WBP Constable GK Practice Set- 01
![]() |
WBP Constable GK Practice Set- 01 |
WBP Constable GK Practice Set- 01
1. সম্প্রতি Stellaria bengalensis নামে একটি নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে পশ্চিমবঙ্গের কোথায়?
A. কালিম্পং
B. দার্জিলিং
C. জলপাইগুড়ি
D. কোচবিহার
2. নিম্নের কোনটি ইন-সিটু সংরক্ষণের উদাহরণ নয়?
A. জাতীয় উদ্যান
B. বন্যপ্রাণী অভয়ারণ্য
C. জীবজগৎ সংরক্ষণ
D. বোটানিক্যাল গার্ডেন
3. মহাকাশ বিভাগের নতুন সেক্রেটারি এবং ISRO-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
A. ড. ভি. নারায়ণন
B. সাগর সিং কালসি
C. রায়ান কুমার
D. রঞ্জিত সরখেল
4. কত সালে ভারতীয় সংবিধানে ১১ তম মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল?
A. ১৯৯৮ সালে
B. ২০০২ সালে
C. ২০০৪ সালে
D. ২০০৫ সালে
5. কাম্বালা কোন রাজ্যের প্রচলিত নৃত্য?
A. তেলেঙ্গানা
B. কর্ণাটক
C. মিজোরাম
D. নাগাল্যান্ড
6. World Para Athletics Grand Prix 2025 এ ভারত মোট কতগুলো পদক জিতেছে?
A. ১৩০টি
B. ১৩২টি
C. ১৩৪টি
D. ১৩৬টি
7. কত সালে ভারতের প্রথম শিল্প নীতি সংকল্প ঘোষণা করা হয়েছিল?
A. ১৯৪৬ সালে
B. ১৯৪৮ সালে
C. ১৯৫০ সালে
D. ১৯৫২ সালে
8. Khelo India Para Games 2025 অনুষ্ঠিত হয়েছে কোথায়?
A. নিউ দিল্লী
B. চেন্নাই
C. জয়পুর
D. বেঙ্গালুরু
9. কোন রাজ্যের খেচেওপালরি জলাভূমি রামসার সাইটের মর্যাদা পেয়েছে?
A. হিমাচল প্রদেশের
B. সিকিমের
C. অরুণাচল প্রদেশের
D. মেঘালয়ের
10. মহলানবিশ পরিকল্পনা ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়?
A. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
B. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
C. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
D. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
11. নিম্নের মধ্যে কে রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন না?
A. উমাপতিধর
B. হলায়ুদ
C. ধোয়ী
D. ফৈজি
12. 15th Hockey India Senior Women National Championship 2025 টাইটেল জিতেছে কোন দল?
A. হরিয়ানা
B. ঝাড়খণ্ড
C. মিজোরাম
D. মহারাষ্ট্র
13. কৃষিতে যুগান্তকারী উদ্ভাবনের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন কে?
A. হরিমান শর্মা
B. ঋষিকেশ গুপ্তা
C. অভিজিৎ চৌরাসিয়া
D. হরিপ্রসাদ সিং
14. কেরালাকে পরাজিত করে সন্তোষ ট্রফি জিতেছে কোন দল?
A. পশ্চিমবঙ্গ
B. হিমাচল প্রদেশ
C. হরিয়ানা
D. ঝাড়খন্ড
15. ২০২৭ সালে 39th National Games অনুষ্ঠিত হবে কোন রাজ্যে?
A. মিজোরামে
B. অরুণাচল প্রদেশে
C. হিমাচল প্রদেশে
D. মেঘালয়ে
16. Modern anatomy-র জনক কে?
A. আন্দ্রেয়াস ভেসালিয়াস
B. ক্যারোলাস লিনিয়াস
C. রবার্ট হুক
D. চার্লস ডারউইন
17. দুটি ভিন্ন রঙের চোখের একটি চিতাবাঘ কোথায় দেখতে পাওয়া গেছে?
A. বন্দিপুর টাইগার রিজার্ভে
B. মেলঘাট টাইগার রিজার্ভে
C. কানহা টাইগার রিজার্ভে
D. রাণীপুর টাইগার রিজার্ভে
18. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
A. স্বর্ণকুমারী দেবী
B. আশাপূর্ণা দেবী
C. মহাশ্বেতা দেবী
D. সরলা দেবী চৌধুরাণী
19. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে?
A. আমেরিকা
B. জাপান
C. ব্রিটেন
D. অস্ট্রেলিয়া
20. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল?
A. ১৯৫১ সালে
B. ১৯৫৫ সালে
C. ১৯৬৯ সালে
D. ১৯৯১ সালে
21. ১৯২১ সালের মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল?
A. তামিলনাড়ু
B. বিহার
C. কেরালা
D. আসাম
22. গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল?
A. রেলপথ স্থাপন
B. ভারতের অর্থনীতি
C. ব্যবসা-বাণিজ্যের প্রসার
D. নগর প্রতিষ্ঠা
23. কোন শাসক তামার জিতল ও রৌপ্য টঙ্কা প্রবর্তন করেছিলেন?
A. কুতুবউদ্দিন আইবক
B. আলাউদ্দিন খলজি
C. ইলতুৎমিস
D. মহম্মদ বিন তুঘলক
24. Sattriya Dance কোন রাজ্যের প্রচলিত নৃত্য?
A. অরুণাচল প্রদেশ
B. উত্তরাখণ্ড
C. আসাম
D. মেঘালয়
25. ব্যাকক্রল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
A. সাঁতার
B. বেসবল
C. কবাডি
D. টেনিস
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে
No. of Pages:04
File Size:0.27MB
No comments:
Post a Comment