KP Constable GK Practice Set- 01
![]() |
| KP Constable GK Practice Set- 01 |
KP Constable GK Practice Set
1. Beloved of Gods কোন সম্রাটকে বলা হয়?
A. অশোক
B. বিম্বিসার
C. সমুদ্রগুপ্ত
D. প্রথম চন্দ্রগুপ্ত
2. কোন শিলালিপিতে সতী প্রথার উল্লেখ পাওয়া যায়?
A. অশোকের শিলালিপি
B. নানাঘাট শিলালিপি
C. ভানুগুপ্তের ইরান স্তম্ভের শিলালিপি
D. হাতিগুম্ফা শিলালিপি
3. ড. বি. আর. আম্বেদকর কোন অধিকারকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন?
A. স্বাধীনতার অধিকার
B. সাংবিধানিক প্রতিকারের অধিকার
C. ধর্মীয় স্বাধীনতার অধিকার
D. সাম্যের অধিকার
4. ভারতের সুপ্রিম কোর্ট কোথায় স্থায়ীভাবে অবস্থিত?
A. নিউ দিল্লি
B. মুম্বাই
C. কলকাতা
D. বেঙ্গালুরু
5. বেটি বাঁচাও বেটি পড়াও- প্রকল্পটি কত সালে শুরু হয়?
A. ২০১৩ সাল
B. ২০১৪ সাল
C. ২০১৫ সাল
D. ২০১৬ সাল
6. Miss Universe 2025 এর খেতাব জিতলেন কে?
A. Praveener Singh
B. Fátima Bosch
C. Sherry Singh
D. Manika Vishwakarma
7. নিম্নের কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত?
A. হস্তান্তর পাওনা
B. মূলধনী লাভ
C. অপ্রত্যাশিত লাভ
D. পরোক্ষ কর
8. মানব উন্নয়ন সূচক বা Human Development Index প্রথম কত সালে প্রকাশিত হয়েছিল?
A. ১৯৯০ সালে
B. ১৯৯৫ সালে
C. ১৯৯৭ সালে
D. ১৯৯৯ সালে
9. হিমাচল প্রদেশকে তিব্বতের সাথে সংযুক্ত করে কোন গিরিপথ?
A. শিপকিলা গিরিপথ
B. নাথুলা গিরিপথ
C. জোজিলা গিরিপথ
D. জেলেপ লা গিরিপথ
10. মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
A. কার্বন
B. হাইড্রোজেন
C. অক্সিজেন
D. আয়রন
11. সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়?
A. প্রোপেন
B. বিউটেন
C. রেডন
D. ইথিলিন
12. কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়?
A. মালাবার উপকূল
B. করমণ্ডল উপকূল
C. কোঙ্কন উপকূল
D. কোনোটিই নয়
13. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A. স্যাডল পিক
B. মাউন্ট ডায়াবলি
C. ত্রিশূল
D. কারোহ পিক
14. প্রথম ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা কে করেছিলেন?
A. পিঙ্গালি ভেঙ্কাইয়া
B. মহাত্মা গান্ধী
C. ভগিনী নিবেদিতা
D. আত্মারাম পাণ্ডুরঙ্গ
15. খুদা-ই-খিদমতগার কে প্রতিষ্ঠা করেছিলেন?
A. খান আব্দুল গফ্ফর খান
B. আলি জিন্নাহ
C. মৌলানা শওকত আলী
D. মহম্মদ আলী
16. নিম্নের কোন অ্যাসিডের বিজারণ ক্ষমতা নেই?
A. সালফিউরিক অ্যাসিড
B. নাইট্রিক অ্যাসিড
C. হাইড্রোক্লোরিক অ্যাসিড
D. কার্বনিক অ্যাসিড
17. অপটিক্যাল ফাইবারে আলোর কোন নীতি ব্যবহার করা হয়?
A. প্রতিফলন
B. প্রতিসরণ
C. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
D. বিচ্ছুরণ
18. কোন গভর্নর জেনারেলের সময় ভারতে প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালনা করা হয়?
A. লর্ড কর্নওয়ালিস
B. লর্ড ডালহৌসি
C. লর্ড ডাফরিন
D. লর্ড লিনলিথগো
19. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বাতিল করেছিলেন?
A. লর্ড লিটন
B. লর্ড রিপন
C. লর্ড ওয়েলেসলি
D. ওয়ারেন হেস্টিংস
20. ৭১তম দাদাসাহেব ফালকে পুরস্কার কোন অভিনেতা পেয়েছেন?
A. অনুপম খের
B. মোহনলাল
C. শাহরুখ খান
D. অমিতাভ বচ্চন
21. গণপরিষদ কবে 'জন গণ মন' গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে?
A. ২৪শে জানুয়ারি, ১৯৫০
B. ২৬শে জানুয়ারি, ১৯৫০
C. ১৫ই আগস্ট, ১৯৫০
D. ২৬শে নভেম্বর, ১৯৫০
22. কলকাতায় কে ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?
A. রাজা রামমোহন রায়
B. লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক
C. লর্ড ডালহৌসি
D. উইলিয়াম কেরি
23. রোহিঙ্গারা কোন দেশের অধিবাসী?
A. শ্রীলঙ্কা
B. নেপাল
C. বাংলাদেশ
D. মায়ানমার
24. পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় ব্যান্ডল্যান্ড টপোগ্রাফি দেখা যায়?
A. উত্তর দিনাজপুর
B. বীরভূম
C. বর্ধমান
D. মালদা
25. ভারত কোন দলকে হারিয়ে ICC Women's Cricket World Cup 2025 জিতেছে?
A. নিউজিল্যান্ড
B. অস্ট্রেলিয়া
C. দক্ষিণ আফ্রিকা
D. পাকিস্তান
26. NITI Aayog কত সালে গঠন করা হয়?
A. ২০১৪ সালে
B. ২০১৫ সালে
C. ২০১৬ সালে
D. ২০১৭ সালে
27. ভারতের যোজনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
A. জওহরলাল নেহরু
B. গুলজারীলাল নন্দ
C. বি.আর.আম্বেদকর
D. চক্রবর্তী রাজাগোপালাচারী
28. ভারতে কত সাল থেকে GST কার্যকরী হয়?
A. ২০১৫ সাল
B. ২০১৬ সাল
C. ২০১৭ সাল
D. ২০১৮ সাল
29. বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের?
A. আয়ারল্যান্ড
B. ভারত
C. মার্কিন যুক্তরাষ্ট্র
D. চিন
30. অন্ধ্রপ্রদেশ ভেঙে নিম্নের কোন রাজ্যটি গঠিত হয়েছিল?
A. ছত্তিশগড়
B. কর্ণাটক
C. তেলেঙ্গানা
D. হরিয়ানা
31. ভারতের নতুন ফৌজদারি আইন কত সালে ভারতীয় দণ্ডবিধিকে প্রতিস্থাপন করেছে?
A. ১৮৬০ সালে
B. ১৮৬৫ সালে
C. ১৮৭২ সালে
D. ১৮৮০ সালে
32. কোন রাজার আমলে বুদ্ধ ও মহাবীরের প্রয়াণ হয়েছিল?
A. অজাতশত্রু
B. বিন্দুসার প্র্যাকটিস
C. বিম্বিসার
D. কালাশোক
33. নিম্নের কোনটি বেমানান-
A. World Bank : ওয়াশিংটন
B. OAPEC : নিউ ইয়র্ক
C. WTO : জেনেভা
D. UNESCO : প্যারিস
34. নালি ক্ষয় কিসের মাধ্যমে সংঘটিত হয়?
A. জলপ্রবাহ
B. বায়ুপ্রবাহ
C. হিমবাহপ্রবাহ
D. কোনোটিই নয়
35. শ্বসনের মাধ্যমে উদ্ভিদ কোষে শক্তি উৎপাদন করে কে?
A. ক্লোরোপ্লাস্ট
B. মাইটোকনড্রিয়া
C. রাইবোজম
D. নিউক্লিয়াস
36. নেপালের প্রথম অন্তর্বর্তীকালীন মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে?
A. Reshmi Nath
B. Sushila Karki
C. Ruprekha Tomar
D. Rishabhi Bhutiya
37. ভারতের প্রথম সম্পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন রাজ্য?
A. কেরালা
B. আসাম
C. মিজোরাম
D. অরুণাচল প্রদেশ
38. মানবদেহে মোট সেক্স ক্রোমোজোম কতগুলি?
A. ১টি
B. ২টি
C. ৩টি
D. ৪টি
39. পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার কোন জেলাকে বলা হয়?
A. বর্ধমান
B. উত্তর দিনাজপুর
C. বীরভূম
D. জলপাইগুড়ি
40. কোন রাজ্যে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম দেখা যায়?
A. রাজস্থান
B. কেরালা
C. মধ্যপ্রদেশ
D. ওড়িশা
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে


No comments:
Post a Comment