Breaking




Thursday, December 4, 2025

KP কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট

KP Constable GK Practice Set- 03 

KP Constable GK Practice Set- 03
KP Constable GK Practice Set- 03
Hello Students,

আজকে তোমাদের সঙ্গে KP Constable GK Practice Set- 03 শেয়ার করছি। আগত পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের সাহায্য করবে বলে আমরা আশাবাদী। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। KP Constable GK Practice Set- 03 PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

KP Constable GK Practice Set

1. কন্যাশ্রী প্রকল্প কত সাল থেকে শুরু হয়েছে?

A. ২০১৩ সাল

B. ২০১৪ সাল

C. ২০১৬ সাল

D. ২০১৮ সাল

2. দারিংবাড়ি পর্যটন স্থল ভারতের কোন রাজ্যে অবস্থিত? 

A. পাঞ্জাব 

B. রাজস্থান 

C. ওড়িশা

D. ঝাড়খন্ড 

3. সত্যশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 

A. ১৮৫৬ সালে 

B. ১৮৬২ সালে 

C. ১৮৭৩ সালে

D. ১৮৮৫ সালে

4. জাতীয় মহিলা দিবস কবে পালন করা হয়?

A. ৮ই মার্চ

B. ১৩ই ফেব্রুয়ারি

C. ২৪শে ফেব্রুয়ারি 

D. ২৮শে ফেব্রুয়ারি

5. টানা অষ্টমবারের মতো ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে নির্বাচিত হয়েছে কোন শহর?

A. ইন্দোর

B. কোটা 

C. সুরাট 

D. মুম্বাই  

6. ভারতের ৯৪তম রামসার সাইট হয়েছে গোগাবিল লেক। এই লেকটি কোন রাজ্যে অবস্থিত?

A. বিহার 

B. উত্তরাখণ্ড 

C. হিমাচল প্রদেশ 

D. মণিপুর

7. শকাব্দ কে প্রচলন করেছিলেন?

A. বিম্বিসার

B. বিন্দুসার

C. অশোক

D. কণিষ্ক

8. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি?

A. বুধ 

B. শুক্র

C. মঙ্গল

D. শনি

9. নিম্নের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই?

A. বুধ ও শুক্র

B. শনি ও মঙ্গল 

C. বৃহস্পতি ও শনি 

D. ইউরেনাস ও নেপচুন

10. ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি?

A. ভারতরত্ন

B. পদ্মশ্রী 

C. পদ্মবিভূষণ 

D. পদ্মভূষণ

11. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. কুতুবউদ্দিন আইবক

B. রাজিয়া সুলতানা 

C. মহম্মদ বিন তুঘলক

D. গিয়াস উদ্দিন বলবন

12. নিম্নের কে ভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন?

A. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

B. উমেশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায় 

C. উইলিয়ম জোন্স 

D. শিশিরকুমার ঘোষ

13. কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয়?

A. বিটুমিনাস 

B. লিগনাইট

C. পিট 

D. অ্যানথ্রাসাইট

14. WHO নিম্নের কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত হিসেবে ঘোষণা করেছে?

A. জর্জিয়া

B. বলিভিয়া 

C. ফ্রান্স 

D. ইতালি 

15. 2025 Para Athletics Championships এ ভারত মোট কয়টি পদক জিতেছে? 

A. ১৫টি 

B. ১৮টি 

C. ২০টি 

D. ২২টি

16. ২০২৬ এর শীতকালীন অলিম্পিকের মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে?

A. P V Sindhu 

B. Avinav Bindra

C. Mary Kom 

D. Neeraj Chopra 

17. হেমাটাইট কোন ধাতুর আকরিক? 

A. তামা 

B. টিন

C. লোহা

D. অ্যালুমিনিয়াম 

18. কম্পিউটারের ক্ষেত্রে VIRUS-এর পুরো নাম কি?

A. Very Intelligent Result Until Source

B. Vital Information Resource Under Siege

C. Viral Important Record User Searched

D. Very Interchanged Resource Under Siege 

19. অজাতশত্রু কোন মহাজনপদের রাজা ছিলেন?

A. মগধ

B. অবন্তী 

C. বৃজি 

D. গান্ধার

20. Human Development Index 2025 এ ভারতের স্থান কততম?

A. ১৩০ তম

B. ১৩৫ তম 

C. ১৪০ তম 

D. ১৪২ তম

21. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটি? 

A. ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ

B. ইউনিয়ন-প্যাসিফিক রেলপথ

C. ট্রান্স আটলান্টিক রেলপথ 

D. কানাডিয়ান প্যাসিফিক রেলপথ 

22. জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়? 

A. ১১টা থেকে ১২টা

B. ১২টা থেকে ১টা

C. ১২রোটা থেকে ৩টে

D. ১২টা থেকে ৬টা

23. কোন দেশে প্রথম GST চালু করা হয়েছিল?

A. ফ্রান্স

B. অস্ট্রেলিয়া 

C. রাশিয়া 

D. ইংল্যান্ড

24.  পটুয়া চিত্র শৈলী নিন্মের কোন রাজ্যের?

A. পশ্চিমবঙ্গ

B. সিকিম 

C. মধ্যপ্রদেশ 

D. উত্তরপ্রদেশ

25. বর্তমানে ভারতের মোট কতগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? 

A. ৪০টি 

B. ৪২টি 

C. ৪৩টি

D. ৪৪টি

26. কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে?

A. সিকিম

B. ঝাড়খণ্ড 

C. বিহার  

D. ওড়িশা

27. SI পদ্ধতিতে তাপমাত্রার একক কি?

A. কেলভিন

B. ওহম মিটার

C. মিটার 

D. ডাইন

28. ২০৩০ সালে Commonwealth Games হোস্ট করবে কোন দেশ?

A. ভারত

B. ব্রাজিল 

C. ফ্রান্স 

D. ইন্দোনেশিয়া 

29. ২০২৭ সালে 39th National Games অনুষ্ঠিত হবে কোন রাজ্যে? 

A. মিজোরামে 

B. অরুণাচল প্রদেশে

C. হিমাচল প্রদেশে 

D. মেঘালয়ে

30. মানবদেহে মোট কত জোড়া প্রধান লালা গ্রন্থি থাকে?

A. ২ জোড়া 

B. ৩ জোড়া

C. ৪ জোড়া 

D. ৫ জোড়া 

31. কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন?

A. হরিপুরা অধিবেশন

B. ত্রিপুরী অধিবেশন 

C. কলকাতা অধিবেশন 

D. লখনউ অধিবেশন

32. Miss Universe 2025 এর খেতাব জিতলেন কে?

A. Praveener Singh 

B. Fátima Bosch

C. Sherry Singh

D. Manika Vishwakarma

33. কোন রাজ্যের সম্প্রতি বিখ্যাত পান্না ডায়মন্ড জিআই ট্যাগ পেল?

A. মধ্যপ্রদেশ

B. ছত্তিশগড় 

C. ত্রিপুরা 

D. উত্তরপ্রদেশ 

34. সম্প্রতি খেলোয়াড় Janvi Jindal ১১টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে প্রথম ভারতীয় মহিলা হয়েছেন। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত?

A. ফ্রিস্টাইল স্কেটিং

B. সাঁতার 

C. হকি 

D. বক্সিং 

35. ভারতে প্রথম কোন রাজ্যে রেলপথ তৈরি হয়েছিল?

A. ওড়িশা 

B. মহারাষ্ট্র

C. রাজস্থান 

D. বিহার

36. ভারতের উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান?

A. প্রধানমন্ত্রী 

B. রাষ্ট্রপতি

C. রাজ্যপাল 

D. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 

37. কত বছরের জন্য অর্থ কমিশন নিযুক্ত করা হয়?

A. ২ বছর 

B. ৫ বছর

C. ৮ বছর 

D. ১০ বছর

38. ভারতের ২৬তম মুখ্য নির্বাচন কমিশনার কে? 

A. অভ্যুদয় নানকানি 

B. পরেশ সিং তোমার 

C. আয়ুষ্মান ভট্টাচার্য

D. জ্ঞানেশ কুমার

39. হোমরুল লীগের নেত্রী কে ছিলেন?

A. অ্যানি ব্যাসান্ত

B. সরোজিনী নাইডু 

C. মাতঙ্গিনী হাজরা 

D. অরুণা আসাফ আলী 

40. চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত?

A. লোকোমোটিভ ওয়ার্কস

B. লৌহ ও ইস্পাত শিল্প 

C. পেট্রোলিয়াম উৎপাদন 

D. অটোমোবাইল শিল্প

উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: KP Constable GK Practice Set- 03
File Format: PDF
No. of Pages:05
File Size:0.37MB

No comments:

Post a Comment