Breaking




Tuesday, September 2, 2025

WBP কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট

WBP Constable GK Practice Set- 07 

WBP Constable GK Practice Set- 07
WBP Constable GK Practice Set- 07
Hello Students,

আজকে তোমাদের সঙ্গে WBP Constable GK Practice Set- 07 শেয়ার করছি। আগত পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের সাহায্য করবে বলে আমরা আশাবাদী। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। WBP Constable GK Practice Set- 07 PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

WBP Constable GK Practice Set- 07

1. প্রথম ভারতীয় হিসেবে Poligras Magic Skill Award জিতেছেন কে?

A. দীপিকা সেহরাওয়াত

B. তিথি ঘোষাল 

C. শিখা রঞ্জন 

D. অদিতি মিত্র 

2. নিম্নের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন?

A. বিম্বিসার

B. বিন্দুসার 

C. অজাতশত্রু 

D. অশোক

3. ভারতের বর্তমানে রামসার সাইটের সংখ্যা কত?

A. ৮৫টি 

B. ৮৮টি 

C. ৯০টি 

D. ৯১টি 

4. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ?

A. তৃতীয় 

B. চতুর্থ 

C. পঞ্চম

D. ষষ্ঠ 

5. ত্রিকুট পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? 

A. নর্মদা 

B. ময়ূরাক্ষী

C. গোদাবরী 

D. দামোদর 

6. 66th International Mathematical Olympiad 2025-এ কততম স্থান অর্জন করেছে ভারত?

A. দ্বিতীয় 

B. পঞ্চম 

C. সপ্তম

D. অষ্টম 

7. শিশুশ্রম নিষিদ্ধ সংবিধানের কোন ধারায় উল্লেখিত রয়েছে?

A. ১৪

B. ১৯

C. ২৩

D. ২৪

8. প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে চালু হয়? 

A. ১৯৯৩ সালে

B. ১৯৯৫ সালে 

C. ১৯৯৭ সালে 

D. ২০০০ সালে 

9. নিম্নের কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়?

A. ভুটান

B. নেপাল 

C. জাপান 

D. মায়ানমার 

10. বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি?

A. বাহরাইন 

B. মোনাকো

C. সিঙ্গাপুর 

D. মঙ্গোলিয়া

11. কত সালে উডের নির্দেশনামা প্রকাশিত হয়েছিল? 

A. ১৮১৯ সালে

B. ১৮৫৪ সালে

C. ১৮৬৭ সালে

D. ১৮৭৪ সালে

12. বিধানসভায় অর্থবিল উত্থাপন করতে প্রথমে কার অনুমোদন প্রয়োজন হয়?

A. প্রধানমন্ত্রী 

B. রাজ্যপাল

C. রাষ্ট্রপতি 

D. উপরাষ্ট্রপতি 

13. ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক-

A. সরোজিনী নাইডু

B. মাদার টেরিজা

C. প্রীতিলতা সিং

D. নীলিমা সীতারাময়া

14. ২০২৫ অ্যাবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন কোন গণিতজ্ঞ?

A. Masaki Kashiwara

B. Terence Tao 

C. Manjul Bhargav 

D. Grigorij Perelman

15. শব্দের বেগ কোন মাধ্যমে বেশি হয়?

A. শূণ্যে

B. তরলে 

C. গ্যাসে 

D. কঠিনে

16. Rainbow Nation নামে কোন দেশ পরিচিত?

A. ইংল্যান্ড

B. ভূটান 

C. দক্ষিণ আফ্রিকা

D. পাকিস্তান 

17. রানিপুর টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. মহারাষ্ট্র 

B. উত্তরপ্রদেশ

C. ঝাড়খন্ড 

D. রাজস্থান 

18. ভারতে সঙ্গীত নাটক একাডেমী দ্বারা স্বীকৃত কতগুলি শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্য রয়েছে?

A. ৫টি 

B. ৬টি 

C. ৭টি 

D. ৮টি

19. নিম্নের কোনটি একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজের উদাহরণ?

A. HTML 

B. FORTRAN

C. SQL 

D. কোনোটিই নয় 

20. অভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে পাশ হয়?

A. ১৮৫৭ সালে

B. ১৮৭৬ সালে

C. ১৮৮৫ সালে

D. ১৮৯২ সালে

21. গ্যাসীয় পদার্থের চাপ মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার হয়?

A. ব্যারোমিটার

B. ক্রোনোমিটার

C. হাইড্রোমিটার

D. ম্যানোমিটার

22. অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশগ্রহণ করেছিলেন?

A. ১৯০০ সালে

B. ১৯১৪ সালে 

C. ১৯২৮ সালে 

D. ১৯৩২ সালে 

23. মিথাইল অ্যালকোহলের রাসায়নিক সংকেত কি?

A. CH2OH

B. CHOH 

C. CH2OH3

D. CH3OH 

24. সারভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন?  

A. গোপালকৃষ্ণ গোখলে

B. মনমোহন ঘোষ 

C. লালা লাজপত রায় 

D. কেশব চন্দ্র সেন 

25. আনামালাই টাইগার রিজার্ভে ভারতের প্রথম হর্নবিল সংরক্ষণ কেন্দ্র স্থাপন করবে কোন রাজ্য সরকার?

A. কেরালা সরকার 

B. তামিলনাড়ু সরকার

C. কর্ণাটক সরকার 

D. আসাম সরকার

উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: WBP Constable GK Practice Set- 07
File Format: PDF
No. of Pages:03
File Size:0.33MB

No comments:

Post a Comment