোন ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখিত হয়েছে ?
উঃ ২৫-২৮
13. হরিয়ানার রাজধানী কোনটি ?
উঃ চণ্ডীগড়
14. Ghana Bird Sanctuary কোন রাজ্যে অবস্থিত ?
উঃ রাজস্থান
15. ইকোলজি কি সংক্রান্ত বিদ্যা ?
উঃ পরিবেশ
16. Yenna Waterfall ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মহারাষ্ট্র
17. পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন ?
উঃ আলেকজান্ডার ফ্লেমিং
18. হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরুপ ?
উঃ বোল্ডার ক্লে
19. রত্নাবলী গ্রন্থের রচয়িতা কে ?
উঃ হর্ষবর্ধন
20. Barkana Falls ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কর্ণাটক
21. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ?
উঃ ক্যালসিয়াম হাইপোক্লোরাইট
22. খালসা শব্দের অর্থ কি ?
উঃ পবিত্র
23. ভারতের জাতীয় সংহতি দিবস কবে পালন করা হয় ?
উঃ ৩১শে অক্টোবর
24. Inderkilla National Park কোন রাজ্যে অবস্থিত ?
উঃ হিমাচল প্রদেশ
25. শ্বেত কয়লা কাকে বলে ?
উঃ জলবিদ্যুৎ শক্তিকে
26. গান্ধীজীর প্রথম গণ আন্দোলন কোনটি ছিল ?
উঃ অসহযোগ আন্দোলন
27. মেঘদূত কার লেখা ?
উঃ কালীদাস
28. Poverty and Un-British Rule in India- গ্রন্থটি কার লেখা ?
উঃ দাদাভাই নওরোজী
29. অমরকোষ গ্রন্থটির রচয়িতা হলেন ?
উঃ অমর সিংহ
30. ভারতের প্রথম ডাকঘর কে স্থাপন করেছিলেন ?
উঃ ওয়ারেন হেস্টিংস
31. Marine National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ গুজরাট
32. আয়তন অনুযায়ী বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি ?
উঃ সুপিরিয়র হ্রদ
33. কোন রাজ্য ভারতের নবীনতম রাজ্য ?
উঃ তেলেঙ্গানা
34. Madhab National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশ
35. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে ?
উঃ ১৯৯৭ সালে
36. ঋতুসংহার কার লেখা ?
উঃ কালীদাস
37. লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন ?
উঃ ইব্রাহিম লোদি
38. UNESCO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ ১৯৪৫ সালে
39. সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল ?
উঃ তৃতীয়
40. National Space Day-কবে পালন করা হয় ?
উঃ ২৩শে আগস্ট
41. HIV সংক্রমণের কারণে কোন রোগটি হয় ?
উঃ এইডস
42. অ্যাসিটিক অ্যাসিড কিসে থাকে ?
উঃ ভিনিগার
43. রাজা বিক্রমাদিত্য কোথাকার শাসক ছিলেন ?
উঃ উজ্জয়িনী
44. জাগরী উপন্যাসের রচয়িতা হলেন ?
উঃ সতীনাথ ভাদুরি
45. কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় ?
উঃ আয়ন বায়ু
46. সূর্যসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে ?
উঃ আর্যভট্ট
47. অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উঃ গণিত
48. কোন শাসক জিন্দাপীর উপাধি পেয়েছিলেন ?
উঃ ঔরঙ্গজেব
49. মায়ানমারের মুদ্রার নাম কি ?
উঃ কিয়াত
50. নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল ?
উঃ ১৯৮৫ সালে
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
No. of Pages:03
File Size:0.26MB
No comments:
Post a Comment