WBP Constable GK Practice Set- 15
আজকে তোমাদের সঙ্গে WBP Constable GK Practice Set- 15 শেয়ার করছি। আগত পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের সাহায্য করবে বলে আমরা আশাবাদী। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। WBP Constable GK Practice Set- 16 PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।
WBP Constable GK Practice Set
1. প্রথম ভারতীয় পুরুষ এয়ার চিফ কে ছিলেন?
ⓐ সুব্রত মুখার্জী
ⓑ অর্জন সিং
ⓒ প্রতাপ চন্দ্র লাল
ⓓ ওম প্রকাশ মেহেরা
2. প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন?
ⓐ লাল বাহাদুর শাস্ত্রী
ⓑ জওহরলাল নেহেরু
ⓒ ড. রাজেন্দ্র প্রসাদ
ⓓ সি ভি রমন
3. জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় কি?
ⓐ ইকোলজি
ⓑ প্যালিওনটোলজি
ⓒ প্যালিওবোটানি
ⓓ পেডোলজি
4. Wikipedia এর প্রতিযোগী হিসেবে Grokipedia লঞ্চ করেছেন কে?
ⓐ Elon Musk
ⓑ Mark Zuckerberg
ⓒ Sundar Pichai
ⓓ Satya Nadella
5. ভারতের প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয়?
ⓐ ১৯৬৭ সালে
ⓑ ১৯৭৩ সালে
ⓒ ১৯৭৮ সালে
ⓓ ১৯৮২ সালে
6. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
ⓐ আনাইমুদি
ⓑ গুরুশিখর
ⓒ নীলগিরি
ⓓ জিন্দাগাদা
7. ভারতীয় পার্লামেন্টের কক্ষ কয়টি?
ⓐ একটি
ⓑ দুটি
ⓒ তিনটি
ⓓ চারটি
8. ইংরেজরা ১৬২১ খ্রীঃ ভারতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল?
ⓐ গোয়া
ⓑ সুরাট
ⓒ কালিকট
ⓓ মাদ্রাজ
9. কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
ⓐ কাঞ্চনজঙ্ঘা
ⓑ গুরুশিখর
ⓒ গডউইন অস্টিন
ⓓ জিন্দাগাদা
10. ভারতে প্রথম পাটকল কোন রাজ্যে গড়ে উঠেছিল?
ⓐ বিহার
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ মহারাষ্ট্র
11. প্রথম ভারতীয় মহিলা হিসেবে Archery World Cup Final Medal জিতেছেন কে?
ⓐ Priyanshi Shil
ⓑ Debika Sharma
ⓒ Rajashree Gupta
ⓓ Jyoti Surekha Vennam
12. তাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
ⓐ অডিওমিটার
ⓑ ব্যারোমিটার
ⓒ অ্যানিমোমিটার
ⓓ ক্যালোরিমিটার
13. সূর্যসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে?
ⓐ বাণভট্ট
ⓑ বিষ্ণু শর্মা
ⓒ আর্যভট্ট
ⓓ কৌটিল্য
14. পশ্চিমবঙ্গের কুমির প্রকল্প কোথায় রয়েছে?
ⓐ মুর্শিদাবাদ
ⓑ শিলিগুড়ি
ⓒ ভাগবতপুর
ⓓ শিলিগুড়ি
15. সম্প্রতি লাতিন আমেরিকার কোন দেশ ইচ্ছামৃত্যুকে বৈধ করেছে?
ⓐ প্যারাগুয়ে
ⓑ মেক্সিকো
ⓒ উরুগুয়ে
ⓓ পেরু
16. ৬-১৪ বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
ⓐ ১৯ অনুচ্ছেদে
ⓑ ২০ অনুচ্ছেদে
ⓒ ২১ (A) অনুচ্ছেদে
ⓓ ২২ অনুচ্ছেদে
17. কামেট পর্বত কোন রাজ্যে অবস্থিত?
ⓐ সিকিম
ⓑ ত্রিপুরা
ⓒ উত্তরাখণ্ড
ⓓ হিমাচল প্রদেশ
18. কোন দেশের রাজধানীর সংখ্যা তিনটি?
ⓐ দক্ষিণ আফ্রিকা
ⓑ নিউজিল্যান্ড
ⓒ প্যারাগুয়ে
ⓓ মার্কিন যুক্তরাষ্ট্র
19. Indian Cricketer's Association এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
ⓐ Shantha Rangaswamy
ⓑ Ajita Verma
ⓒ Ramesh Pothineni
ⓓ Rishabh Rahane
20. পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়?
ⓐ জলদাপাড়া
ⓑ কাজিরাঙ্গা
ⓒ সুন্দরবন
ⓓ গোরুমারা
21. লাবনী কোন রাজ্যের লোকনৃত্য?
ⓐ ঝাড়খন্ড
ⓑ মহারাষ্ট্র
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ আসম
22. রূপালী বিপ্লব কিসের সঙ্গে যুক্ত?
ⓐ ডিম উৎপাদন
ⓑ আলু উৎপাদন
ⓒ তুলো উৎপাদন
ⓓ তৈলবীজ উৎপাদন
23. ভারতে প্রথম কোন মহিলা ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন?
ⓐ নিকিতা চৌহান
ⓑ আরতি সাহা
ⓒ রীতা সিং
ⓓ সুস্মিতা দত্ত
24. মাকড়সার রেচন অঙ্গের নাম কি?
ⓐ কক্সাল গ্রন্থি
ⓑ সবুজ গ্রন্থি
ⓒ ফ্লেমকোষ
ⓓ নেফ্রিডিয়া
25. কোন দেশ International Big Cat Alliance 2025 এ আগস্ট মাসে যুক্ত হয়েছে?
ⓐ ভুটান
ⓑ জাপান
ⓒ নেপাল
ⓓ অস্ট্রেলিয়া
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে


No comments:
Post a Comment