21st to 27th July 2025 Weekly Current Affairs in Bengali | ২১ জুলাই থেকে ২৭ জুলাই সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
21st to 27th July 2025 Weekly Current Affairs in Bengali | ২১ জুলাই থেকে ২৭ জুলাই সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স |
Weekly Current Affairs : 21st to 27th July 2025
1. Chess World Cup 2025 আয়োজন করবে ভারত
2. FIDE Women's Chess World Cup-এ প্রথম ভারতীয় মহিলা হিসেবে সেমিফাইনালে পৌঁছেছেন কোনেরু হাম্পি
3. গুজরাট উপজাতি সম্প্রদায়ের স্বাস্থ্যসেবা উন্নত করতে ভারতের প্রথম রাজ্য হিসেবে Tribal Genome Sequencing Project চালু করেছে
4. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় Andre Russell
5. FIDE Women's Chess World Cup-এর ফাইনালে পৌঁছনো প্রথম ভারতীয় মহিলা হয়েছেন দিব্যা দেশমুখ
6. প্রথম ভারতীয় হিসেবে Poligras Magic Skill Award জিতেছেন দীপিকা সেহরাওয়াত
7. কার্গিল বিজয় দিবস ২৬শে জুলাই পালন করা হয়
8. পশুপালন ও হাঁস-মুরগি পালনকে কৃষিক্ষেত্রে মর্যাদা দিয়েছে মহারাষ্ট্র
9. Swachh Survekshan 2024-25 Awards -এ One-Million Population বিভাগে সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে তকমা পেয়েছে আহমেদাবাদ
10. Hindustan Aeronautics Limited (HAL)-এ (Engineering and R&D) এর director হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অজয় কুমার শ্রীবাস্তব
11. Pi Approximation Day পালন করা হয় ২২শে জুলাই
12. ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন জগদীপ ধনখড়
13. ইলন মাস্কের Tesla মুম্বাইয়ে ভারতের প্রথম শোরুম খুলেছে
14. Indian Golf Premier League -এর সহ-মালিক এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন যুবরাজ সিং
15. 10th Junior National Rugby 7s Championship 2025-এ U18 Boys এবং Girls টাইটেল জিতেছে বিহার
16. মিজোরামের Lungphun Ropui-কে Monument of National Importance হিসেবে ঘোষণা করেছে Archaeological Survey of India
17. World Heritage Committee ফ্রান্সের প্যারিসের ৪৭তম অধিবেশনে ২৬টি নতুন স্থানকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করেছে
18. Global Finance Magazine দ্বারা World's Best Consumer Bank 2025 হিসেবে নির্বাচিত হয়েছে SBI
19. 66th International Mathematical Olympiad 2025-এ সপ্তমতম স্থান অর্জন করেছে ভারত; প্রথম স্থানে রয়েছে চীন
20. 66th International Mathematical Olympiad 2025-এ ভারত মোট ৬টি পদক জিতেছে; ৩টি সোনা, ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ
21. 57th International Chemistry Olympiad অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে
22. পরবর্তী তিনটি World Test Championship (2027, 2029, 2031) ফাইনাল এর আয়োজন করবে ইংল্যান্ড
23. আনামালাই টাইগার রিজার্ভে ভারতের প্রথম হর্নবিল সংরক্ষণ কেন্দ্র স্থাপন করবে তামিলনাড়ু সরকার
24. ভারতের প্রথম Mining Tourism Project চালু হতে চলেছে ঝাড়খণ্ডে
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
No. of Pages:02
File Size:0.23MB
No comments:
Post a Comment