WBP/KP ৫০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF
![]() |
| WBP/KP ৫০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF |
জিকের প্রশ্ন ও উত্তর
1. জাতীয় পুলিশ দিবস কবে পালন করা হয়- ১ সেপ্টেম্বর
2. ভারতের বর্তমানে ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে- সূর্য কান্ত
3. ঘূর্ণিঝড় মন্থা-র নামকরণ করেছে কোন দেশ- থাইল্যান্ড
4. প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করা হয় কোন সভ্যতা থেকে- সিন্ধু সভ্যতা
5. বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়- রাজা রামমোহন রায়
6. কোন রাজ্যের সাদা বোঁদে জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য- পশ্চিমবঙ্গ
7. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক ছিলেন- স্বর্ণকুমারী দেবী
8. এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত- র্যামন ম্যাগসেসে পুরস্কার
9. পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয়েছিল- ২০১৩ সালে
10. ভারতের প্রথম কোন রাজ্য দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স শিক্ষা বাধ্যতামূলক করেছে- কেরালা
11. কোন রাজ্যের সাক্কারাকোট্টাই এবং থার্থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য রামসার সাইটটের মর্যাদা পেয়েছে- তামিলনাড়ুর
12. ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি- South Button Island National Park
13. প্রথম কোন ভারতীয় মহিলা নোবেল পুরস্কার পেয়েছিলেন- মাদার টেরিজা
14. সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়- উত্তল
15. ভারতীয় সরকারি তহবিলের অভিভাবক কাকে বলা হয়- কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল
16. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়- ৭ই এপ্রিল
17. বর্তমানে ভারতের মোট রামসার সাইটের সংখ্যা কত- ৯৪টি
18. বর্তমানে ভারতে মোট ইউনেস্কো স্বীকৃত কতগুলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে- ৪৪টি
19. বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি- মোনাকো
20. ২০২৪ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছে- ফ্রান্স
21. শের-ই-পাঞ্জাব নামে পরিচিত ছিলেন- লালা লাজপত রায়
22. সূর্য ওঠার কিছুক্ষণ আগে এবং সূর্য কিছুক্ষণ পরেও সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি- প্রতিসরণ
23. ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় কত সালে- ১৯৫১-৫২ সালে
24. রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন- দন্তিদূর্গ
25. সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি- শুক্র
26. বায়ুমন্ডলে নিম্নের কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক- আর্গন
27. বারদৌলী সত্যাগ্রহের নেতা কে ছিলেন- সর্দার বল্লভভাই প্যাটেল
28. Manju Rani কোন খেলার সঙ্গে যুক্ত- মুষ্টিযোদ্ধা
29. জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়- ১২টা থেকে ১টা
30. কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর নামকরণ কে করেছিলেন- সিরাজউদ্দৌলা
31. জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়- ২৫ জানুয়ারি
32. জলে দিলে তাপ উৎপন্ন করে কোন পদার্থ- পোড়াচুন
33. প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন- গোবিন্দ বিহারী লাল
34. UNESCO-র সদর দফতর কোথায় অবস্থিত- প্যারিস
35. ভারতীয় সংবিধানের কোন সংশোধনী আইনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে- ৭৩ তম
36. হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন- দয়ারাম সাহান ি
37. ভারতের সবুজ বিপ্লব কোন কোন ফসল উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে সফল- গম ও চাল উৎপাদনে
38. মানবদেহের কোন গ্রন্থি থেকে গোনাডট্রপিক হরমোন নিঃসৃত হয়- অগ্র পিটুইটারি
39. কোন শাসককে Victor of the Ganges বলা হয়- প্রথম রাজেন্দ্র চোল
40. সংবিধানের কততম সংশোধনী দ্বারা ভোটাধিকারের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়- ৬১তম
41. ভারতের প্রথম মহিলা IPS অফিসার কে- কিরণ বেদী
42. Anthurium Festival কোন রাজ্যে পালন করা হয়- মিজোরাম
43. হরপ্পা সভ্যতার সিলমোহরগুলি প্রধানত কোন ধাতুর ছিল- স্টিটাইট
44. ভারতীয় অর্থনৈতিক সংস্কারের জনক কাকে বলা হয়- পি ভি নরসিংহ রাও
45. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় NABARD প্রতিষ্ঠিত হয়েছিল- ষষ্ঠ
46. প্রথম বিশ্বকাপ জয়ী বাঙালি মহিলা ক্রিকেটার হলেন- রিচা ঘোষ
47. চান্দোলি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত- মহারাষ্ট্র
48. ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন- লর্ড মাউন্টব্যাটেন
49. প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে চালু হয়- ১৯৯৩ সালে
50. কলকাতা হাইকোর্টের নবীনতম সার্কিট বেঞ্চ- জলপাইগুড়ি বেঞ্চ
সম্পূর্ণ PDF এর লিঙ্ক নিচে রয়েছে
No. of Pages:12
File Size:0.56MB


No comments:
Post a Comment