KP Constable GK Practice Set- 02
![]() |
| KP Constable GK Practice Set- 02 |
KP Constable GK Practice Set
1. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A. সতীশচন্দ্র বসু
B. লালা হরদয়াল
C. রাধাকান্ত দেব
D. রাম গোপাল ঘোষ
2. ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি?
A. অন্ধ্রপ্রদেশ
B. আসাম
C. অরুণাচল প্রদেশ
D. ওড়িশা
3. ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
A. ভি এস রমাদেবী
B. এম. ফতেমা বিবি
C. মীরা কুমার
D. সুষমা নাথ
4. সম্প্রতি কোন রাজ্যের দুটি ঐতিহ্যবাহী লেপচা বাদ্যযন্ত্র Tungbuk ও Pumtong Pulit জিআই ট্যাগ পেল?
A. সিকিম
B. রাজস্থান
C. মিজোরাম
D. অরুণাচল প্রদেশ
5. প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ কত?
A. ১,৫২,০০০ মাইল
B. ১,৬৮,০০০ মাইল
C. ১,৮৬,০০০ মাইল
D. ১,৭২,০০০ মাইল
6. নিম্নলিখিত কোন হাইকোর্টের এখতিয়ার দেশের বৃহত্তম?
A. গুয়াহাটি হাইকোর্ট
B. বোম্বে হাইকোর্ট
C. কলকাতা হাইকোর্ট
D. এলাহাবাদ হাইকোর্ট
7. নাদির শাহ কোন মুঘল সম্রাটকে পরাজিত করেছিলেন?
A. আকবর
B. শাহজাহান
C. মহম্মদ শাহ
D. দ্বিতীয় বাহাদুর শাহ
8. C++ কি?
A. অপারেটিং সিস্টেম
B. ইনপুট ডিভাইস
C. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
D. মার্কআপ ল্যাঙ্গুয়েজ
9. দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল?
A. ১৭৫২ সালে
B. ১৭৬৫ সালে
C. ১৭৭২ সালে
D. ১৭৮৫ সালে
10. রোহিঙ্গারা কোন দেশের অধিবাসী?
A. শ্রীলঙ্কা
B. নেপাল
C. বাংলাদেশ
D. মায়ানমার
11. কত সালে Commonwealth Games ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে?
A. ২০১৭ সালে
B. ২০২৮ সালে
C. ২০৩০ সালে
D. ২০৩৫ সালে
12. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী বিভক্ত হয়?
A. ১৯০৭ সালে, সুরাট অধিবেশনে
B. ১৯০৯ সালে, লাহোর অধিবেশনে
C. ১৯১১ সালে, কলকাতা অধিবেশনে
D. ১৯১৫ সালে, বোম্বে অধিবেশনে
13. জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশের মাঝে অবস্থিত?
A. স্পেন ও মরক্কো
B. ভারত ও শ্রীলঙ্কা
C. ইংল্যান্ড ও ফ্রান্স
D. মালয়েশিয়া ও সুমাত্রা
14. নিম্নের কোনটি শীতল স্রোতের উদাহরণ?
A. উপসাগরীয় স্রোত
B. আটলান্টিক প্রবাহ
C. কুরোশিও স্রোত
D. ল্যাব্রাডর স্রোত
15. বিকেন্দ্রীকরণ ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করেন কে?
A. দাদাভাই নওরজি
B. জে. বি. কৃপালনী
C. আর কে শানমুখম চেট্টি
D. বলবন্ত রাই মেহতা
16. ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক কর্তব্য কয়টি?
A. ৬টি
B. ৮টি
C. ১০টি
D. ১১টি
17. সংবিধানের কোন ধারায় রাজ্যপালের শপথের কথা উল্লেখ রয়েছে?
A. ১৪৮ নম্বর ধারায়
B. ১৫২ নম্বর ধারায়
C. ১৫৫ নম্বর ধারায়
D. ১৫৯ নম্বর ধারায়
18. ভারতের প্রথম অ-কংগ্রেসী রাষ্ট্রপতি কে ছিলেন?
A. নীলম সঞ্জীব রেড্ডি
B. কে এম মুন্সী
C. বদরুদ্দীন তোয়েবজি
D. মোরারজি দেসাই
19. প্রথম ভারতীয় পুরুষ এয়ার চিফ কে ছিলেন?
A. সুব্রত মুখার্জী
B. অর্জন সিং
C. প্রতাপ চন্দ্র লাল
D. ওম প্রকাশ মেহেরা
20. প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন?
A. লাল বাহাদুর শাস্ত্রী
B. জওহরলাল নেহেরু
C. ড. রাজেন্দ্র প্রসাদ
D. সি ভি রমন
21. কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?
A. এভিকালচার
B. ইকথায়োলজি
C. এন্টোমোলজি
D. ভাইরোলজি
22. State Election Commissioner কার দ্বারা নিযুক্ত হন?
A. মুখ্যমন্ত্রী
B. রাজ্যপাল
C. স্পিকার
D. রাষ্ট্রপতি
23. কোন দলকে হারিয়ে দৃষ্টিহীন মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত?
A. নেপাল
B. শ্রীলঙ্কা
C. অস্ট্রেলিয়া
D. পাকিস্তান
24. পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন?
A. আলেকজান্ডার ফ্লেমিং
B. রন্টজেন
C. রাদারফোর্ড
D. লিউয়েনহক
25. ১৯৩১ সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
A. লন্ডনে
B. প্যারিসে
C. নিউইয়র্কে
D. যুক্তরাষ্ট্রে
26. ভারতে কত সালে কিষান ক্রেডিট কার্ড শুরু করা হয়েছিল?
A. ১৯৭২ সালে
B. ১৯৮৬ সালে
C. ১৯৯৮ সালে
D. ২০০০ সেল
27. তরল ধাতুর উদাহরণ কোনটি?
A. পারদ
B. সোনা
C. রূপো
D. তামা
28. জলের বাষ্পীভবনের লীনতাপ কত?
A. ৪৮০ ক্যালোরি/গ্রাম
B. ৫২০ ক্যালোরি/গ্রাম
C. ৫৪০ ক্যালোরি/গ্রাম
D. ৬১০ ক্যালোরি/গ্রাম
29. কত সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল?
A. ১৯৩০ সালে
B. ১৯৪৮ সালে
C. ১৯৫২ সালে
D. ১৯৬৭ সালে
30. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্প শুরু হয়েছিল?
A. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
B. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
C. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
D. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
31. স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসেবে কে দায়িত্ব পালন করেন?
A. সি ডি দেশমুখ
B. ক্ষিতিশ চন্দ্র নিয়োগী
C. আর কে শানমুখম চেট্টি
D. লিয়াকত আলী খান
32. ভারতীয় সংবিধানে কোন পদের জন্য ইমপিচমেন্ট এর বিধান নেই?
A. রাষ্ট্রপতি
B. উপ-রাষ্ট্রপতি
C. রাজ্যপাল
D. হাইকোর্টের প্রধান বিচারপতি
33. International Day of the Girl Child প্রতিবছর কবে পালন করা হয়?
A. ২৩ আগস্ট
B. ২২ সেপ্টেম্বর
C. ১১ অক্টোবর
D. ১৭ নভেম্বর
34. দিল্লীর বর্তমান মুখ্যমন্ত্রী কে?
A. অরবিন্দ কেজরিওয়াল
B. রেখা গুপ্তা
C. বন্দনা কুমারী
D. অতিশি মারলিনা সিং
35. International Olympic Day কবে পালন করা হয়?
A. ১২ই ফেব্রুয়ারি
B. ২২শে এপ্রিল
C. ২৩শে জুন
D. ২৪শে আগস্ট
36. ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কোনটি?
A. রেণুকা হ্রদ
B. লোকটাক হ্রদ
C. ভোজ জলাভূমি
D. অষ্টমুদি জলাভূমি
37. Janvi Jindal সম্প্রতি ১১টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে প্রথম ভারতীয় মহিলা হয়েছেন। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত?
A. সাঁতার
B. ফ্রিস্টাইল স্কেটিং
C. বক্সিং
D. ওয়েট লিফটিং
38. কোন শাসক আলমগীর নামে পরিচিত ছিলেন?
A. আকবর
B. ঔরঙ্গজেব
C. শাহজাহান
D. বাবর
39. দাক্ষিণাত্যের ক্ষত কে তৈরি করেছিলেন?
A. হুমায়ূন
B. জাহাঙ্গীর
C. আকবর
D. ঔরঙ্গজেব
40. ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়?
A. মৌর্য বংশ
B. গুপ্ত বংশ
C. কুষাণ বংশ
D. পাল বংশ
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে


No comments:
Post a Comment