Breaking




Wednesday, November 5, 2025

WBP কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট

WBP Constable GK Practice Set- 13 

WBP Constable GK Practice Set- 13
WBP Constable GK Practice Set- 13
Hello Students,

আজকে তোমাদের সঙ্গে WBP Constable GK Practice Set- 13 শেয়ার করছি। আগত পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের সাহায্য করবে বলে আমরা আশাবাদী। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। WBP Constable GK Practice Set- 13 PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

WBP Constable GK Practice Set

1. গঙ্গা নদীর উপর ভারতের প্রথম গ্লাস সাসপেনশন ব্রিজ কোন রাজ্যে তৈরি করা হয়েছে?

A. উত্তরপ্রদেশ

B. গুজরাট

C. মধ্যপ্রদেশ

D. উত্তরাখণ্ড

2. নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের রামসার সাইট?

A. পূর্ব কলকাতা জলাভূমি

B. শান্তিনিকেতন

C. ভিক্টোরিয়া মেমোরিয়াল

D. বিষ্ণুপুর মন্দির

3. UNESCO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

A. ১৯৪২ সালে

B. ১৯৪৫ সালে

C. ১৯৫২ সালে

D. ১৯৫৬ সালে

4. ২০২৬ সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কে?

A. ইউরোপীয় ইউনিয়ন কমিশন এবং কাউন্সিলের প্রেসিডেন্ট

B. ফ্রান্সের প্রেসিডেন্ট

C. ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

D. কলম্বিয়ার প্রেসিডেন্ট

5. মরিচিকা কি ধরনের প্রতিবিম্ব?

A. প্রতিফলন

B. প্রতিসরণ

C. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

D. বিকিরণ

6. লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স কত?

A. ২২ বছর

B. ২৪ বছর

C. ২৫ বছর

D. ২৮ বছর

7. সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হয়েছে-

A. লাহোর

B. নিউ দিল্লি

C. কলকাতা

D. বাগদাদ

8. Masters Tournament কোন খেলার সঙ্গে যুক্ত? 

A. গল্ফ

B. হকি

C. পোলো

D. টেনিস

9. ভাকরা নাঙ্গাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত?

A. মধ্যপ্রদেশ

B. কর্ণাটক

C. ঝাড়খণ্ড

D. পাঞ্জাব

10. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়?

A. ৭০ বছর

B. ৭২ বছর

C. ৭৪ বছর

D. ৭৬ বছর

11. প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন?

A. জহরলাল নেহেরু

B. গুলজারীলাল নন্দ

C. বি. আর. আম্বেদকর

D. চক্রবর্তী রাজাগোপালাচারী

12. কত সালে ভারতীয় সংবিধানে ১১ তম মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল?

A. ১৯৯৮ সালে

B. ২০০২ সালে

C. ২০০৪ সালে

D. ২০০৫ সালে

13. ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি?

A. হিরাকুদ বাঁধ

B. তেহরি বাঁধ

C. ভাকরা নাঙ্গাল বাঁধ

D. মাইথন বাঁধ

14. কত সালে The Children's Booker Prize লঞ্চ করা হবে?

A. ২০২৬ সালে

B. ২০২৭ সালে

C. ২০২৮ সালে

D. ২০২৯ সালে

15. নিম্নের কোনটি জটিল স্থায়ী কলার উদাহরণ?

A. কোলেনকাইমা

B. ফ্লোয়েম

C. প্যারেনকাইমা

D. স্ক্লেরেনকাইমা

16. পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে?

A. নদীয়া

B. বীরভূম

C. আলিপুরদুয়ার

D. মালদা

17. উজ্জয়িনী কোন মহাজনপদের রাজধানী ছিল?

A. মগধ

B. অবন্তী

C. বৃজি

D. গান্ধার

18. ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি?

A. উত্তরপ্রদেশ

B. ছত্তিশগড়

C. কেরালা

D. হরিয়ানা

19. প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন?

A. মাদার টেরেজা

B. এস এস শুভলক্ষী

C. ইন্দিরা গান্ধী

D. অরুনা আসাফ আলি

20. World Soil Day কবে পালন করা হয়?

A. ২৪শে মার্চ

B. ১৩ই মে

C. ২০ই সেপ্টেম্বর

D. ৫ই ডিসেম্বর

21. উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?

A. কোয়েম্বাটুর

B. আহমেদাবাদ

C. কানপুর

D. সুরাট

22. সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম?

A. ভিটামিন B1

B. ভিটামিন B5

C. ভিটামিন B12

D. ভিটামিন D

23. NREP এর পুরো নাম কি-

A. National Rural Employment Programme-

B. National Rural Employment Party

C. National Rural Employment Policy

D. National Rural Employment Pepole

24. ১৯৭৪ সালে রেল ধর্মঘটে কে নেতৃত্ব দিয়েছিলেন?

A. কে সি মুখার্জী

B. জর্জ ফার্নান্ডেস

C. রঘুনাথ দেশাই

D. বি পি সিং

25. নিম্নের কোন নদী বরফ গলা জলে পুষ্ট নয়?

A. তিস্তা

B. গঙ্গা

C. জলঢাকা

D. সুবর্ণরেখা

উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: WBP Constable GK Practice Set- 13
File Format: PDF
No. of Pages:03
File Size:0.37MB

Click Here to Download

No comments:

Post a Comment